সিটি কর্পোরেশন এলাকায় স্থাবর সম্পত্তি হস্তান্তরের কর পূনর্নিধারণ

কামরুল হাসান নূর

Updated on:

Real estate transfer tax reassessment in the City Corporation area

এস, আর, ও নং ২৯৮-আইন/২০২০ এর মাধ্যমে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) এর ধারা ৮৪ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬ এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল, যথা:-

উপরি-উক্ত আদর্শ কর তফসিলের দফা ৪ এর উপ-দফা (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-দফা (১) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(১) স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রতিটি হস্তান্তর দলিলে উল্লিখিত স্থাবর সম্পত্তির মূল্যের সর্বোচ্চ ২% হারে স্থাবর সম্পত্তি হস্তান্তর কর আরোপ করা যাইবে:

তবে শর্ত থাকে যে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধিক্ষেত্রে কোম্পানি হইতে কোম্পানির স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে সম্পত্তির মূল্যের ১% হারে স্থাবর সম্পত্তি হস্তান্তর কর আরোপ করা যাইবে।”

২। এই প্রজ্ঞাপন ১ ডিসেম্বর, ২০২০ তারিখ হইতে কার্যকর হইবে।

এস, আর, ও টি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

Leave a Comment