করোনায় মৃত্যু হলে সরকারি চাকরীজীবীদের জন্য সর্ব্বোচ্চ ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ

কামরুল হাসান নূর

Updated on:

Compensation for coronary health risks to government employees

নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ এ সংক্রান্ত সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে মাঠ প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারী দায়িত্ব পালনকালে করোনা ভাইরাসে আক্রান্ত হলে সরকারী ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (২৩শে এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে ক্ষতিপূরণের এই ঘোষণা দেয়া হয়। পরিপত্রে ক্ষতিপূরণের বিষয়ে বলা হয়, বেতন স্কেল অনুযায়ী ১৫ থেকে ২০তম গ্রেডের কেউ আক্রান্ত হলে ক্ষতিপূরণ পাবেন ৫ লাখ টাকা, আর মারা গেলে পাবেন ২৫ লাখ টাকা।

১০ থেকে ১৪তম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন ৭ লাখ ৫০ হাজার টাকা আর মারা গেলে পাবেন ৩৭ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া, প্রথম থেকে নবম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন ১০ লাখ টাকা এবং মারা গেলে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন।

ক্ষতিপূরণ পাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রত্যক্ষভাবে করোনাভাইরাস পজিটিভের প্রমাণপত্র বা মেডিক্যাল রিপোর্টসহ স্ব-স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের করোনা সংক্রান্ত স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় ক্ষতিপূরণ বাবদ বরাদ্দ থেকে এই অর্থ দেয়া হবে।

নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত সরকারী চাকরীজীদের ক্ষতিপূরণ সংক্রান্ত সার্কুলারটি দেখতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

Leave a Comment