সঞ্চয়পত্রের মুনাফার উপর অতিরিক্ত কর দিতে হবে না

কামরুল হাসান নূর

Updated on:

Final Settlement SRO 253

নতুন আয়কর আইন ২০২৩ এ চুড়ান্ত করদায় (Final Settlement) সম্পর্কে কোন নির্দেশনা ছিলো না। অথচ, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৮২(সি) ধারায় সম্পত্তি হস্তান্তর, সঞ্চয়পত্রসহ আরও কয়েকটি ক্ষেত্রে উৎসে যে কর কর্তন করা হতো সেই করই চুড়ান্ত করদায় হিসাবে বিবেচিত হতো। তবে, নতুন আয়কর আইনে এই ধরনের কোন বিধান না থাকায় করদাতার করদায় অনেক বৃদ্ধি হয়ে যায়। তাই করদাতার আবেদন ছিলো যে, পূর্বের মতো উল্লেখিত ক্ষেত্রে চুড়ান্ত করদায় ধার্য করা হোক। সেই আবেদনের ভিত্তিতে ২৩ আগষ্ট, ২০২৩ তারিখে এস.আর.ও নং ২৫৩-আইন/আয়কর-০৯/২০২৩ (Final Settlement SRO 253) এর মাধ্যমে ৩টি ক্ষেত্রে উৎসে কর্তিত করের পরিমাণকে চুড়ান্ত করদায় হিসাবে ঘোষণা করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ৭৬ এর উপ-ধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে, নিম্নবর্ণিত উৎস হইতে অর্জিত আয়ের বিপরীতে উল্লিখিত ধারার অধীন উৎসে কর্তিত করের পরিমাণকে চুড়ান্ত করদায় হিসেবে নির্ধারণ করিয়া উক্ত উৎস হইতে অর্জিত আয়ের বিপরীতে উদ্ভূত অতিরিক্ত কোনো করদায় পরিশোধ হতে এতদ্দারা অব্যাহতি প্রদান করিল, যথা:-

১. সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত হইতে অর্জিত সুদ বা মুনাফা

আয়কর আইন ২০২৩ এর ধারা ১০২ অনুযায়ী কোনো নিবাসী ব্যক্তিকে কোনো ব্যাংক, কো-অপারেটিভ ব্যাংক, ইসলামী নীতি মোতাবেক পরিচালিত কোনো ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, কোনো লিজিং কোম্পানি অথবা কোনো হাউজিং ফাইন্যান্স কোম্পানি কোনো সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত, মেয়াদী আমানত বা অন্য কোনো প্রকার আমানতের বিপরীতে কোনো সুদ বা মুনাফা পরিশোধ করিলে, সুদ বা মুনাফা পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সুদ বা মুনাফা কোনো ব্যক্তির হিসাবে ক্রেডিটের সময় অথবা সুদ বা মুনাফা পরিশোধের সময়, যাহা পূর্বে ঘটে, উল্লিখিত হারে উৎসে কর কর্তন করিয়া সরকারি কোষাগারে জমা প্রদান করে থাকে।

এস.আর.ও নং ২৫৩-আইন/আয়কর-০৯/২০২৩ এর মাধ্যমে ১০২ ধারার অধীন উৎসে কর্তিত করের পরিমাণকে চুড়ান্ত করদায় হিসেবে নির্ধারণ করিয়া উক্ত উৎস হইতে অর্জিত আয়ের বিপরীতে উদ্ভূত অতিরিক্ত কোনো করদায় পরিশোধ হতে অব্যাহতি প্রদান করিল

⭐️⭐️⭐️আমাদের সর্বশেষ আপডেট পেতে Google NewsFollow করুন⭐️⭐️⭐️

যে সকল ব্যক্তির জন্য করদায় পরিশোধ হতে অব্যাহতি প্রযোজ্য

(ক) কোনো শিক্ষা প্রতিষ্ঠান-

(অ) যাহা বাংলা ভাষায় পাঠদানকারী প্রাথমিক বা প্রাক-প্রাথমিক বিদ্যালয় বা সরকারি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বা যাহা মাসিক পেমেন্ট আদেশভুক্ত (এমপিও) শিক্ষা প্রতিষ্ঠান; এবং

(আ) যাহার ইংরেজি ভার্সন কারিকুলাম নাই

(খ) সরকারি বিশ্ববিদ্যালয়

(গ) বাংলাদেশ ব্যাংক

(ঘ) স্থানীয় কর্তৃপক্ষ

(ঙ) সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বা সায়ত্বশাসিত সংস্থা, যাহার সরকারের নিকট হইতে প্রাপ্ত তহবিল ও সুদ আয় ব্যতীত অন্য কোনো আয় নাই

(চ) আপাতত বলবৎ কোনো আইন দ্বারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত বা গঠিত যেকোনো সত্তা যাহাদের সরকারের নিকট হইতে প্রাপ্ত তহবিল ব্যতীত অন্য কোনো আয় নাই

(ছ) সরকারি ভবিষ্য তহবিল এবং সরকারি পেনশন তহবিল;(জ) কোনো অনিবাসী স্বাভাবিক ব্যক্তি যাহার বাংলাদেশে কোনো নির্দিষ্ট ভিত্তি (fixed base) নাই

(ঝ) বোর্ড কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, রিটার্ন দাখিল করা হইতে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ।

২. সঞ্চয়পত্র হতে অর্জিত মুনাফা

আয়কর আইন ২০২৩ এর ধারা ১০৫ অনুযায়ী সঞ্চয়পত্রের মুনাফা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি উক্তরূপ অর্থ প্রদানকালে ১০% (দশ শতাংশ) হারে কর কর্তনের যে বিধান রয়েছে। এই উৎসে করই করদাতার চুড়ান্ত করদায়। অর্থ্যাৎ, সঞ্চয়পত্র হতে অর্জিত মুনাফার উপর আর অতিরিক্ত কোন কর প্রদান করতে হবে না।

৩. রপ্তানির বিপরীতে প্রাপ্ত নগদ ভুর্তকি

রপ্তানি বৃদ্ধির জন্য রপ্তানিকারককে নগদ রপ্তানি ভর্তুকির কারণে যেকোনো পরিমাণ অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি, অর্থ প্রদান বা জমার সময়, প্রদেয় মোট অর্থের ১০% (দশ শতাংশ) হারে অগ্রিম কর কর্তন বা সংগ্রহ করিবেন। উক্ত নগদ ভুর্তকি করদাতার চুড়ান্ত করদায়। এই নগদ ভুর্তকি করদাতার আয়ের সাথে যুক্ত হলেও এর জন্য করদাতাকে অতিরিক্ত কোন কর দিতে হবে না।

এস.আর.ও নং ২৫৩-আইন/আয়কর-০৯/২০২৩ ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

Leave a Comment