কোম্পানী (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২০

কামরুল হাসান নূর

Updated on:

কোম্পানী (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২০

বাংলাদেশের নিবন্ধিত কোম্পানীসমূহ পরিচালিত হয় কোম্পানী আইন, ১৯৯৪ এর মাধ্যমে। কিন্তু কোম্পানী আইনের বাস্তবিক প্রয়োগ ও ব্যবসাবান্ধব করতে ফেব্রুয়ারী কোম্পানী আইনে কিছু সংশোধন এনে কোম্পানী (সংশোধন) আইন, ২০২০ পাস করা হয়। আরও কিছু সংশোধন এনে এইবার কোম্পানী (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২০ পাস করা হয়। উল্লেখযোগ্য পরিবর্তনসমূহগুলো হলো:

  • এক ব্যক্তি কোম্পানী গঠন
  • সীমিতদায় কোম্পানী সনাক্তকরণের জন্য কোম্পানীর নামের শেষে কোম্পানীর বৈশিষ্ট্য অনুযায়ী PLC, LTD বা OPC শব্দসমূহ লেখা বাধ্যতামূলক
  • শেয়ার হস্তান্তর দলিলে শেয়ার হস্তান্তরকারীর স্বাক্ষর
  • বার্ষিক সাধারণ সভায় একুশ দিনের লিখিত নোটিশ দিতে হবে

কোম্পানী (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২০ আইনটি ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন

softexen.com

Leave a Comment