বিকাশ পিন পরিবর্তন করার নিয়ম l How to Change bKash PIN

How to Change bKash PIN

আজকের লেখায় আমরা জানবো কিভাবে বিকাশে পিন পরিবর্তন করতে হয়। বিকাশে পিন পরিবর্তন করা একদম সহজ। আপনার হাতে থাকা যেকোন মোবাইল দিয়ে সহজেই ঘরে বসে বিকাশ পিন পরিবর্তন করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা।

বিকাশ পিন পরিবর্তন করবেন যেভাবে

বিকাশে পিন পরবর্তন করার সময় কয়েকটি বিষয় আগে থেকে বিকাশ পিন পরিবর্তন শর্তসমূহ জেনে নিতে হবে। আসুন জেনে নি বিকাশের পিন পরিবর্তনে কি করা যাবে আর কি করা যাবে না এবং পিন পরিবর্তনের (bKash PIN change) সম্পূর্ণ প্রক্রিয়া।

বিকাশ পিন পরিবর্তনে যা মনে রাখতে হবে

বিকাশে পিন পরিবর্তনের সময় নিম্ন শর্তসমূহ আপনাকে মানতে হবে:

  • পিন (PIN) নাম্বার অবশ্যই ৫ ডিজিটের হতে হবে
  • পিন (PIN) নাম্বার দেয়ার সময় শুধু সংখ্যা ব্যবহার করতে হবে
  • নতুন পিন (PIN) নাম্বার সেট করার ক্ষেত্রে সর্বশেষ ব্যবহৃত তিনটি পিনের কোনোটিই ব্যবহার করা যাবে না
  • এক ঘণ্টার মধ্যে তিন বার ভুল পিন (PIN) দিলে, পিন (PIN)  লক হয়ে যাবে
  • পিন (PIN) নাম্বারের প্রথম সংখ্যাটি শূন্য (০) হওয়া যাবে না
  • আট (৮) ঘণ্টার মধ্যে দুই বার পিন (PIN)  পরিবর্তন করা যাবে না
  • ধারাবাহিক এবং একই ডিজিটের নাম্বারগুলো পিন (PIN)  নাম্বার হিসেবে ব্যবহার করা যাবে না; যেমন 11111, 22222,  12345, 23456, 98765, 87654, 54321 ইত্যাদি

বিকাশ পিন পরিবর্তন প্রক্রিয়া

নিচের ধাপসমূহ অনুসরণ করে সহজেই বিকাশের জন্য নতুন পিন সেট করতে পারবেন।

ধাপ-১: *247# ডায়াল করার পর 9 টাইপ করে My bKash সিলেক্ট করুন


ধাপ-২: 3 টাইপ করে Change PIN সিলেক্ট করুন


ধাপ-৩: আপনার বর্তমান পিন নাম্বারটি দিন
ধাপ-৪: ৫ ডিজিটের একটি নতুন পিন নাম্বার দিন

ধাপ-৫: পুনরায় নতুন পিন নাম্বার দিয়ে কনফার্ম করুন
ধাপ-৬: আপনার মোবাইলে একটি কনফার্মেশন ম্যাসেজ পাবেন এবং নতুন পিনটি সেট হয়ে যাবে

শেষ কথা

অভিনন্দন। আশা করি আপনি সফলভাবে বিকাশের পিন পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। তবে অবশ্যই মনে রাখবেন বিকাশ পিন আপনার বিকাশ একাউন্ট সিকিউরিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই বিকাশ পিন কখনও কার সাথে শেয়ার করবেন না। বিকাশ অফিস থেকেও কখনও আপনার নিকট বিকাশ পিন নম্বর জানতে চাবে না।

বিকাশ সম্পর্কিত আরও কিছু প্রয়োজনীয় পোস্ট যা আপনার জেনে রাখা ভালো:

bKash Customer Care Numberবিকাশ কাস্টমার কেয়ার নাম্বার
How to Pay Electric Bill through bKashবিকাশে বিদ্যুৎ বিল কিভাবে দিতে হয়
How to transfer Amount from Cellfin to bKashসেলফিন থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

Leave a Comment