কোম্পানি করদাতা তাদের আয় বিবরণী ও সম্পদ বিবরণী এর হিসাব আয়কর রিটার্ন বিধিমালা ২০২৩ অনুযায়ী কোম্পানি করদাতাদের জন্য প্রণিত রিটার্ন ফরম আইটি ১১ঘ ২০২৩ (IT 11GHA 2023) এর মাধ্যমে সংশ্লিষ্ট সার্কেলে জমা দিবে। আয়কর আইনের ধারা ২(৩১) এ সংজ্ঞায়িত কোম্পানিসমূহ এই নতুন আয়কর রিটার্ন ফরম ব্যবহার করবে। এই লেখায় আয়কর আইন অনুযায়ী কোম্পানির সংজ্ঞা এবং কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন আইটি ১১ঘ ২০২৩ (IT 11GHA 2023) এর ডাউনলোড লিংক দেওয়া হলো।
কোম্পানি কাকে বলে?
‘‘কোম্পানি’’ অর্থ কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এ সংজ্ঞায়িত অর্থে কোনো কোম্পানি, এবং ইহার অন্তর্ভুক্ত হইবে-
(ক) বিদেশি কোনো প্রতিষ্ঠানের লিয়াজোঁ অফিস, রিপ্রেজেন্টেটিভ অফিস বা ব্রাঞ্চ অফিস;
(খ) যেকোনো বিদেশি সত্তা বা ব্যক্তির স্থায়ী কোনো প্রতিষ্ঠান;
(গ) বাংলাদেশের বাহিরের কোনো দেশের আইন দ্বারা বা আইনের অধীন নিবন্ধিত কোনো সংঘ বা সংস্থা;
(ঘ) যেকোনো ব্যাংক, বিমা বা আর্থিক প্রতিষ্ঠান;
(ঙ) যেকোনো শিল্প ও বাণিজ্য সংগঠন, ফাউন্ডেশন, সমিতি, সমবায় সমিতি এবং যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান;
(চ) এনজিও বিষয়ক ব্যুরো বা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সহিত নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান;
(ছ) কোনো ফার্ম, ব্যক্তিসংঘ, জয়েন্ট ভেঞ্চার বা ব্যক্তিবর্গের সংগঠন, উহা যে নামেই অভিহিত হউক না কেন, যদি উক্তরূপ ব্যক্তিবর্গের কেহ কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এ সংজ্ঞায়িত অর্থে কোনো কোম্পানি বা বিদেশি সত্তা হয়;
(জ) সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত সংস্থা;
(ঝ) আপাতত বলবৎ কোনো আইন দ্বারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত বা গঠিত যেকোনো সত্ত্বা;
(ঞ) স্বাভাবিক ব্যক্তি, ফার্ম, ব্যক্তিসংঘ, ট্রাস্ট, হিন্দু অবিভক্ত পরিবার ও তহবিল ব্যতীত অন্য সকল সত্ত্বা;
(ট) কোনো আইন দ্বারা বা আইনের অধীন নিগমিত নহে, এইরূপ কোনো বিদেশি সংঘ বা সংস্থা যাহা, বোর্ড কর্তৃক, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কোম্পানি হিসাবে ঘোষিত হইতে পারে;
রিটার্ন ফরম পূরণের ক্ষেত্রে অনুসরণীয় নির্দেশাবলী
১। এই আয়কর রিটার্ন আইনে বর্ণিত নির্ধারিত ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিপাদিত হইতে হইবে।
২। রিটার্নের সহিত আয়কর আইন, ২০২৩ এর ধারা ৭৩ মোতাবেক নিরীক্ষিত আর্থিক বিবরণী দাখিল করিতে হইবে।
৩। প্রযোজ্য ক্ষেত্রে সংযুক্ত করুন:
(ক) ব্যাংক মুনাফা/সুদের ক্ষেত্রে ব্যাংক বিবরণী, কৃষি আয় থাকিলে সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আয়ের বিবরণী, সঞ্চয়পত্রের উপর সুদের ক্ষেত্রে প্রদানকারী ব্যাংকের সনদপত্র, গৃহ সম্পত্তি আয়ের ক্ষেত্রে ভাড়ার চুক্তিপত্র, পৌর কর ও খাজনা প্রদানের রশিদ, গৃহ ঋণের উপর সুদ থাকিলে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সনদপত্র/বিবরণী, বিমা কিস্তি প্রদত্ত থাকিলে কিস্তি প্রদানের রশিদ, মূলধনি মুনাফা থাকিলে প্রমাণাদি, ডিভিডেন্ড আয় থাকিলে ডিভিডেন্ড প্রাপ্তির সনদপত্র, অন্যান্য উৎসের আয় থাকিলে উহার বিবরণী;
(খ) সংশ্লিষ্ট তফসিল অনুযায়ী অবচয় দাবি সম্বলিত অবচয় বিবরণী;
(গ) আয়কর আইন, ২০২৩ অনুযায়ী আয় পরিগণনা।
৩। পৃথক বিবরণী সংযুক্ত করুন:
(ক) সংশ্লিষ্ট তফসিল এবং এস.আর.ও. অনুযায়ী কর অব্যাহতি প্রাপ্ত ও করমুক্ত আয়ের বিবরণ;
(খ) আয়কর আইন, ২০২৩ এর ষষ্ঠ তফসিলের অংশ ১ অনুযায়ী ঘোষিত কর অব্যাহতি প্রাপ্ত আয়।
৪। দাখিলকৃত দলিলপত্রাদি করদাতা অথবা আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৭ অনুযায়ী অনুমোদিত প্রতিনিধি কর্তৃক স্বাক্ষরিত হইতে হইবে।
৫। করদাতা বা তাঁহার অনুমোদিত প্রতিনিধির স্বাক্ষর বাধ্যতামূলক।
৬। স্থান সংকুলান না হইলে প্রয়োজনে পৃথক কাগজ ব্যবহার করা যাইবে।
৭। কোনো আয়বর্ষে আন্তর্জাতিক লেনদেন রহিয়াছে এইরূপ ক্ষেত্রে ধারা ২৩৮ এর অধীন আন্তর্জাতিক লেনদেন সম্পর্কিত বিবরণী দাখিল করিতে হইবে।
ডাউনলোড আইটি ১১ঘ ২০২৩ (IT 11GHA 2023)
কোম্পানি করদাতাদের জন্য প্রণিত রিটার্ন ফরম আইটি ১১ঘ ২০২৩ (IT 11GHA 2023) এবং আয়কর রিটার্ন প্রাপ্তি স্বীকার পত্র/প্রত্যয়ন পত্র বা আইটি-১১ছ (২০২৩) একত্রে pdf এবং docx ভার্সন এর ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে। আপনার কাজের জন্য যেই ফাইল ফরমেট সুবিধা সেই ফাইল ফরমেট ডাউনলোড করে নিতে নিচে লিংকে ক্লিক করুন।