IT-GHA 2020

প্রান্তিক পর্যায়ে ব্যক্তিগত করদাতার পরিমাণ বৃদ্ধি এবং আয়কর রিটার্ন সহজীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড এক পৃষ্ঠার নতুন আয়কর রিটার্ন প্রবর্তন করেছে। যা IT-GHA 2020 নামকরণ করা হয়েছে। Income-Tax Rules, 1984 সংশোধন করে rule-24 এর sub-rule (1) এরপর নতুন sub-rule (1A) এবং ফরম সন্নিবেশিত করা হয়েছে। sub-rule (1A) অনুসারে যারা এক পৃষ্ঠার নতুন এই আয়কর রিটার্ন ফরম ব্যবহার করতে পারবে-

যেসকল ব্যক্তিগত করদাতার বার্ষিক আয় ৪,০০,০০০ টাকার কম এবং মোট সম্পদ ৪০,০০,০০০ টাকার নিচে শুধুমাত্র তারা এই ফরম ব্যবহার করতে পারবে। তবে শর্ত থাকে যে, যাদের মোটর গাড়ি আছে অথবা সিটি কর্পোরেশন এলাকায় বাড়ী/অ্যাপার্টমেন্ট আছে তাদের জন্য প্রযোজ্য নয়।

এক পৃষ্ঠার নতুন আয়কর রিটার্ন ফরম Doc Format ডাউনলোড করতে নিচের ডাউনলোড লিংকে ক্লিক করুন

About The Author

Leave a Reply

× Contact Support!