bank ‍account nominee

বর্তমানে যেকোন ব্যাংক একাউন্ট করতে হলে সেই ব্যাংক হিসাবে মালিককে তার মনোনীত এক বা একাধিক ব্যক্তি বা ব্যক্তিবর্গকে নিযুক্ত করেন, যিনি ব্যাংক হিসাব মালিকের অনুমতিক্রমে ব্যাংক হিসাব পরিচালনা করতে পারেন। ব্যাংক একাউন্টে নমিনি কে, কিভাবে নমিনি করা হয়, কতজন নমিনি হতে পারে, নমিনি পরিবর্তনের নিয়ম সম্পর্কে আমরা জানবো।

ব্যাংক একাউন্টে নমিনি কে?

নমিনি হলেন হিসাবধারীর জীবদ্দশায় তার কর্তৃক মনোনীত এমন এক/একাধিক ব্যক্তি/ব্যক্তিবর্গ। হিসাবধারী একাধিক ব্যক্তিকে নমিনি হিসেবে মনোনীত করতে পারবেন। সাধারণত, ব্যাংক একাউন্টের মালিক তার পরিবারের সদস্য বা একাউন্টহোল্ডারে খুব কাছের ব্যক্তিকে নমিনি নিযুক্ত করে থাকেন।

নাবালক কি নমিনি হতে পারে?

হ্যা, নাবালক কেও নমিনি করা যাবে। তবে হিসাবধারীর মৃত্যুকালে নমিনি নাবালক থাকলে উক্ত নাবালকের আইনগত অভিভাবকের সহায়তায় যথাযথ প্রমাণ দাখিল সাপেক্ষে আমানতের অর্থ উত্তোলন করা যাবে।

কিভাবে নমিনি নির্বাচন করা হয়?

ব্যাংক হিসাব খোলার সময় হিসাব খোলার ফরমের নির্দিষ্ট জায়গায় নমিনির তথ্য ও নমিনির স্বাক্ষর প্রদান করতে হয়। এছাড়া, হিসাবধারী কর্তৃক নমিনির এক কপি পাসপোর্ট সাইজ ছবি সত্যায়িত করে এবং নমিনির জাতীয় পরিচয়পত্রের কপিও উক্ত ফরমের সাথে সংযুক্ত করে দিতে হয়। 

নমিনির দাবি

একাধিক নমিনির ক্ষেত্রে কে কত শতাংশের দাবিদার হবেন তা হিসাবধারী হিসাব খোলার ফরমে উল্লেখ করে  দিবেন।

নমিনি পরিবর্তনের নিয়ম

হিসাবধারী তার জীবদ্দশায় যে কোনো সময় নমিনি পরিবর্তন করতে পারবেন। নমিনি পরিবর্তন করতে হলে ব্যাংক ম্যানেজার বরাবর একটি নমিনি পরিবর্তন দরখাস্ত জমা দিতে হবে। এর পাশাপাশি নতুন নমিনির পাসপোর্ট সাইজের ১ কপি ছবি ও তার NID কার্ডের ফটোকপি জমা দিতে হবে। একজন নমিনি থাকার পরে যখন আরেকজন নমিনি সংযুক্ত করবেন তখন কোন নমিনিকে কত শতাংশের নমিনি করতে চান তা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। 

নতুন নমিনি কিভাবে সংযুক্ত করবো?

যেভাবে নমিনি পরিবর্তন করে ঠিক সেই ভাবে ব্যাংক ম্যানেজার বরাবর নতুন নমিনি সংযুক্ত করার আবেদন এবং নতুন নমিনির পাসপোর্ট সাইজের ১ কপি ছবি ও তার NID কার্ডের ফটোকপি জমা দিয়ে নমিনি সংযুক্ত করা যায়। এক্ষেত্রে কোন নমিনিকে কত শতাংশ নমিনি করতে চান তা আবেদনপত্রে উল্লেখ করতে হবে।

              

About The Author

Leave a Reply

× Contact Support!