প্রত্যেক প্রাইভেট ও পাবলিক বা পার্টনারশিপ ফার্মের জন্য প্রতি বছর আয়কর রিটার্ন (Income Tax Return) জমা দেওয়া বাধ্যতামূলক।
সঠিক সময়ে আয়কর রিটার্ন জমা না দেওয়া হলে পরবর্তীতে অনেক সম্যাসার সম্মুখীন হতে হয়।
কোম্পানির জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় হল ১৫ জানুয়ারী পর্যন্ত।
রিটার্ন জমা না দিলে জরিমানা
যতদিন পর্যন্ত রির্টান দেওয়া হবে না তার জন্য দিনপ্রতি ৫০ টাকা, যা ৫০০০ টাকার বেশি হবে না।
পুরাতন করদাতা হলে আগের বছরের যে আয়কর দেওয়া হয়েছে তার ৫০ শতাংশ পর্যন্ত বাড়তি জরিমানা দিতে হবে।
কোম্পানি রিটার্ন জমা দিতে যা লাগবে –
১)কোম্পানির ব্যাংক স্টেটমেন্টের কপি
২)কোম্পানির ইনকর্পোরেশন সার্টিফিকেট কপি
৩)কোম্পানির মেমোরেন্ডাম অব আর্টকেলসের কপি
৪)কোম্পানির ট্রেড লাইসেন্সের কপি
৫)কোম্পানির আয় ব্যয়ের রসিদের কপি।
৬) অডিটেড আয়-ব্যয় হিসাব ও ব্যালেন্সশীট এর কপি।