সরকার ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে সকল করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে উৎসাহিত করছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জের সকল সরকারী কর্মচারী, সকল তফসীলী ব্যাংকের কর্মকর্তা/কর্মচারী, সকল টেলিকম প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/কর্মচারী, নির্দিষ্ট কয়েকটি বহুজাতিক কোম্পানির জন্য ই-রিটার্ন সিস্টেমে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। অদূর ভবিষ্যতে হয়তো সকল করদাতার জন্যই ই-রিটার্ন সিস্টেমে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। তাই যারা এখনও ই-রিটার্ন রেজিস্ট্রেশন করেন নাই, তারা দ্রুত ই-রিটার্ন রেজিস্ট্রেশন করে নিন।
যেভাবে ই-রিটার্ন রেজিস্ট্রেশন করবেন
ই-রিটার্ন রেজিস্ট্রেশন একদম সহজ। এরজন্য আপনার নামে রেজিস্ট্রেশনকৃত বায়োমেট্রিক মোবাইল সিম এবং আপনার টিন (TIN) নম্বর প্রয়োজন।
আপনার মোবাইল নম্বরটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা কিভাবে বুঝবেন
ই-রিটার্ন রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই আপনার নিজের নামে নিবন্ধিত (biometrically verified) মোবাইল ফোন নম্বর প্রয়োজন। ই-রিটার্ন রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা চেক করতে আপনার ফোন থেকে *১৬০০১# নম্বরে ডায়াল করে নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা জেনে নিন।
e-Return Registration করার নিয়ম
ই-রিটার্ন রেজিস্ট্রেশন এর জন্য প্রথমে e-Return লেখায় ক্লিক করুন। এরপর আপনার ই-রিটার্ন সিস্টেমের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ড্যাশবোর্ড থেকে আপনি eReturn লেখায় ক্লিক করুন।
এরপর একটি পপআপ আসবে যেখানে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে, আপনার eReturn একাউন্ট আছে কিনা। যদি আপনি প্রথমবারের মতো eReturn সিস্টেমে প্রবেশ করতে যাচ্ছেন, তাহলে আপনি I don’t have an account এ ক্লিক করুন।
ই-রিটার্ন রেজিস্ট্রেশন এর জন্য এই ধাপে আপনাকে আপনার টিন (TIN) নম্বর, বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নম্বর, এবং ক্যাপচা পূরণ করতে হবে। তারপর Verify বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি OTP যাবে।
OTP কোডটি দিয়ে নিচে পাসওয়ার্ড সেট করুন। পাসওয়ার্ড কমপক্ষে আট character বিশিষ্ট হবে। এর মধ্যে কমপক্ষে একটি করে lower case, upper case, digit (0-9) এবং special character (@, #, %, &, ইত্যাদি) থাকতে হবে। New password এবং Confirm New Password এ একই পাসওয়ার্ড ব্যবহার করবেন। তারপর Submit বাটনে ক্লিক করলে আপনার ই-রিটার্ন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে।
e Return Registration Process Step-by-Step Video
শেষ কথা
ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশনের পরে আপনি পূনরায় eReturn সিস্টেম থেকে আপনার টিন ও পাসওয়ার্ড ব্যবহার করে eReturn এ প্রবেশ করুন এবং আপনার রিটার্ন অনলাইনে জমা দিন। যাদের জিরো রিটার্ন তারা সহজেই অনলাইনে জিরো রিটার্ন জমা দেওয়ার নিয়ম অনুসরণ করে আপনার রিটার্নটি দাখিল করতে পারবেন।