Definition of Services VAT

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৩২ক তে প্রদত্ত ক্ষমতাবলে এস.আর.ও. নং-১৮৬-আইন/২০১৯/৪৩-মুসক দ্বারা সেবার পরিধি নির্ধারণের লক্ষ্যে ব্যাখ্যা প্রদান করেছে যা সেবার সংজ্ঞা হিসাবে সংজ্ঞায়িত করা যায় এবং এস.আর.ও. নং -১৬০-আইন/২০২১/১৫৫-মূসক দ্বারা পূর্ববর্তী সংজ্ঞায়িত সেবার পরিবর্তিত ব্যাখা ও নতুন সেবার সংজ্ঞা সংযুক্ত করা হয়েছে। এই লেখায় উভয় এস.আর.ও এর সেবাসমূহ একত্রিত করা হয়েছে।

টেবিলের কলাম (১) এ উল্লিখিত শিরনামা সংখ্যার বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সেবার কোডের আওতাধীন কলাম (৩) এ বর্ণিত করযোগ্য সেবার পরিধি নির্ধারণের লক্ষ্যে ব্যাখ্যা প্রদান করা হলো:

শিরনামা
সংখ্যা
সেবার কোডকরযোগ্য সেবা
০০১S০০১.০০হোটেল ও রেস্তোরা
S০০১.১০
হোটেল:
“হোটেল” অর্থ কোনো ক্লাবসহ, এমন কোনো প্রতিষ্ঠান, সংস্থা বা স্থান যেখানে সাময়িকভাবে অবস্থানের জন্য কোনো কক্ষ বা কক্ষসমূহের স্যুট বা অন্য কোনো ধরনের আবাসন, উহাতে ক্যাটারিং এর ব্যবস্থা অথবা যে কোনো নামে অভিহিত অন্য কোনো সেবা, সুবিধা বা উপযোগিতার ব্যবস্থা থাকুক বা না থাকুক, ভাড়া দেওয়া হয় এবং ফ্লোর শো প্রদর্শনকারী কোনো প্রতিষ্ঠানও এই সংজ্ঞার অন্তর্ভূক্ত হইবে।
S০০১.২০রেস্তোরা:
“রেস্তোরা ” অর্থ কোনো ক্লাবসহ, এমন কোনো প্রতিষ্ঠান, সংস্থা বা স্থান যেখানে অথবা যে কোনো নামে অভিহিত অন্য কোনো সেবা, সুবিধা বা উপযোগিতা প্রদান করা হউক বা না হউক, উহাতে বা অন্যত্র ভোগের উদ্দেশ্যে কোনো খাদ্য বা পানীয় বিক্রয় করা হয় এবং ফ্লোর শো প্রদর্শনকারী প্রতিষ্ঠানসহ যান্ত্রিক যানে পরিচালিত মোবাইল রেস্তোরীও ইহার অন্তর্ভূক্ত হইবে।
০০২S০০২.০০ডেকোরেটরস ও ক্যাটারার্স:
“ডেকোরেটরস ও ক্যাটারার্স” অর্থ কোনো দোকান, ফার্ম, প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গ যাহা বা যাহারা নিয়োক্ত এক বা একাধিক সেবা প্রদান করিয়া থাকে, যথা:-
(ক) ফুল, ফেস্টুন, বান্টিং, রঙিন কাগজ, কাপড় বা অন্য কোনো উপকরণ, যে কোনো ধরনের বৈদ্যুতিক বাতি, তোরণ, প্যান্ডেল বা সামিয়ানা দ্বারা কোনো প্রাঙ্গণ, ভবন, মাঠ অথবা যানবাহন সঙ্জিতকরণ; অথবা
(খ) আসবাবপত্র বা ফিক্সচারস দ্বারা কোনো ভবন, প্রাঙ্গণ বা মাঠ সঙ্জিতকরণ; অথবা
(গ) যে কোনো ধরনের উৎসব বা অনুষ্ঠানে লিনেন, ক্রোকারিজ, কাটলারিং বা বাসনপত্র সরবরাহকরণ; অথবা
(ঘ) কোনো খাদ্য সামগ্রী বা পানীয় প্রস্তুত, সরবরাহ বা পরিবেশনসহ যে কোনো ধরনের আপ্যায়ন
০০৩S০০৩.০০মোটর গাড়ীর গ্যারেজ, ওয়ার্কসপ এবং ডকইয়ার্ড:
S০০৩.১০মোটর গাড়ীর গ্যারেজ এবং ওয়ার্কসপ:
S০০৩.২০ডকইয়ার্ড:
“মোটর গাড়ীর গ্যারেজ, ওয়ার্কসপ এবং ডকহয়ার্ড” অর্থ এমন কোনো প্রতিষ্ঠান, সংস্থা বা স্থান যেখানে যে কোনো প্রকারের যান্ত্রিক যানবাহন বা নৌযান মেরামত, রুপান্তর (কনভার্সন) বা সার্ভিসিং করা হয় অথবা উহাদের যন্ত্রাংশের বা আকৃতির কোনো পরিবর্তন করা হয়।
০০৪S০০৪.০০নির্মাণ সংস্থা:
“নির্মাণ সংস্থা” অর্থ এমন কোনো প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যক্তি যাহা বা যিনি বাণিজ্যিক ভিত্তিতে ভবন, যোগাযোগ মাধ্যম, পরিবহন, সড়ক, মহাসড়ক, সেতু বা অন্য ঘে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ, মেরামত বা রক্ষণাবেক্ষণ করিয়া থাকে বা থাকেন এবং কোনো অবকাঠামোর সহিত সংযুক্ত হয় বা উহার অংশ হিসাবে ব্যবহৃত হয় এইরূপ যে কোনো ধরনের স্থায়ী বা অস্থায়ী সংস্থাপনও (যেমন: শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ফলস সিলিং, লিফট ইত্যাদি) ইহার অন্তর্ভুক্ত হইবে।
০০৫S০০৫.০০পণ্যাগার ও বন্দর:
S০০৫.১০পণ্যাগার:
“পণ্যাগার” অর্থ এমন কোনো উন্মুক্ত বা অন্যবিধ স্থান যেখানে যে কোনো পণ্য, পণের বিনিময়ে বা অন্য কোনো ভাবে মজুদ বা সংরক্ষণের ব্যবস্থা করা হয়; উক্তরুপ যে কোনো পণ্য মজুদ বা সংরক্ষণের সহায়ক প্রত্যক্ষ বা পরোক্ষ সকল প্রস্তুতিমূলক কর্মকান্ডও ইহার অন্তর্ভূক্ত হইবে।
S০০৫.২০বন্দর:
“বন্দর” অর্থ এমন কোনো উন্মুক্ত বা অন্যবিধ স্থান যেখানে আমদানিকৃত বা রপ্তানিযোগ্য যে কোনো পণ্য পণের বিনিময়ে বা অন্য কোনোভাবে মজুদ বা সংরক্ষণের ব্যবস্থা করা হয় এবং উক্তরুপ যে কোনো পণ্য মজুদ বা সংরক্ষণের সহায়ক প্রত্যক্ষ ও পরোক্ষ সকল প্রস্তুতিমূলক কর্মকান্ডসহ মজুদকৃত অথবা সংরক্ষিত উক্তরুপ কোনো পণ্যের নিরাপত্তা স্ক্যানিং সেবাসহ পণ্য চালানের নিষ্পত্তি বিষয়ক সকল কর্মকান্ড এবং এতদুদ্দেশ্যে পরিচালিত আইসিডি (ICD- Inland Container Depot) এবং সিএফএস (CFS-Container Freight Station)ও এই সেবার অন্তর্ভূক্ত হইবে।
০০৬S০০৬.০০হিমাগার:
“হিমাগার” অর্থ এমন কোনো স্থান যেখানে তাপ নিয়ন্ত্রণ পদ্ধতিতে বা অন্য কোনো পদ্ধতিতে পণ্যের গুণগতমান অপরিবর্তিত রাখিবার জন্য বাণিজ্যিক ভিত্তিতে কোনো পণ্য সংরক্ষণের ব্যবস্থা রহিয়াছে।
০০৭S০০৭.০০বিজ্ঞাপনী সংস্থা:
কে) “বিজ্ঞাপনী সংস্থা” অর্থ কোনো পণ্যের বা সেবার প্রচারণার বা অন্য কোনো প্রচারণার উদ্দেশ্যে, বাণিজ্যিক ভিত্তিতে যে কোনো নামের বা ধরনের বিজ্ঞাপন প্রস্তুতকরণে বা উক্ত উদ্দেশ্যে প্রস্তুতকৃত কোনো বিজ্ঞাপন যে কোনো মাধ্যমে বা অন্য কোনো গন্থায় প্রচারকরণে বা প্রচার কার্ষে সহায়তাকরণে নিয়োজিত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা; এবং
(খে) কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার ওয়েবসাইট বা কোনো পত্রিকা, সাময়িকী, ম্যাগাজিন, ইত্যাদি এর অনলাইন সংস্করণে বিজ্ঞাপন প্রচার করা হইলে উহাও বিজ্ঞাপনী সংস্থার অন্তর্ভূক্ত হইবে।
০০৮S০০৮.০০ছাপাখানা ও বাঁধাই সংস্থা:
S০০৮.১০ছাপাখানা:
“ছাপাখানা” অর্থ কোনো পুস্তক বা পত্রিকা ছাপার কাজে অথবা অন্য যে কোনো নামের বা ধরনের ছাপার কাজে নিয়োজিত প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যক্তি।
S০০৮.২০বাঁধাই সংস্থা:
“বাঁধাই সংস্থা” অর্থ কোনো পুস্তক, পত্রিকা বা অন্য কোনো দলিল দস্তাবেজ বা খাতাপত্র বাধাইয়ের কাজে নিয়োজিত প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যক্তি।
০০৯S০০৯.০০নিলামকারী সংস্থা:
“নিলামকারী সংস্থা” অর্থ সরকারি এবং বেসরকারি নিলামের আয়োজনে বা পরিচালনা কার্যে নিয়োজিত কোনো প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যক্তি।
০১০S০১০.০০ভূমি উন্নয়ন সংস্থা ও ভবন নির্মাণ সংস্থা:
S০১০.১০ভূমি উন্নয়ন সংস্থা:
“ভূমি উন্নয়ন সংস্থা” অর্থ বাণিজ্যিক ভিত্তিতে ক্রয়কৃত বা অন্য যে কোনো উপায়ে প্রাপ্ত ভূমির উন্নয়ন সাধন বা চুক্তির মাধ্যমে ভূমির উন্নয়ন সাধনপূর্বক ইজারার মাধ্যমে বা অন্য কোনোভাবে পণের বিনিময়ে উক্ত উন্নয়নকৃত ভূমি বিক্রয় বা হস্তান্তরকার্যে নিয়োজিত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা।
S০১০.২০ভবন নির্মাণ সংস্থা:
“ভবন নির্মাণ সংস্থা” অর্থে বাণিজ্যিক ভিত্তিতে ক্রয়কৃত বা অন্য যে কোনো উপায়ে প্রাপ্ত ভূমির উপর ভবন নির্মাণপূর্বক ইজারার মাধ্যমে বা অন্য কোনোভাবে পণের বিনিময়ে নিয়োজিত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা, এবং অন্য যে কোনো উপায়ে প্রাপ্ত ভূমির উপর পণের বিনিময়ে ভবন
নির্মাণপূর্বক হস্তান্তর কার্ব্রমও ইহার অন্তর্ভুক্ত হইবে।
০১১S০১১.০০ভিডিও ক্যাসেট সপ, ভিডিও গেম সপ, অডিও ভিডিও রেকর্ডিং সপ, অডিও ও ভিডিও সিডি ভাড়া প্রদানকারী সপ:
S০১১.১০ভিডিও ক্যাসেট সপ:
S০১১.২০ভিডিও গেম সপ:
S০১১.৩০অডিও ভিডিও রেকর্ডিং সপ:
S০১১.৪০ভিডিও অডিও সিডি ভাড়া প্রদানকারী সপ:
“ভিডিও ক্যাসেট সপ, ভিডিও গেম সপ, অডিও, ভিডিও রেকর্ডিং সপ, অডিও ও ভিডিও সিডি ভাড়া প্রদানকারী সপ” অর্থ বাণিজ্যিক ভিত্তিতে ভিডিও ক্যাসেট বা ভিডিও গেম বা অডিও ও ভিডিও সিডি বিক্রয় অথবা উহা সাময়িকভাবে ব্যবহারের সুযোগ প্রদান অথবা অডিও বা ভিডিও বা ভিডিও সিডি রেকর্ডিং এর কাজে নিয়োজিত কোনো প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যক্তি।
০১২S০১২.০০টেলিফোন, টেলিপ্রিন্টার, টেলেক্স, ফ্যাক্স বা ইন্টারনেট সংস্থা ও সিম কার্ড সরবরাহকারী:
S০১২.১০টেলিফোন
S০১২.১১টেলিপ্রিন্টার
S০১২.১২টেলেক্স
S০১২.১৩ফ্যাক্স
S০১২.১৪ইন্টারনেট সংস্থা:
“টেলিফোন, টেলিপ্রিন্টার, টেলেক্স, ফ্যাক্স বা ইন্টারনেট সংস্থা” অর্থ টেলিফোন, টেলিপ্রিন্টার, টেলেক্স, ফ্যাক্স বা ইন্টারনেট এর মাধ্যমে বাণিজ্যিক ভিত্তিতে যোগাযোগ স্থাপন, তথ্য বা উপাত্ত আদান-প্রদানের ব্যবস্থাকারী কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা।
S০১২.২০সিম কার্ড সরবরাহকারী:
“সিম কার্ড সরবরাহকারী” অর্থ পণের বিনিময়ে Subscriber’s Identity Module (SIM) কার্ড, Removable User Identification Module (RUIM) কার্ড, embedded-SIM (e-SIM) বা অনুরুপ অন্য কোনো microchip সংবলিত কার্ডের মাধ্যমে সেলুলার (Mobile/Fixed Wireless) টেলিফোন সংযোগ সংস্থা; এবং একই উদ্দেশ্যপুরণকল্পে উল্লিখিত কার্ড ব্যতীত Code Division Multiple Access (CDMA) বা অনুরুপ অন্য কোনো পদ্ধতি ব্যবহারও এই সেবার অন্তর্ভূক্ত হইবে।
০১৩S০১৩.০০যান্ত্রিক লন্ড্রি:
”যান্ত্রিক লন্ড্রি” অর্থ বাণিজ্যিক ভিত্তিতে যান্ত্রিক পদ্ধতিতে কোনো পোশাক, পরিচ্ছদ বা উহার অংশ বিশেষ বা যে কোনো ধরনের বস্ত্র, আচ্ছাদন বা মোড়ক ধোলাই, ইস্ত্রি, রং, রিপু কাটা বা পলিস করিবার কার্যে নিয়োজিত কোনো স্থান, প্রতিষ্ঠান বা সংস্থা।
০১৪S০১৪.০০ইন্ডেনটিং সংস্থা:
“ইন্ডেনটিং সংস্থা” অর্থ দেশি বা বিদেশি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে বাণিজ্যিক ভিত্তিতে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় বা আদান-প্রদান সম্পর্কিত যোগাযোগ স্থাপন অথবা অনুরুপ ক্রয়-বিক্রয় বা আদান-প্রদান সংক্রান্ত চুক্তি সম্পাদনে প্রয়োজনীয় সমন্বয় কার্যে নিয়োজিত কোনো প্রতিষ্ঠান বা সংস্থা।
০১৫S০১৫.০০ফ্রেইট ফরোয়ার্ডার্স এবং ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং সংস্থা:
S০১৫.১০ফ্রেইট ফরোয়ার্ডার্স:
“ফ্রেইট ফরোয়ার্ডার্স” অর্থ পণের বিনিময়ে পণ্য মোড়কজাতকরণ বা অন্যের দ্বারা মোড়কজাতকৃত বা মোড়কজাতকরণ ব্যতীত কোনো পণ্য বুকিং এর মাধ্যমে সংক্রান্ত কার্য সম্পাদনকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা।
S০১৫.২০ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং সংস্থা:
“ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং সংস্থা” অর্থ বিদেশ হইতে আমদানিকৃত বা বিদেশে রপ্তানিযোগ্য কোনো পণ্য পণের বিনিময়ে বা খোদ খালাসী (self clearance) এর উদ্দেশ্যে শুল্ক আনুষ্ঠানিকতা সম্পন্ন করিবার লক্ষ্যে Customs Act, 1969 (Act No. IV of 1969) এর section 207 এর অধীন লাইসেন্স প্রাপ্ত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা।
০১৬S০১৬.০০ট্রাভেল এজেন্সি:
“ট্রাভেল এজেন্সি” অর্থ কমিশন ভিত্তিতে কোনো যাত্রী পরিবহন প্রতিষ্ঠানের পক্ষে যাত্রী সাধারণের নিকট এক স্থান নিয়োজিত কোনো প্রতিষ্ঠান বা সংস্থা।
০১৭S০১৭.০০কম্যুনিটি সেন্টার:
“কম্যুনিটি সেন্টার” অর্থ বিবাহ, জন্মদিন, সেমিনার, সিম্পোজিয়াম বা অন্য কোনো সাংস্কৃতিক, সামাজিক বা প্রদত্ত কোনো ভবন বা প্রাঙ্গণ এবং তদসংশ্লিষ্ট অনুষ্ঠান সম্পাদন সংক্রান্ত কার্যাবলির মধ্যে খাদ্য পরিবেশনও অন্তর্ভুক্ত হইবে।
০১৮S০১৮.০০চলচ্চিত্র স্টুডিও:
 “চলচ্চিত্র স্টুডিও” অর্থ চলচ্চিত্র রেকর্ডিং এর সুবিধা সংবলিত কোনো স্থান, প্রাঙ্ণ বা ভবন যাহা অর্থের বিনিময়ে ব্যবহার করিবার সুযোগ প্রদান করা হয়।
০১৯S০১৯.০০ফটো নির্মাতা:
“ফটো নির্মাতা” অর্থ বাণিজ্যিক ভিত্তিতে রঙ্গিন বা সাদাকালো ফটো প্রস্তুতকরণ বা ফিল্ম প্রক্রিয়াকরণে নিয়োজিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থা
০২০S০২০.০০জরিপ সংস্থা:
“জরিপ সংস্থা” অর্থ বাণিজ্যিক ভিত্তিতে আমদানিকৃত, রপ্তানিতব্য, দেশের অভ্যন্তরে মজুদকৃত বা সরবরাহকৃত পণ্যের জরিপ কার্যে অথবা বীমা সংক্রান্ত জরিপ কার্যে অথবা ভূমি জরিপসহ সকল প্রাকৃতিক, আর্থিক, মানব ও কারিগরি সম্পদ পরিমাপ বা জরিপ কার্ষে বা আর্থ-সামাজিক জরিপ কার্যে বা অন্য যে কোনো জরিপ কার্যে নিয়োজিত যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা, এবং পণের বিনিময়ে যে কোনো ধরনের ভৌত বা রাসায়নিক পরীক্ষা সম্পাদনকারী বা যে কোনো বিষয়ের সম্ভাব্যতা যাচাইকারী বা কোনো প্রতিষ্ঠানের মান (standardization) প্রত্যয়ন বা পারফরমেন্স অডিট সম্পাদনকারী প্রতিষ্ঠান এবং মেরিন সার্ভেয়ার প্রতিষ্ঠানও ইহার অন্তর্ভূক্ত হইবে।
০২১S০২১.০০প্ল্যান্ট বা মূলধনী যন্ত্রপাতি ভাড়া প্রদানকারী সংস্থা:
“প্ল্যান্ট বা মূলধনী যন্ত্রপাতি ভাড়া প্রদানকারী সংস্থা” অর্থ অর্থের বিনিময়ে কোনো প্ল্যান্ট বা মূলধনী যন্ত্রপাতি অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে ব্যবহারের সুযোগ প্রদানকারী কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা।
০২২S০২২.০০মিষ্টান্ন ভান্ডার:
“মিষ্টান্ন ভান্ডার” অর্থ মিষ্টান্ন বা মিষ্টান্জাতীয় খাদ্য সামগ্রী প্রস্তুতকরণ বা বিক্রয়ে নিয়োজিত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা।
০২৩S০২৩.১০চলচ্চিত্র প্রদর্শক (প্রেক্ষাগৃহ):
“চলচ্চিত্র প্রদর্শক” অর্থ দর্শকদের উপভোগের জন্য বাণিজ্যিক ভিত্তিতে চলচ্চিত্র প্রদর্শনকারী বা প্রদর্শনের ব্যবস্থাপনাকারী কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা।
S০২৩.২০চলচ্চিত্র পরিবেশক:
“চলচ্চিত্র পরিবেশক” অর্থ চলচ্চিত্র প্রযোজনা বা নির্মাতা বা নিবেদক সংস্থা বা প্রতিষ্ঠানের নিকট হইতে সংগৃহীত চলচ্চিত্র অর্থের বিনিময়ে চলচ্চিত্র প্রদর্শক প্রেক্ষাগৃহ) বা সম্প্রচার কর্তৃপক্ষ বা অন্য কোনো ব্যক্তি বা সংস্থার নিকট হস্তান্তরকারী কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা।
০২৪S০২৪.০০আসবাবপত্র:
S০২৪.১০আসবাবপত্রের উৎপাদক:
“আসবাবপত্রের উৎপাদক” অর্থ এমন কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি বা যাহারা আসবাবপত্র প্রস্তুত কিংবা মেরামত করিয়া পণের বিনিময়ে বা অন্যবিধভাবে সরবরাহ করিয়া থাকেন।
S০২৪.২০আসবাবপত্রের বিপণন কেন্দ্র:
“আসবাবপত্রের বিপণন কেন্দ্র” অর্থ নিজন্ব প্রস্তুতকৃত বা অন্যের দ্বারা প্রস্তুতকৃত যে কোনো আসবাবপত্র পণের বিনিময়ে বা অন্যবিধভাবে বিক্রয়ের স্থান।
০২৫S০২৫.০০ওয়াসা:
“ওয়াসা” অর্থ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ৬ নং আইন) এর ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত পানি সরবরাহ ও পয়ঃ নিস্কাশন কর্তৃপক্ষ।
০২৬S০২৬.০০স্বর্ণকার ও রৌপ্যকার এবং স্বর্ণের ও রৌপ্যের দোকানদার এবং স্বর্ণ পাকাকারী:
(১) “স্বর্ণকার ও রৌপ্যকার এবং স্বর্ণ ও রৌপ্যের দোকানদার কর্তৃক প্রদত্ত সেবা” অর্থ মজুরি বা সার্ভিস চার্জের বিনিময়ে স্বর্ণ বা রোপ্যের কিংবা স্বর্ণ ও রৌপ্যের অলংকার যে কোন ধরনের পণ্য প্রস্তুত, মেরামত, মজুদ বা বিপণন কার্ধে নিয়োজিত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা; এবং
(২) “স্বর্ণ পাকাকারী” অর্থ স্বর্ণ গলাইয়া বা পরিষ্কার করিয়া বা অন্য কোনো পদ্ধতিতে তেজাবি স্বর্ণ বা স্বর্ণপিন্ড প্রস্তুত ও বিপণনকারী।
০২৭S০২৭.০০বীমা কোম্পানি:
“বীমা কোম্পানি” অর্থ অগ্নি, নৌ, বিমান, মোটর, স্বাস্থ্যগত দুর্ঘটনাসহ অন্যান্য যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে বীমা পলিসি (জীবন বীমা পলিসি ব্যতীত) এর মাধ্যমে ক্ষতিপূরণ ব্যবস্থা সংক্রান্ত ব্যবসা পরিচালনায় নিয়োজিত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা।
০২৮S০২৮.০০কুরিয়ার (courier) ও এক্সপ্রেস মেইল সার্ভিস:
“কুরিয়ার (courier) ও এক্সপ্রেস মেইল সার্ভিস” অর্থ সংবাদ, তথ্য, দলিলপত্র, পণ্য বা পার্সেল (ওজনসীমা ১০ কেজি পর্যন্ত) প্রেরণে এবং দেশের অভ্যন্তরে ফি বা চার্জের বিনিময়ে মোবাইল, ইন্টারনেট, ফোন, ফ্যাক্স বা অন্য কোনো ইলেক্ট্রনিক মিডিয়া এর মাধ্যমে যোগাযোগের ভিত্তিতে অর্থ আদান-প্রদান নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা (সরকারি ডাক বিভাগ এবং সেবা শিরোনামা সংখ্যা S০১৫ এ বর্ণিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা ব্যতীত), তবে সরকারি ডাক বিভাগ বা বেসরকারি যে কোনো সংস্থা কর্তৃক প্রদত্ত এক্সপ্রেস মেইল ইহার অন্তর্ভূক্ত হইবে।
০২৯S০২৯.০০জ্যোতিষী:
“জ্যোতিষী” অর্থ কোনো ব্যক্তি বা সংস্থা বা প্রতিষ্ঠান, যিনি বা যাহারা পণের বিনিময়ে ভাগ্য গণনা বা ভবিষ্যৎ বর্ণনা করিয়া থাকেন এবং এইরূপ উদ্দেশ্যে কোনো প্রকার ধাতু, পাথর বা ধাতব পদার্থ দ্বারা তৈরি কোন অলংকার বা পরিধেয় বিতরণ, বিক্রি বা অন্য যে কোনো পণ্য বা সেবা সরবরাহ করেন।
০৩০S০৩০.০০বিউটি পার্লার:
“বিউটি পার্লার” অর্থ এমন কোনো স্থান, প্রতিষ্ঠান বা সংস্থা যেইখানে বাণিজ্যিক ভিত্তিতে নারী বা পুরুষ বা উভয়ের কেশসজ্জা, অঙ্গসজ্জা বা রুপসঙ্জামূলক সেবা প্রদানের বা তদানুষঙ্গিক কোনো সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা রহিয়াছে।
০৩১S০৩১.০০পণের বিনিময়ে করযোগ্য পণ্য মেরামত ৰা সার্ভিসিং এর কাজে নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা:
“পণের বিনিময়ে করযোগ্য পণ্য মেরামত বা সার্ভিসিং এর কাজে নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা” অর্থ পণের বিনিময়ে নিজস্ব প্লান্ট, মেশিনারী বা যন্ত্রপাতি দ্বারা অন্যের মালিকানাধীন কোনো করযোগ্য পণ্য মেরামত বা সার্ভিসিং এর কাজে নিয়োজিত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা
০৩২S০৩২.০০কনসালটেন্সী ফার্ম ও সুপারভাইজরী ফার্ম:
“কনসালটেন্সী ফার্ম বা সুপারভাইজরী ফার্ম” অর্থ পণের বিনিময়ে যে কোনো পরামর্শক সেবা প্রদানে নিয়োজিত কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যিনি কোনো সম্ভাব্যতা যাচাই, প্রকল্প প্রণয়ন বা বাস্তবায়ন বা পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়নের পরামর্শ প্রদান করেন অথবা উহা বাস্তবায়নের তদারকি করেন।
০৩৩S০৩৩.০০ইজারাদার:
“ইজারাদার” অর্থ পণের বিনিময়ে কোনো স্থান বা স্থাপনার অথবা কোনো স্থাবর সম্পত্তি বা কোনো স্থানে প্রবেশাধিকারের ইজারা গ্রহণকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা এবং উক্তরুপ ইজারা প্রদান ব্যতিরেকে নিজস্ব ব্যবস্থাপনায় বা অন্যবিধভাবে ইজারার স্থান বা স্থাপনার টোল, ফি, হাসিল বা খাস সংগ্রহকারীও ইহার অন্তর্ভূক্ত হইবেন।
০৩৪S০৩৪.০০অডিট এন্ড এ্যাকাউন্টিং ফার্ম:
“অডিট এন্ড এ্যাকাউন্টিং ফার্ম” অর্থ পণের বিনিময়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বা কোনো নির্দিষ্ট মেয়াদের আয়-ব্যয় নিরীক্ষা অথবা হিসাব পরীক্ষা বা সংরক্ষণের কাজে নিয়োজিত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা।
০৩৫S০৩৫.০০শিপিং এজেন্ট:
“শিপিং এজেন্ট” অর্থ Customs Act, 1969 (Act No. IV of 1969) এর section2 (g) তে সংজ্ঞায়িত “conveyance” এর আগমন, অবস্থান ও প্রস্থানে সংশ্লিষ্ট ব্যবসায় পরিচালনাকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা এবং কোনো বিদেশি শিপিং লাইনের স্থানীয় এজেন্টও ইহার অন্তর্ভূক্ত হইবে।
০৩৬S০৩৬.০০শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকূল বাস, লঞ্চ ও রেলওয়ে সার্ভিস:
S০৩৬.১০শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল বাস সার্ভিস:
“শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল বাস সার্ভিস” অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল বাস, মিনিবাস বা কোষ্টারের মাধ্যমে যাত্রী পরিবহন ব্যবসায়ে নিয়োজিত
S০৩৬.২০শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল লঞ্চ সার্ভিস:
“শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল লঞ্চ সার্ভিস” অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি এক বা একাধিক শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল কেবিন বা কক্ষ বিশিষ্ট লঞ্চ বা স্টীমারের মাধ্যমে যাত্রী পরিবহন ব্যবসায়ে নিয়োজিত।

শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল নৌযান সার্ভিস:
“শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল নৌযান সার্ভিস” অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি এক বা একাধিক শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল কেবিন বা কক্ষ বিশিষ্ট লঞ্চ বা স্টীমার বা ক্রুজ জাহাজ সার্ভিস বা অন্য যে কোনো ধরনের নৌযান এর মাধ্যমে যাত্রী পরিবহন ব্যবসায়ে নিয়োজিত। (এস.আর.ও. নং -১৬০-আইন/২০২১/১৫৫-মূসক দ্বারা অনুস্থাপিত)
S০৩৬.৩০শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল রেলওয়ে সার্ভিস:
“শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল রেলওয়ে সার্ভিস” অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি এক বা একাধিক শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল কেবিন বা কক্ষ বিশিষ্ট ট্রেনের মাধ্যমে যাত্রী পরিবহন ব্যবসায়ে নিয়োজিত।
০৩৭S০৩৭.০০যোগানদার (Procurement Provider):
“যোগানদার” অর্থ কোটেশন বা দরপত্র বা অন্যবিধভাবে কোনো মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর, আধা-সরকারি বা স্বায়ত্বশাসিত কোনো সংস্থা, রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ, পরিষদ বা অনুরূপ কোনো সংস্থা, এনজিও বিষয়ক ব্যুরো বা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত কোনো বেসরকারি প্রতিষ্ঠান, কোনো ব্যাংক, বীমা কোম্পানি বা অনুরুপ আর্থিক প্রতিষ্ঠান, কোনো মাধ্যমিক বা তদুর্ধ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, কোনো লিমিটেড কোম্পানি এবং ১ (এক) কোটি টাকার অধিক টার্নওভারযু্ক্ত প্রতিষ্ঠান এর নিকট পণের বিনিময়ে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ ব্যতীত যে কোনো পণ্য বা সেবা বা উভয়ই সরবরাহ করেন এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা।
০৩৮S০৩৮.০০বিদেশি শিল্পী সহযোগে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক:
“বিদেশি শিল্পী সহযোগে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক” অর্থ পণ বা সম্মানীর বিনিময়ে বাংলাদেশের নাগরিক নহেন এমন কোনো শিল্পী অথবা বাংলাদেশের নাগরিক নহেন এমন কোনো শিল্পী সংস্থা সহযোগে নৃত্য, সংগীত, ব্যান্ড শো, কনসার্ট বা অন্য যে কোনো নামের বা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, জলসা বা শো আয়োজন করেন এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা
০৩৯S০৩৯.০০স্যাটেলাইট ক্যাবল অপারেটর ও স্যাটেলাইট চ্যানেল ডিস্ট্রিবিউটর:
S০৩৯.১০স্যাটেলাইট ক্যাবল অপারেটর:
“স্যাটেলাইট ক্যাবল অপারেটর” অর্থ ডিশ এন্টেনা বা অন্য কোনো মাধ্যমে স্যাটেলাইট প্রোগ্রাম গ্রহণপূর্বক তাহা ক্যাবল বা তারের মাধ্যমে বাণিজ্যিক ভিত্তিতে পণের বিনিময়ে অফিস, বাড়ি, ব্যবসাস্থল, অন্য কোনো স্থানে বা অঙ্গনে সংযোগদান করেন এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা
S০৩৯.২০স্যাটেলাইট চ্যানেল ডিস্ট্রিবিউটর:
“স্যাটেলাইট চ্যানেল ডিস্ট্রিবিউটর” অর্থ ডিশ এন্টেনা বা অন্য কোনো মাধ্যমে স্যাটেলাইট টিভি চ্যানেলের প্রোগ্রাম গ্রহণপূর্বক তা ক্যাবল বা অন্য কোনো মাধ্যমে স্যাটেলাইট ক্যাবল অপারেটর, অন্য কোনো ব্যক্তি বা সংস্থাকে পণের বিনিময়ে সংযোগদান করেন, উক্তরুপ প্রোগ্রাম ধরনের স্বত্ত্ব বা অধিকার প্রদান করেন অথবা যাল্রিক সংযোগ দ্বারা উক্তরুপ প্রোগ্রাম দর্শন বা প্রচারের অনুমতি প্রদান করেন এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা, যিনি বাংলাদেশে মূল চ্যানেল মালিকের প্রতিনিধিত্ব করেন।
০৪০S০৪০.০০সিকিউরিটি সার্ভিস:
“সিকিউরিটি সার্ভিস” অর্থ বাণিজ্যিক ভিত্তিতে যে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি, ভবন, কমপ্লেক্স, অংগন, অফিস বা অন্য যে কোনো ধরণের স্থাপনার বা কোনো ব্যক্তির ব্যক্তিগত নিরাপত্তা বিধানের জন্য প্রহরী, কর্মী, জনবল বা যন্ত্রপাতি সরবরাহ কাজে নিয়োজিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান।
০৪১০S০৪১.০০ম্যারেজ মিডিয়া:
“ম্যারেজ মিডিয়া” অর্থ এমন কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যিনি বা যাহারা পণের বিনিময়ে পাত্র- পাত্রীর মধ্যে যোগসূত্র স্থাপনসহ বৈবাহিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে সহযোগিতা প্রদান করিয়া থাকেন।
০৪২S০৪২.০০স্বয়ংক্রিয় বা যন্ত্রচালিত করাতকল:
“স্বয়ংক্রিয় বা যন্ত্রসালিত করাতকল” অর্থ স্বয়ংক্রিয় বা যন্ত্রালিত করাত কল যাহার দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান
পণের বিনিময়ে গাছ, গাছের কান্ড বা গুঁড়ি বা শাখা প্রশাখা চেরাই কিংবা যে কোনো ধরনের কাঠ কর্তন, চেরাই, মসৃণ করিবার কাজ করিয়া থাকেন এবং কাঠ সিজনিং প্লান্টও ইহার অন্তর্ভুক্ত হইবে।
০৪৩S০৪৩.০০টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী:
“টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী” অর্থ টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে প্রচারের উদ্দেশ্যে তৈরিকৃত বিনোদনমূলক অনুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান, মিউজিক ভিডিও, প্রামাণ্যচিত্র, নাটক, টেলিফিল্ম, শর্টফিল্ম, টকশো, কিংবা অনুরুপ যে কোনো অনুষ্ঠান সরবরাহ যাহা বা না হউক।
০৪৪S০৪৪.০০বিআরটিএ প্রদত্ত সেবা:
“বিআরটিএ প্রদত্ত সেবা” অর্থ বাংলাদেশ সড়ক ফিটনেস সনদ, মালিকানা সনদ ইত্যাদি গ্রহণ ও নবায়ন সংক্রান্ত সেবা।
০৪৫S০৪৫.০০আইন পরামর্শক:
“আইন পরামর্শক” অর্থ এমন কোনো ব্যক্তি, আইনজীবী অথবা কতিপয় আইনজীবী সমন্বয়ে গঠিত যে কোনো চেম্বার ৰা প্রতিষ্ঠান, যিনি এককভাবে কিংবা এক বা একাধিক জুনিয়র আইনজীবী সহযোগে নিজস্ব বাসভবনে অথবা এককভাবে কিংবা এক বা একাধিক জুনিয়র আইনজীবী সহযোগে অন্য কোথাও স্থাপিত চেম্বারে বা প্রতিষ্ঠানে কোনো ফৌজদারী বা দেওয়ানী প্রকৃতির মামলা অথবা অন্য কোনো বিষয়ে পণের বিনিময়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থা বা কোম্পানীকে আইনানুগ পরামর্শ প্রদানসহ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উক্ত বিষয় সম্পর্কিত কার্ষনির্বাহ করিয়া থাকেন।
০৪৬S০৪৬.০০হেলথ ক্লাব ও ফিটনেস সেন্টার:
“হেলথ ক্লাব ও ফিটনেস সেন্টার” অর্থ এমন কোনো স্থান (খোলা বা আবদ্ধ যাহাই হউক না কেন) যেখানে পণের রাখিবার বা শারীরিক সমস্যা উপশমের উদ্দেশ্যে শরীরচর্চা করানো হয় অথবা যন্ত্রপাতি ও সুইমিংপুল ইত্যাদি ব্যবহারের সুযোগ দেওয়া হয় অথবা উক্ত বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করা হয়
০৪৭S০৪৭.০০খেলাধুলা আয়োজক:
“খেলাধুলা আয়োজক” অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি, জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতামূলক খেলাধুলা প্রদর্শনার্থে দর্শকদের নিকট হইতে ফি, টিকেট মূল্য বা কোনো প্রকার বিনিময় মূল্য গ্রহণ করেন।
০৪৮S০৪৮.০০পরিবহন ঠিকাদার:
“পরিবহন ঠিকাদার” অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি বা যাহারা বাণিজ্যিক ভিত্তিতে পণের বিনিময়ে কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা (এনজিও), ব্যাংক, বীমা বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান, মাধ্যমিক বা তদুর্ধব পর্যায়ের (Post Secondary) শিক্ষা প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি বা ১ (এক) কোটি টাকার অধিক বার্ষিক টার্নওভারযুক্ত প্রতিষ্ঠানে তালিকাভুক্ত হউক বা না হউক, পণের বিনিময়ে যে কোনো পণ্য পরিবহনপূর্বক গন্তব্স্থলে পৌছানোর দায়িত্ব পালন করেন।
০৪৯S০৪৯.০০যানবাহন ভাড়া প্রদানকারী:
“যানবাহন ভাড়া প্রদানকারী” অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি বা যাহারা বাণিজ্যিক ভিত্তিতে পণের বিনিময়ে সরকারি, আধা-সরকারি, স্থায়ন্ত্রশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা (এনজিও), ব্যাংক, বীমা বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান, মাধ্যমিক বা তদুর্ধ পর্যায়ের (Post Secondary) শিক্ষা প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি বা ১ (এক) কোটি টাকার অধিক বার্ষিক টার্নওভারযুক্ত প্রতিষ্ঠানকে কার ট্যাক্সিক্যাব ব্যতীত), জীপ, মাইক্রোবাস, বাস, কোষ্টার, মিনিবাস, ট্রেন, লঞ্চ, স্পীডবোট, ট্রলার বা অনুরুপ যে কোনো নামের বা ধরনের স্থলযান বা জলযান ভাড়া প্রদান করেন।
০৫০S০৫০.০০আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার বা ইন্টেরিয়র ডেকোরেটর ও গ্রাফিক ডিজাইনার:
S০৫০.১০আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার বা ইন্টেরিয়র ডেকোরেটর:
“আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার বা ইন্টেরিয়র ডেকোরেটর” অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি বাণিজ্যিক ভিত্তিতে, পণের বিনিময়ে বাসভবন, বাণিজ্যিক ভবন, অফিস, রাস্তা, সেতু, কালভার্ট, স্মৃতিসৌধ, ভাস্কর্য, ওভারব্রিজ, ফ্লাইওভার, শিক্ষা প্রতিষ্ঠানসহ যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণের নকশা প্রণয়ন ও প্রযোজ্য ক্ষেত্রে, যে কোনো অবকাঠামোর ভিতরকার সৌন্দর্য বৃদ্ধিকল্পে ডিজাইন ও কস্ট এস্টিমেট প্রণয়ন অথবা তাহা বাস্তবায়ন করেন। অস্থায়ী ভিত্তিতে কোনো ভবনের অংশবিশেষের ব্ট্রাকচার বা ডিজাইন পরিবর্তন সংক্রান্ত কার্যাদিও ইহার অন্তর্ভূক্ত হইবে।
S০৫০.২০গ্রাফিক ডিজাইনার:
“গ্রাফিক ডিজাইনার” অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি বাণিজ্যিক ভিত্তিতে, পণের বিনিময়ে মুদ্রণ, ইলেকট্রনিক বা চলচ্চিত্র মাধ্যম (film media) ব্যবহার পূর্বক বিষয় (text) ও গ্রাফিক এর সমন্বয়ে দর্শনযোগ্য মাধ্যম (visual media) বা ডিজাইন, লোগো, গ্রাফিক, ব্রোশিউর, নিউজ লেটার, পোস্টার, সাইন, বিজনেস কার্ড, পোস্টকার্ড, ইনভয়েস, পুস্তক, বা এ ধরনের অন্য কোনো দর্শনযোগ্য পণ্য (visual communication) সৃষ্টি করেন।
০৫১S০৫১.০০ইঞ্জিনিয়ারিং ফার্ম:
“ইঞ্জিনিয়ারিং ফার্ম” অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি অথবা যাহারা বাণিজ্যিক ভিত্তিতে, নির্দিষ্ট চার্জ, ফি বা পণের বিনিময়ে ভবন, রাস্তাঘাট, সেতু, কালভার্ট, স্মৃতিসৌধ, ভাস্কর্য, ওভারব্রীজ, ফ্লাইওভারসহ যে কোনো ধরনের অবকাঠামোগত ডিজাইন ও কষ্ট এক্টিমেট প্রণয়ন করেন অথবা উক্ত অবকাঠামোর নির্মাণ কাজ তদারকি বা বাস্তবায়ন করেন।
০৫২S০৫২.০০শব্দ ও আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী:
“শব্দ ও আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী” অর্থ দাপ্তরিক, রাজনৈতিক বা যে কোনো অনুষ্ঠানে ব্যবহারের উদ্দেশ্যে যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল, ইলেকট্রোম্যাগনেটিক বা ইলেকট্রনিক শব্দ সরঞ্জাম অথবা আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা
০৫৩S০৫৩.০০বোর্ড সভায় যোগদানকারী:
“বোর্ড সভায় যোগদানকারী” অর্থ এমন কোনো ব্যক্তি যিনি কোনো সরকারি, আধাসরকারি, বেসরকারি (এনজিও), বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক সংস্থা, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা বা লিমিটেড কোম্পানীর বোর্ড বা বার্ষিক সাধারণ সভায় ফি বা সম্মানীর বিনিময়ে যোগদান করিয়া থাকেন।
০৫৪S০৫৪.০০উপগ্রহ চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারকারী:
“উপগ্রহ চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারকারী” অর্থ এমন কোনো উৎপাদনকারী বা সেবা প্রদানকারী যিনি তাহার প্রতিষ্ঠানে উৎপাদিত মূসক আরোপযোগ্য যে কোনো পণ্য বা সেবার বিপণনের বা প্রচারণার উদ্দেশ্যে কোনো বিজ্ঞাপন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মাধ্যমে বিজ্ঞাপন প্রস্তুতপূর্বক, পণের বিনিময়ে কোনো জাতীয় বা আন্তর্জাতিক ভূমিতে অথবা মহাকাশে স্থাপিত উপগ্রহ চ্যানেলের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করিয়া থাকেন।
০৫৫S০৫৫.০০ভূমি বিক্রয়কারী:
“ভূমি বিক্রয়কারী” অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি মেন্রোপলিটন, মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পৌর এলাকার মাস্টার প্ল্যানের আওতাভুক্ত এলাকায় অবস্থিত উত্তরাধিকার সুক্রে, ক্রয়সূত্রে বা অন্য যে কোনো সূত্রে প্রাপ্ত ভূমি পণের বিনিময়ে অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার নিকট নিজে বা অন্যের মাধ্যমে বিক্রয় করেন। তবে ভূমি উন্নয়ন সংস্থা এই সংজ্ঞার অন্তর্ভূক্ত হইবে না।
০৫৬S০৫৬.০০ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী:
“ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী” অর্থ কোনো রাষ্ট্রায়ত্ত, দেশিয় বা বিদেশি বাণিজ্যিক ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ২৭ নং আইন) এর ধারা ২ এর দফা (খ) তে সংজ্ঞায়িত আর্থিক প্রতিষ্ঠান বা সংস্থা, যাহারা কমিশন, ফি বা চার্জের বিনিময়ে যে কোনো মাধ্যমে ব্যাংকিং বা নন-ব্যাংকিং সেবা স্টেক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানীর শেয়ার ক্রয়-বিক্রয় সংক্রান্ত সেবা ব্যতীত) প্রদান করিয়া থাকে।
S০৫৬.২০মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী:
“মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী” অর্থ এমন নিবন্ধিত সেবা প্রদানকারী যিনি বা যাহারা Bangladesh Mobile Financial Services (MFS) Regulations, 2018 এর আওতায় বাংলাদেশ ব্যাংক হইতে Mobile Financial Services (MFS) প্রদানের লক্ষ্যে যথাযথ লাইসেসসপ্রাপ্ত হইয়াছেন কিংবা বাংলাদেশ ডাকবিভাগ হইতে এতদসংক্রান্ত সেবা প্রদানের লক্ষ্যে যথাযথ অনুমোদনপ্রাপ্ত হইয়াছেন। (এস.আর.ও. নং -১৬০-আইন/২০২১/১৫৫-মূসক দ্বারা অনুস্থাপিত)
০৫৭S০৫৭.০০বিদ্যুৎ বিতরণকারী:
“বিদ্যুৎ বিতরণকারী” অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত অথবা ক্রীত অথবা অন্য যে কোনো উপায়ে প্রাপ্ত বিদ্যুৎ সরাসরি ভোক্তার নিকট পণের বিনিময়ে সরবরাহ করেন।
০৫৮S০৫৮.০০চার্টার্ড বিমান বা হেলিকপ্টার ভাড়া প্রদানকারী সংস্থা:
“চার্টার্ড বিমান বা হেলিকপ্টার ভাড়া প্রদানকারী সংস্থা” অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি পণের বিনিময়ে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে চার্টারে বিমান বা হেলিকপ্টার ভাড়া প্রদান করেন।
০৫৯S০৫৯.০০গ্লাসশীট প্রলেপকারী প্রতিষ্ঠান:
“গ্লাসশীট প্রলেপকারী প্রতিষ্ঠান” অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি বাণিজ্যিক ভিত্তিতে পণের বিনিময়ে গ্রাসশীটের উপর নিজস্ব প্লান্ট বা মেশিনারী দ্বারা প্রতিফলন কোটিং বা আস্তরণ বা প্রলেপ প্রদান করেন এবং সরবরাহকারীর চাহিদা মোতাবেক সাইজ বা আকৃতি প্রদানের নিমিত্তে কাটিং কার্যও সম্পাদন করেন।
০৬০S০৬০.০০নিলামকৃত পণ্যের ক্রেতা:
“নিলামকৃত পণ্যের ক্রেতা” অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি অর্থের বিনিময়ে নিলাম ডাকের মাধ্যমে বা দরপত্র দ্বারা বা দরপত্র ছাড়া কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা (এনজিও), ব্যাংক, বীমা বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানী বা শিক্ষা প্রতিষ্ঠানের স্থাবর বা অস্থাবর সম্পত্তি বাণিজ্যিক বা ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করিয়া থাকেন।
০৬১S০৬১.০০ক্রেডিট কার্ড প্রদানকারী প্রতিষ্ঠান:
“ক্রেডিট কার্ড প্রদানকারী প্রতিষ্ঠান” অর্থ এমন কোনো ব্যাংক বা আর্থিক সংস্থা বা প্রতিষ্ঠান যাহারা তদকর্তৃক নির্ধারিত ফি বা চার্জের বিনিময়ে, আর্থিক লেনদেনের সুবিধার্থে, ক্রেডিট কার্ড ইস্যু বা নবায়ন করিয়া থাকে৷
০৬২S০৬২.০০অর্থ বিনিময়কারী মোনি চেঞ্জার) প্রতিষ্ঠান:
“অর্থ বিনিময়কারী মোনি চেঞ্জার) প্রতিষ্ঠান” অর্থ এমন কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যিনি অর্থের বিনিময়ে সকল প্রকার বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় বা বিনিময় করিয়া থাকেন।
০৬৩S০৬৩.০০টেইলারিং সপ ও টেইলার্স:
“টেইলারিং সপ ও টেইলার্স” অর্থ এমন কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যিনি অর্থের বিনিময়ে যে কোনো ধরনের পরিধেয় পোশাক বা সাজ-সঙ্জার জন্য কাপড় ৰা প্রক্রিয়াজাত চামড়া বা অনুরুপ দ্রব্যাদি কাটিং, ডিজাইন ও সেলাই করেন।
০৬৪S০৬৪.১০এ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক:
“এ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক” অর্থ এমন কোনো স্থান যেখানে পণের বিনিময়ে প্রবেশাধিকারসহ যান্ত্রিক খেলনা, রাইড, অবকাঠামো বা প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হয়।
S০৬৪.২০পিকনিক স্পট, শ্যুটিং স্পট ও পর্যটন স্থান বা স্থাপনা:
“পিকনিক স্পট, শ্যুটিং স্পট ও পর্যটন স্থান বা স্থাপনা” অর্থ প্রকৃতি প্রদত্ত অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের লক্ষ্যে পরিকল্পিতভাবে উন্নয়নকৃত কোনো স্থান বা স্থাপনা যাহা, অন্য কোনো সেবা, সুবিধা বা উপযোগিতা প্রদান করা হউক বা না হউক, পণের বিনিময়ে ভাড়া দেওয়া হয় এবং ইজারা প্রদত্ত না হইলে কোনো এতিহাসিক স্থানও ইহার অন্তর্ভূক্ত হইবে।
০৬৫S০৬৫.০০ভবন, মেঝে ও অংগন পরিস্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা:
“ভবন, মেঝে ও অংগন পরিস্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা” অর্থ পণের বিনিময়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা (এনজিও), ব্যাংক, বীমা বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানী, শিক্ষা প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক সংস্থার ভবন, মেঝে ও অংগন পরিষ্কারের কার্ষে নিয়োজিত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা।
০৬৬S০৬৬.০০লটারীর টিকিট বিক্রয়কারী:
“লটারীর টিকিট বিক্রয়কারী” অর্থ এমন কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যিনি কমিশনের বিনিময়ে সকল প্রকার লটারীর টিকিট বিক্রয় করিয়া থাকেন।
০৬৭S০৬৭.০০ইমিগ্রেশন উপদেষ্টা:
“ইমিগ্রেশন উপদেষ্টা” অর্থ এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থা যিনি বা যাহারা বিদেশ গমন বা বিদেশি নাগরিকত্ব লাভের উদ্দেশ্যে পণের বিনিময়ে কোনো ব্যক্তি বা সংস্থাকে কোনো পরামর্শ প্রদানসহ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উক্ত বিষয় সম্পর্কিত কোনো কার্যনির্বাহ করিয়া থাকেন।
০৬৮S০৬৮.০০কোচিং সেন্টার:
“কোচিং সেন্টার” অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি বা যাহারা পণের বিনিময়ে বিউটি ফিকেশন প্রশিক্ষণ, বিদেশি ভাষা শিক্ষা ও দক্ষতা অর্জন, চাকুরী পাওয়ার উদ্দেশ্য এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এককভাবে কিংবা এক বা একাধিক সহযোগী সহযোগে যে কোনো স্থান, সেন্টার বা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী বা ব্যক্তিবর্গকে প্রশিক্ষণ বা পাঠদান করিয়া থাকেন এবং GMAT,GRE, TOEFL ও IELTS প্রশিক্ষণও ইহার অর্ন্তভুক্ত হইবে।
০৬৯S০৬৯.০০ইংলিশ মিডিয়াম স্কুল:
“ইংলিশ মিডিয়াম স্কুল” অর্থ এইরূপ কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পণের বিনিময়ে আন্তজাতিক পাঠ্যক্রম অনুসারে ইংরেজি ভাষায় পাঠ দান করা হয়। জাতীয় শিক্ষাক্রম অনুসারে ইংরেজি মাধ্যমের (Version) শিক্ষা ইহার আওতা বহির্ভূত হইবে
০৭০S০৭০.০০বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ:
S০৭০.১০বেসরকারি বিশ্ববিদ্যালয়:
“বেসরকারি বিশ্ববিদ্যালয়” অর্থ এইরূপ কোনো বেসরকারি প্রতিষ্ঠান যেখানে পণের বিনিময়ে পাঠদান শেষে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হইয়া থাকে।
S০৭০.২০বেসরকারি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ:
“বেসরকারি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ” অর্থ এইরূপ কোনো বেসরকারি প্রতিষ্ঠান যেখানে পণের বিনিময়ে পাঠদান শেষে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে ঘাতক ও স্বাতকোত্তর ডিগ্রি প্রদান করা হইয়া থাকে।
০৭১S০৭১.০০অনুষ্ঠান আয়োজক:
“অনুষ্ঠান আয়োজক” অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা, যিনি বা যাহারা, পণের বিনিময়ে অপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজনে সহায়তা করিয়া থাকেন।
০৭২S০৭২.০০মানব সম্পদ সরবরাহ বা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান:
“মানব সম্পদ সরবরাহ বা ব্যবস্থাপনা” অর্থ কোনো মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর, আধা-সরকারি বা স্বায়ত্বশাসিত কোন সংস্থা, রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ, পরিষদ বা অনুরুপ কোনো সংস্থা, এনজিও বিষয়ক ব্যুরো বা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত কোনো বেসরকারি প্রতিষ্ঠান, কোনো ব্যাংক, বীমা কোম্পানি বা অনুরুপ আর্থিক প্রতিষ্ঠান, কোনো মাধ্যমিক বা তদুর্ধধ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, কোনো লিমিটেড কোম্পানি এবং ১ (এক) কোটি টাকার অধিক টার্নওভারযুক্ত প্রতিষ্ঠানে সুনির্দিষ্ট কাজ সম্পাদনের লক্ষ্যে বা সামগ্রিক ব্যবস্থাপনার লক্ষ্যে চুক্তির ভিত্তিতে পণের বিনিময়ে দক্ষ, অদক্ষ জনশক্তি সরবরাহ বা দাপ্তরিক সেবা প্রদানকারী কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা শ্রম হ্যান্ডলিং বা শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান বা শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠানও ইহার অন্তর্ভূক্ত হইবে।
০৭৩S০৭৩.০০জনশক্তি রপ্তানিকারী প্রতিষ্ঠান:
“জনশক্তি রপ্তানীকারী প্রতিষ্ঠান” অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি বা যাহারা, জনশক্তি বা কর্মসংস্থান ব্যুরো বা সমজাতীয় অন্য কোনো কর্তৃপক্ষের অধীনে তালিকাভুক্ত বা নিবন্ধিত হইয়া বাংলাদেশ হইতে বিদেশে কিংবা বিদেশ হইতে বাংলাদেশে লোকবল নিয়োগে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধনসহ কমিশন বা চার্জ বা ফি এর বিনিময়ে ভিসা প্রসেসিং ও অন্যান্য দাপ্তরিক সেবা প্রদান করেন।
০৭৪S০৭৪.০০স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী:
“স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী” অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি বা যাহারা আবাসিক কাজে ব্যবহার্য নয় এরুপ কোনো স্থান বা স্থাপনা পণের বিনিময়ে নির্দিষ্ট মেয়াদে ব্যবহার করিবার অধিকারী এবং নির্দিষ্ট মেয়াদান্তে নবায়নযোগ্য উক্তরুপ অধিকার অর্জনও ইহার অন্তর্ভূক্ত হইবে।
০৭৫S০৭৫.০০স্টক ও সিকিউরিটি ব্রোকার:
“স্টক ও সিকিউরিটি ব্রোকার” অর্থ কমিশনের বিনিময়ে কোনো বেনিফিসিয়ারী ওনার’স একাউন্টসধারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে শেয়ার ক্রয়-বিক্রয় কার্যে নিয়োজিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থা।
০৭৬S০৭৬.০০সামাজিক ও খেলাধুলা বিষয়ক ক্লাব:
“সামাজিক ও খেলাধুলা বিষয়ক ক্লাব” অর্থ গলফ ক্লাব, রেসিং প্লেস, ফ্লাইং ক্লাব, ড্রাইভিং ক্লাবসহ এমন কোনো সামাজিক অথবা খেলাধুলা বিষয়ক সংগঠন বা সংস্থা বা প্রতিষ্ঠান যেখানে পণের বিনিময়ে অন্যান্য সেবা সরবরাহ করা হ্যান্ডবল, ইত্যাদি খেলাসহ অলিম্পিক গেমসের অন্তর্ভূক্ত সকল ইভেন্ট ইহার আওতা বহির্ভূত হইবে।
০৭৭S০৭৭.০০ট্যুর অপারেটর:
“ট্যুর অপারেটর” অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি বা যাহারা, বাণিজ্যিক ভিত্তিতে অপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দেশে বা বিদেশে যে কোনো ধরনের ভ্রমণ আয়োজনে সহায়তা করে থাকেন।
০৭৮S০৭৮.০০তৈরি পোশাক বিপণন:
“তৈরি পোশাক বিপণন” অর্থ নিজস্ব প্রস্তুতকৃত বা অন্যের দ্বারা প্রস্তুতকৃত (নিজস্ব ব্র্যান্ড হউক বা না হউক) যে কোনো ধরনের তৈরি পোশাকের উৎপাদন ও বিপণনকে বুঝাইবে।
ব্যাখ্যা।-

কে) নিজস্ব ব্রান্ড সংবলিত তৈরি পোশাক বিপণন:
“নিজস্ব ব্রান্ড সংবলিত তৈরি পোশাক বিপণন” অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি বা যাহারা, নিজস্ব ব্রান্ড বা ট্রেডমার্ক ব্যবহার করিয়া পরিধেয় পোশাক নিজস্ব অথবা চুক্তিভিত্তিক কারিগরের দ্বারা উৎপাদন অথবা আমদানি করিয়া নিজস্ব শো-রুম বা বিপণন কেন্দ্র থেকে পণের বিনিময়ে বিক্রয় করেন; এবং

খে) নিজস্ব ব্রান্ড ব্যতীত তৈরি পোশাক বিপণন:
“নিজস্ব ব্রান্ড ব্যতীত তৈরি পোশাক বিপণন” অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি বা যাহারা, সকল প্রকার পরিধেয় পোশাক নিজস্ব ব্রান্ড বা ট্রেডমার্ক ব্যবহার ব্যতীত নিজস্ব অথবা চুক্তিভিত্তিক কারিগরের দ্বারা উৎপাদন করিয়া পণের বিনিময়ে বিক্রয় করেন।
০৭৯S০৭৯.০০সোশ্যাল মিডিয়া ও ভার্চুয়াল বিজনেস:
“সোশ্যাল মিডিয়া ও ভার্চুয়াল বিজনেস” অর্থ যে কোনো ধরনের নিজস্ব বিক্রয় বা ব্যবসা কেন্দ্র ব্যতীত ইলেকট্রনিক নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে ইন্টারনেট বা ওয়েব বা সোশ্যাল মিডিয়া বা মোবাইল এপ্লিকেশন ভিত্তিক প্লাটফর্ম বা অনুরুপ যে কোনো মিডিয়া ব্যবহার করিয়া বিজ্ঞাপন, পরিবহন যোগাযোগ স্থাপন, ই-কমার্সের মাধ্যমে পণ্য বা সেবার ক্রয়-বিক্রয় বা হস্তান্তরকে বুঝাইবে; তবে, টেলিকম অপারেটরগণকে প্রদত্ত যে কোনো ধরনের মোবাইল ভ্যালু এ্যাডেড সার্ভিস ইহার অন্তর্ভুক্ত হইবে না।
০৯৯S০৯৯.১০তথ্য-প্রযুক্তি নির্ভর সেবা (Information Technology Enabled Services):
(Information Technology Enabled Services) অর্থ Digital Content Development and Management, Animation (Both 2D and 3D), Geographic Information Services (GIS), IT Support and Software Maintenance Services, Software Development and Customization, Website Development and Services, Website Hosting, Digital Data Analytics, Business Process Outsourcing, Data Entry, Data Processing, Call Centre, Digital Graphics Design and Computer Aided Design, Search Engine Optimization, Web Listing, Document Conversion, Imaging and Archiving, Overseas Medical Transcription, Cyber Security Services, E-Procurement and E-Auction.
(Information Technology Enabled Services) অর্থ Digital Content Development and Management, Animation (Both 2D and 3D), Geographic Information Services (GIS), IT Support and Software Maintenance Services, Software Development and Customization, Website Development and Services, Website Hosting, Digital Data Analytics, Business Process Outsourcing, Data Entry, Data Processing, Call Centre, Digital Graphics Design and Computer Aided Design, Search Engine Optimization, Web Listing, Document Conversion, Imaging and Archiving, Overseas Medical Transcription, Cyber Security Services, E-learning, E-book, E-Procurement and E-Auction. (এস.আর.ও. নং -১৬০-আইন/২০২১/১৫৫-মূসক দ্বারা অনুস্থাপিত)
S০৯৯.২০অন্যান্য বিবিধ সেবা:
“অন্যান্য বিবিধ সেবা” অর্থ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুক্ষ আইন, ২০১২ এর প্রথম তফসিলে অন্তর্ভুক্ত নয়, এই প্রজ্ঞাপনে সংজ্ঞায়িত করা হয় নাই এবং উক্ত আইনের ধারা ১২৬ অনুযায়ী অব্যাহতিপ্রাপ্ত নয়, পণের বিনিময়ে প্রদত্ত এমন সকল সেবা।
S০৯৯.৩০স্পন্সরশীপ সেবা (Sponsorship Services):
স্পন্সরশীপ সেবা (Sponsorship Services) অর্থ Sponsorship services includes naming an event after the sponsor, displaying the sponsor’s company logo or trading name, giving the sponsor exclusive or priority booking rights, sponsoring prizes or trophies for competition; but does not include any sports event involving national teams of Bangladesh. It also excludes any financial or other support in the form of donations or gifts, given by the donors subject to the condition that the service provider is under no obligation to provide anything in return to such donations.
S০৯৯.৪০মেডিটেশন সেবা:
“মেডিটেশন সেবা” অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি বা যাহারা, পণের বিনিময়ে মনোদৈহিক রোগগ্রস্ত, হতাশাগ্রস্ত এবং নানাবিধ শারীরিক জটিল ব্যাধিতে আক্রান্ত রোগীকে অথবা যে কোনো ব্যক্তিকে মেডিটেশন, খ্যানচর্চা, কাউন্সেলিং, মোহিতকরণ বা অনুরুপ কোনো পদ্ধতিতে মানসিক ও মনোদৈহিক উৎকর্ষ সাধন বা প্রশান্তি আনয়নের লক্ষ্যে সেবা প্রদান করেন।
S০৯৯.৫০ক্রেডিট রেটিং এজেন্সি:
“ক্রেডিট রেটিং এজেন্সি” অর্থ এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যিনি বা যাহারা পণের বিনিময়ে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার আর্থিক অবস্থা পর্যালোচনাপূর্বক ঋণ পরিশোধের সামর্থ পরিমাপ করে এবং আর্থিক অবস্থা বিশ্লেষণও ইহার অন্তর্ভূক্ত হইবে।
S০৯৯.৬০অনলাইনে পণ্য বিক্রয়:
অনলাইনে খুচরা বিক্রয় বা মার্কেটপ্রেসকে বুঝাইবে, যেখানে-
১) “অনলাইনে খুচরা বিক্রয়” অর্থ ইলেকট্রনিক নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে সেই সকল পণ্য বা সেবার ক্রয়-বিক্রয় যাহা ইতোপূর্বে কোন উৎপাদনকারী বা সেবা
প্রদানকারী বা ব্যবসায়ীর নিকট হইতে মূসক পরিশোধপূর্বক ক্রীত হইয়াছে এবং অনলাইনে খুচরা বিক্রেতা কর্তৃক উক্ত ক্রীত পণ্য, মূসক প্রদানপূর্বক সরবরাহ করা হইবে
এবং যেক্ষেত্রে উক্ত অনলাইনে খুচরা বিক্রেতার নিজস্ব কোন বিক্রয়কেন্দ্র নাই।
(২) “মার্কেটপ্লেস অর্থ ডিজিটাল কমার্স প্লাটফর্ম” যাহাতে এক বা একাধিক বিক্রেতা কর্তৃক তাহাদের পণ্য বা সেবা সম্পর্কিত তথ্যাদি সন্নিবেশ করা হইয়া থাকে এবং উক্ত
প্লাটফর্মের মাধ্যমে সরবরাহ প্রদান হইয়া থাকে অর্থাৎ, এক্ষেত্রে মার্কেটপ্লেস পরিচালনাকারী ব্যক্তি কর্তৃক কোন পণ্য ক্রয় বা বিক্রয় করা হইবে না এবং তাহাদের কোন বিক্রয়কেন্দ্র থাকবে না।

About The Author

Leave a Reply

× Contact Support!