সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জাতীয় পরিচয়পত্র (NID) প্রদানের দায়িত্ব দিতে যাচ্ছে, যে দায়িত্ব নির্বাচন কমিশন ২০০৬ সাল থেকে পালন করে আসছে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩’-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত নতুন আইনে জন্মের পরেই প্রতিটি শিশুকে একটি স্বতন্ত্র জাতীয় পরিচয় পত্র বা NID দেয়া হবে। আর এই স্বতন্ত্র জাতীয় পরিচয় পত্র নম্বর দায়িত্ব দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, পূর্বে যেই দায়িত্ব পালন করে আসছিলো বাংলাদেশ নির্বাচন কমিশন।
প্রতিটি নাগরিক একটি নতুন স্বতন্ত্র জাতীয় পরিচয় পত্র নম্বর পাবেন যা তাদের সরকারী পরিচয় হিসাবে কাজ করবে। সেবাটি চালু হলে, ১৮ বছরের কম বয়সীরা NID কার্ড পেতে পারবে। একজন নাগরিকের সারাজীবন এনআইডি কার্ড নম্বর অপরিবর্তিত থাকবে এবং সেই নম্বরের বিপরীতে ব্যক্তি বিভিন্ন সরকারি সেবা পাবেন।
জেলা ও উপজেলা পর্যায়ে অফিস সম্প্রসারণের বিষয়টি আইনে বলা হয়েছে।