bringing gold from abroad to Bangladesh

প্রবাসীরা যখন প্রবাস জীবন ছেড়ে দেশে ফেরেন তখন আত্মীয় স্বজনদের জন্য স্বর্ণালংকারসহ বিভিন্ন ধরনের উপহার নিয়ে আসেন। কিন্তু আইন না জানার কারণে অনেকেই ব্যাগেজ বিধিমালা অনুযায়ী আইনগত জটিলতায় পড়ে যান। তাই বিদেশ থেকে কোন পণ্য দেশে আনতে হলে অবশ্যই জেনে নেওয়া দরকার কোন পণ্য বিদেশ থেকে কতটুকু পরিমাণ আনা যায় এবং কি পরিমাণ শুল্ক ছাড়ে আনা যায়। বাংলাদেশ কাস্টমস যাত্রী অপর্যটক ব্যাগেজ বিধিমালা ২০২৩ নামে নতুন একটি বিধিমালা প্রণয়ন করেছে যেখানে বিস্তারিত বলা আছে। তবে আজকে আমরা শুধু জানবো বিদেশ থেকে কতটুকু স্বর্ণ আনা যায় এবং কি পরিমাণ স্বর্ণ শুল্ক ছাড়ে আনা সম্ভব।

বিদেশ থেকে কতটুকু স্বর্ণ আনা যায় – How much gold can be brought from abroad?

বিদেশ থেকে স্বর্ণালংকার ও স্বর্ণবার আনার ক্ষেত্রে ২টি পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে।

একজন যাত্রী অনধিক ১০০ (একশত) গ্রাম ওজনের স্বর্ণালংকার অথবা ২০০ (দইশত) গ্রাম ওজনের রোপ্যের অলংকার [এক প্রকার অলংকার ১২ (বার) টির অধিক হইবে না] সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে আমদানি করতে পারবেন।

বিদেশ থেকে কতটুকু স্বর্ণবার আনা যায়? Goldbar Limit to Bring from Abroad

একজন যাত্রী বিদেশ হইতে দেশে আগমনকালে ঘোষণা প্রদানের মাধ্যমে অনধিক ১১৭ (একশত সতের) গ্রাম (দশ তোলা) ওজনের স্বর্ণবার বা স্বর্ণপিন্ড অথবা ২৩৪ (দুইশত চৌত্রিশ) গ্রাম (বিশ তোলা) ওজনের রৌপ্যবার বা রৌপ্যপিন্ড সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে আমদানি করতে পারবেন।

তবে শর্ত থাকে যে, উল্লিখিত পরিমাণের অতিরিক্ত যে কোনো পরিমাণ স্বর্ণবার ৰা স্বর্ণপিন্ড অথবা রৌপ্যবার বা রৌপ্যপিন্ড আনলে বা যে কোনো পরিমাণ স্বর্ণবার বা স্বর্ণপিন্ড অথবা রৌপ্যবার বা রৌপ্যপিন্ড লুক্কায়িত অবস্থায় আনিলে উহা Customs Act, 1969 অনুযায়ী বাজেয়াপ্ত হবে।

স্বর্ণবার (Gold Bar) এর জন্য কত টাকা টাক্স দিতে হয়?

প্রতি ১১.৬৬৪ গ্রাম স্বর্ণবার (Gold Bar) এর জন্য ৪,০০০ (চার হাজার) টাকা শুল্ক প্রদান করতে হবে। আর প্রতি ১১.৬৬৪ গ্রাম রৌপ্যবার (Silver Bar) এর জন্য ৬ ( ছয়) টাকা শুল্ক প্রদান করতে হবে। তবে একজন ব্যক্তি সর্বোচ্চ ১১৭ (একশত সতের) গ্রাম (দশ তোলা) ওজনের স্বর্ণবার বা ২৩৪ ( ‍দুইশত চৌত্রিশ) গ্রাম (বিশ তোলা) ওজনের রৌপ্যবার আনতে পারবে।

About The Author

Leave a Reply

× Contact Support!