VAT Consultant

কাদেরকে মূসক পরামর্শক বলা হয়

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ১৩০ এর উপধারা (১) অনুযায়ী কোন কার্যধারায় কোন করদাতার পক্ষে প্রতিনিধিত্ব করা বা পরামর্শ প্রদানের জন্য লাইসেন্সধারী ব্যক্তিই হলেন মূসক পরামর্শক।

মূসক পরামর্শকের দায়িত্ব

  • মূসক পরামর্শক কর্তৃক প্রদত্ত সেবার বিপরীতে যতাযথ মূসক প্রদানসহ আইনের অন্যান্য বিধানাবলী পালন করতে হবে
  • মূসক পরামর্শক আইন ও বিধি অনুসারে মূসক ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে যথাসম্ভব সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন;
  • ইচ্ছাকৃতভাবে কোন কর্তৃপক্ষ বা ব্যক্তির নিকট অসত্য বা বিকৃত তথ্য সরবরাহ করা যাবে না বা ইচ্ছাকৃতভাবে কোন প্রয়োজনীয় তথ্য গোপন বা অনুরূপ পরামর্শ দেয়া যাবে না

মূসক পরামর্শক লাইসেন্সপ্রাপ্তির আবেদনকারীর যোগ্যতা

  • বাংলাদেশের নাগরিক হতে হবে
  • আবেদনের তারিখে বয়স অন্যূন ২৫ বছর হতে হবে
  • কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোন বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রীধারী হতে হবে

মূসক পরামর্শক লাইসেন্স প্রাপ্তির আবেদনের অযোগ্যতা

  • সরকার বা কোন স্থানীয় কর্তৃপক্ষের অধীনে চাকুরিরত, চাকুরি হতে অপসারিত, বরখাস্তকৃত কোন ব্যক্তি
  • ফৌজদারি অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তি, যা সাজা ভোগ শেষ হওয়ার পর ৫ (পাঁচ) বছর সময় অতিবাহিত হয়নি
  • ইতঃপূর্বে যাদের মূসক পরামর্শক, C&F, ফ্রেইট ফরোয়ার্ডার্স, বা আয়কর পরামর্শক লাইসেন্স বাতিল হয়েছে এমন কোন ব্যক্তি

মূসক পরামর্শক লাইসেন্সের জন্য আবেদনপত্রের সাথে আবেদনকারীকে যেসকল দলিলাদি দাখিল করতে হবে

  • বয়স নির্ধারনের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষার সনদ
  • ৩ (তিন) কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি
  • শিক্ষাগত যোগ্যতা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি
  • জাতীয় পরিচয়পত্রের কপি সত্যায়িত কপি
  • মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি এর অনুকূলে আবেদন ফি হিসেবে ৫ (পাঁচ) হাজার টাকা মূল্যমানের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট

মূসক পরামর্শক লাইসেন্সের জন্য আবেদন পদ্ধতি

মূসক পরামর্শক হিসেবে কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী ব্যক্তিকে প্রয়োজনীয় দলিলাদি ও সনদসহ ফরম মূসক ১৮.১ এ ৩১ শে ডিসেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ১০৯, ১১০ ও ১১১ এবং মূসক পরামর্শক লাইসেন্সিং বিধিমালা, ২০১৯ এ নির্ধারিত পদ্ধতি ও শর্ত মেনে মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি এর নিকট কেবল রেজিস্টার্ড ডাকযোগে আবেদন করতে হবে।

পরীক্ষা পদ্ধতি

মহাপরিচালক সুবিধাজনক সময়ে নির্ধারিত সিলেবাস অনুযায়ী পরীক্ষা গ্রহণ করবেন।

লিখিত (১০০ নম্বর) ও মৌখিক(৫০ নম্বর) পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে।

পরীক্ষার সিলেবাস

ক্রমিক বিষয়নম্বর
(ক)
(খ)
(গ)
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬
উক্ত আইন ও বিধিসমূহরে অধীন জারিকৃত প্রজ্ঞাপন ও আদেশসমূহ
৪০
(ঘ)সাধারণ গণিত১০
(ঙ)বাংলা ও ইংরেজী ১০
(চ)Customs Act, 1969২৫
(ছ)
(জ)
(ঝ)
(ঞ)
আমদানি নীতি আদেশ (যখন যেই আদেশ বলবৎ থাকিবে)
রপ্তানি নীতি আদেশ (যখন যেই আদেশ বলবৎ থাকিবে)
The Foreign Exchange Regulations Act, 1947
The Import and Export (Control) Act, 1950
১৫

পরীক্ষার ফলাফল প্রকাশ

  • ট্রেনিং একাডেমির মহাপরিচালক ১৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করে যোগ্য প্রার্থীদের তালিকা বোর্ডে প্রেরন করবেন এবং উর্ত্তীর্ণ প্রার্থীদের মূসক নিবন্ধন গ্রহণ করতে হবে।
  • মহাপরিচালক মূসক-১৮.১ক ফরমে মূসক পরামর্শক লাইসেন্স প্রদান করবেন।

যাদের মূসক পরামর্শক পরীক্ষায় অংশগ্রহণ করা লাগবে না

মূসক বিভাগে ৯ম গ্রেডের নিম্নে নহেন এমন পদে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসর প্রাপ্ত কর্মকর্তা বা ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন চার্টার্ট একাউন্টেড বা চার্টার্ট সেক্রেটারিগনকে আবেদন যথাযথ প্রাপ্তি সাপেক্ষে (পরীক্ষা ব্যাতিরেকে) মূসক পরামর্শক লাইসেন্স প্রদান করা যাবে।

মূসক পরামর্শক আবেদন ফরম

মূসক পরামর্শক লাইসেন্সের জন্য আবেদনপত্র ফরম মূসক ১৮.১ ডাউনলোড করতে নিচের ফরম মূসক ১৮.১ বাটনে ক্লিক করুন

About The Author

Leave a Reply

× Contact Support!