How Many Mobile Phones Can Bring from Abroad

বিদেশ থেকে কয়টি মোবাইল আনা যাবে? এই প্রশ্নটি অনেকের মনেই জাগে। বিদেশ থেকে দেশে ফেরার সময় হাতে হাতে নতুন মোবাইল আনা আমাদের দেশে স্বাভাবিক ঘটনা। কিন্তু অনেকেই জানেন না, বিদেশ থেকে কতটি মোবাইল আনা যাবে এবং এর জন্য কী কী নিয়ম রয়েছে। এই প্রশ্নের উত্তর জানতে হলে অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা ২০২৪ টি ভালো ভাবে পড়তে হবে। খুব স্বাভাবিকভাবেই আইনের ভাষা সকলের জন্য বোধগম্য হয় না। তাই সকলের সুবিধার্থে সহজ ভাষায় আইন অনুযায়ী বিদেশ থেকে মোবাইল আনার সকল নিয়ম কানুন বিস্তারিত আলোচনা করব।

বিনা শুল্কে বিদেশ থেকে কতটি মোবাইল আনা যাবে?

অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা ২০২৪ অনুযায়ী একজন ব্যক্তি বিদেশ থেকে দেশে আসার সময় সর্বোচ্চ ২ টি ব্যবহৃত মোবাইল ফোন শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে আনতে পারবেন। অর্থ্যাৎ আপনার নিকট যদি একটি ব্যবহৃত মোবাইল থাকে এবং আপনি নতুন আরেকটি মোবাইল ফোন নিয়ে আসেন তাহলে নতুন মোবাইল ফোনের জন্য শুল্ক প্রযোজ্য হবে। বিনা শুল্কে মোবাইল ফোন বিদেশ থেকে আনতে হলে, আইন অনুযায়ী যে দুইটি মোবাইল ফোন নিয়ে আসবেন, সেই দুইটি মোবাইল ফোনই ব্যবহৃত হতে হবে।

বিদেশ থেকে কয়টি নতুন মোবাইল আনা যাবে?

এস.আর.ও নং ২০৩-আইন/২০২৪/৫৫/কাস্টমস এ প্রণয়নকৃত অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা ২০২৪ অনুযায়ী একজন ব্যক্তি বিদেশ থেকে দেশে আসার সময় সর্বোচ্চ একটি নতুন মোবাইল ফোন নিয়ে আসতে পারবেন। তবে উক্ত নতুন মোবাইল ফোনের জন্য নিম্নবর্ণিত হারে শুল্ক ও কর পরিশোধ করতে হবে:

মোবাইল ফোনের মূল্যশুল্ক ও কর
নতুন মোবাইল/সেলুলার ফোন সেটেরে মূল্য ৩০,০০০ টাকা পর্যন্ত৫,০০০ টাকা
নতুন মোবাইল/সেলুলার ফোন সেটেরে মূল্য ৩০,০০০ টাকার অধিক হতে ৬০,০০০ টাকা পর্যন্ত           ১০,০০০ টাকা
নতুন মোবাইল/সেলুলার ফোন সেটেরে মূল্য ৬০,০০০ টাকার অধিক হলে২৫,০০০ টাকা

বিদেশ থেকে একাধিক নতুন মোবাইল আনতে করণীয়

কোন ব্যক্তি যদি একাধিক নতুন মোবাইল বিদেশ থেকে আনতে চান, তাহলে তাকে কাস্টমস আইন ২০২৩ এর বিধি ১০ পরিপালন করতে হবে।

শেষকথা

বিদেশ থেকে আসার সময় পরিবারের সদস্যদের জন্য নতুন মোবাইল আনাটা আমাদের দেশে খুবই স্বাভাবিক ঘটনা। তবে আইনগন জটিলতা এড়াতে সবারই বিদেশ থেকে কয়টি মোবাইল আনা যাবে বিষয়গুলো জেনে নেওয়া উচিত। আশাকরি এই লেখায় বিদেশ থেকে মোবাইন আনা সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবেন। তবে মনে রাখা উচিত, কাস্টমস আইন বিভিন্ন সময়ে পরিবর্তন হয়ে থাকে। আমরা চেষ্টা করি পরিবর্তিত সকল তথ্য আপনাদের নিকট পৌছে দিতে। তাই আমাদের গুগল নিউজটি ফলো করে আপনি আমাদের সাথে থাকুন এবং পরিবর্তিত সকল তথ্য সবার আগে জানুন।

About The Author

Leave a Reply