বাংলাদেশ পেটেন্ট আইন ২০২২

কামরুল হাসান নূর

Updated on:

Bangladesh Patent Act 2022

’বাংলাদেশ পেটেন্ট আইন-২০২২’ অনুযায়ী, মালিকের অধিকার ২০ বছরের জন্য সুরক্ষিত হবে। এর পরে তা  পাবলিক সম্পদ হয়ে যাবে—এমন বিধান রেখেই পেটেন্ট আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনে পেটেন্ট (স্বত্ব) না মানার ক্ষেত্রে শাস্তি বাড়ানো হয়েছে। বাংলাদেশে কোনো পণ্যের পেটেন্ট না থাকার পরও কেউ যদি দাবি করেন যে তিনি ওই পেটেন্টধারী, অথবা পেটেন্টের আবেদন করেছেন, তা হলে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

Patents and Designs Act, 1911 এর পেটেন্টসংক্রান্ত বিধানগুলো রহিত করে যুগোপযোগী করিয়া পেটেন্ট সংক্রান্ত বিষয়ের উপর নতুন আইন পাশ করা হয়েছে। এই আইনে ৮টি অধ্যায়ে ৪২ টি ধারা রয়েছে। বাংলাদেশ পেটেন্ট আইন ২০২২ (Bangladesh Patent Act 2022) ডাউনলোড করতে নিচের ডাউনলোড লিংকে ক্লিক করুন।

Leave a Comment