aykor ain 2022 draft

বর্তমানে ‍আয়কর অধ্যাদেশ ১৯৮৪ অনুযায়ী আয়কর নির্ধারণ ও আয়কর সংক্রান্ত বিধি বিধানগুলো পরিপালন করা হয়ে থাকে। ১৯৮৪ সালের পর নতুন কোন আয়কর আইন পাশ না হওয়ায় বর্তমান পরিপ্রেক্ষিতে আয়কর বিধি বিধান পরিপালনে অনেক বিষয়ে বেশ জটিলতা দেখা দেয়। তাই আয়কর আইন ২০২২ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই লক্ষ্যে আইকর আইন ২০২২ খসড়া (Income Tax Act 2022 Draft) প্রকাশ করা হয়েছে। এই খসড়া আইনে আপনি আপনার মতামত প্রদান করতে পারেন। আয়কর আইন ২০২২ (খসড়া) টি ডাউনলোড করতে নিচের ডাউনলোড লিংকে ক্লিক করুন

About The Author

Leave a Reply

× Contact Support!