কোম্পানী (সংশোধন) আইন, ২০২০

Noor

Updated on:

Companies (Amendment) Act, 2020

বিদ্যমান কোম্পানী আইন, ১৯৯৪ পর্যালোচনান্তে দেখা যায় যে, কোম্পানির রেজিস্ট্রেশনের জন্য কোম্পানি সিল এর প্রয়োজনীয়তা নাই। তবে কোম্পানির নিজস্ব কার্যক্রম পরিচালনায় কোম্পানি সিল ব্যবহার করা হয়। কোম্পানির কমন সিল/সাধারণ সিল/অফিসিয়াল সিল ব্যবহার বিলোপ (eliminate) সাধন এবং কোম্পানী লিখিতভাবে যে কোন ব্যক্তিকে সাধারণভাবে অথবা যে কোন নির্দিষ্ট ক্ষেত্রে বাংলাদেশের ভিতর বা বাহিরে যে কোন স্থানে উহার পক্ষে দলিল সম্পাদনের জন্য উহার এটর্নী হিসাবে ক্ষমতা প্রদান করে কোম্পানী আইন, ১৯৯৪ এর অধিকর সংশোধনকল্পে কোম্পানী (সংশোধন) আইন, ২০২০ প্রণয়ন করেছে।

কোম্পানী (সংশোধন) আইন, ২০২০ আইনটি ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন

Leave a Comment