Income Tax SRO 2024

আয়কর SRO গুলো আয়কর ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। SRO-এর মাধ্যমে আয়কর আইনের বিধানাবলী স্পষ্ট ও ব্যাখ্যা করা হয় এবং করদাতাদের জন্য আইন-কানুন বোঝার ক্ষেত্রে সহায়তা করা হয়। SRO-এর পরিবর্তনের ফলে করদাতাদের কর দায়িত্ব পরিবর্তিত হতে পারে।

আয়কর আইন ২০২৩ এর ধারা ৭৬ এর উপধারা ১ প্রদত্ত ক্ষমতাবলে Income Tax SRO 2024 প্রকাশিত হয়।

Income Tax SRO 2024

এসআরও নংতারিখবিষয়
এস. আর. ও. নং ৩৭৫-আইন/আয়কর-৫০/২০২৪২৯.১০.২০২৪নবায়নযোগ্য জ্বালানী নির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী এর নির্ধারিত সময়ের জন্য কর অব্যাহতি
এস. আর. ও. নং ৩৬৮-আইন/আয়কর-৪৯/২০২৪২৪.১০.২০২৪সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এ দান বা অনুদানকে উক্ত দাতার অনুকূলে প্রদেয় আয়কর হতে অব্যাহতি প্রদান
এস. আর. ও. নং ৩৪০-আইন/আয়কর-৪৮/২০২৪১০.১০.২০২৪আসসুন্নাহ ফাউন্ডেশনের দানকৃত আয় মোট আয় হতে বিয়োজিত হবে
এস. আর. ও. নং ৩৩৯-আইন/আয়কর-৪৭/২০২৪১০.১০.২০২৪গ্রামীণ ব্যাংক কর্তৃক অর্জিত সকল আয়কে আয়কর অব্যাহতি প্রদান
এস. আর. ও. নং ৩০৪-আইন/আয়কর-৪৫/২০২৪০২.০৯.২০২৪আইসিবি কর্তৃক ইস্যুকৃত আইসিবি ইউনিট ফান্ড এর সকল আয়কে আয়কর অব্যহতি প্রদানসংক্রান্ত
এস. আর. ও. নং ৩০৩-আইন/আয়কর-৪৬/২০২৪০২.০৯.২০২৪কালো টাকা সাদা করা বিধান বিলোপ সংক্রান্ত
এস. আর. ও. নং ১৬১-আইন/আয়কর-৩৬/২০২৪২৯.০৫.২০২৪উৎসে কর বিধিমালা ২০২৪
এস. আর. ও. নং ১০০-আইন/আয়কর-২৯/২০২৪২৪.০৪.২০২৪অফশোর ব্যাংক হিসাবের সুদের উপর ঋণ মওকুফ
এস. আর. ও. নং ৫১-আইন/আয়কর-২৮/২০২৪১৪.০৩.২০২৪বিশ্ববিদ্যালয়, কলেজ ও গবেষণা প্রতিস্ঠানকে গবেষণা অনুদান আয় কর অব্যাহতি জন্য অনুমোদন নিতে হবে।
এস. আর. ও. নং ৫০-আইন/আয়কর-২৭/২০২৪১৪.০৩.২০২৪চামড়া ও চামড়া প্রক্রিয়াজাতকৃত পণ্য রপ্তানি আয়ে কর হ্রাস
এস. আর. ও. নং ৪৯-আইন/আয়কর-২৬/২০২৪১৪.০৩.২০২৪মিউচ্যুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের কর হ্রাস করিয়া ১৫% ধার্য করা হইল
এস. আর. ও. নং ৪৪-আইন/আয়কর-২৫/২০২৪০৪.০৩.২০২৪রপ্তানি হতে আয়ের উপর কর অব্যাহতি
এস.আর.ও নং ১৭-আইন/আয়কর-২৪/২০২৪৩১.০১.২০২৪সম্পওি অধিগ্রহন চুড়ান্ত করদায়
এস.আর.ও. নং ১১-আইন/আয়কর/২০২৪২১.০১.২০২৪বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে দ্বৈত কররোপন পরিহার চুক্তি
এস. আর. ও. নং ০১-আইন/আয়কর-২৩/২০২৪০৬.০১.২০২৪এসআরও নং ৩২৩-আইন/আয়কর-১৯/২০২৩ এর অধিকতর সংশোধন

About The Author

Leave a Reply

× Contact Support!