“উপকরণ কর” (Input Tax) অর্থ কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক উপকরণ হিসাবে আমদানিকৃত পণ্য বা সেবার বিপরীতে আমদানি পর্যায়ে পরিশোধিত মূল্য সংযোজন কর (আগাম কর ব্যতীত) এবং স্থানীয় উৎস হইতে উপকরণ হিসাবে ক্রয়কৃত বা সংগৃহীত পণ্য বা সেবার বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর।
পেশায় অর্থ ব্যবস্থাপনা এবং আয়কর পরামর্শক। লেখালেখি করতে ভালো লাগে। এই ওয়েবসাইটে আমি আয়কর, ভ্যাট, ব্যবসায়িক সম্পর্কিত বিভিন্ন আইন ও নিয়ম কানুন এবং বিভিন্ন সরকারী সেবা বিষয়ে তথ্য শেয়ার করছি।