রপ্তানিকারকের পণ্য রপ্তানির জন্য যখন পর্যাপ্ত মূলধন থাকে না তখন রপ্তানিকারক তার রপ্তানি এলসি জামানত রেখে রপ্তানির জন্য কাঁচামাল ক্রয়, প্রক্রিয়াজাতকরণ, প্রস্তুতকরণ ও প্যাকেজিংয়ের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে যে এলসি খুলে থাকে তাকে ব্যাক টু ব্যাক এলসি বলে। দেশের রপ্তানি বৃদ্ধি করতে রপ্তানিকারকদের জন্য বাংলাদেশ সরকার রপ্তানি সহায়ক সুবিধা Export Development Fund (EDF) প্রদান করে থাকে। এ সুবিধার আওতায় রপ্তানিকারক বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কাঁচামাল সংগ্রহ করতে পারে। ১৮০ দিন (অনুরোধে ২৭০ দিন) এর মধ্যে LIBOR Rate এর চেয়ে ১% বেশি হারে ব্যাংক টু ব্যাক এর বিপরীতে প্রাপ্ত এই Export Development Fund (EDF) অর্খ পরিশোধ করতে হয়। বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো তাদের রপ্তানি আদেশের বিপরীত প্রয়োজনীয় কাঁচামাল আমদানির জন্য ব্যাক টু ব্যাক এলসি এর সুবিধা নিয়ে থাকে।
ব্যাক টু ব্যাক এলসি খোলার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের শর্ত পূরণ করতে হবে। যাহা:
ব্যাক টু ব্যাক এলসি খোলার শর্তাবলী |
---|
১. শুধুমাত্র অনুমোদিত রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান যাদের সি সি আই এ- ই থেকে রপ্তানি নিবন্ধন সার্টিফিকেট আছে এবং বৈধ বন্ডেড ওয়ারহাউস লাইসেন্স আছে তারাই ব্যাক টু ব্যাক এল সি খুলতে পারে। |
২. মাস্টার এলসি বিপরীতে ইস্যুকৃত ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমদানিকৃত কাঁচামাল, প্রক্রিয়াজকৃত সময় মাস্টার এলসি এর সময়ের বেশি হবে না। |
৩. ব্যাক টু ব্যাক এলসি এর মূল্য অবশ্যই মাষ্টার এল সি তে উল্লিখিত এফওবি এর মূল্যেও চেয়ে কম হতে হবে। |
৪. বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া বার্টার (স্পেশাল ট্রেড এগ্রিমেন্ট) এর অধীনে রপ্তানীর ক্ষেত্রে ব্যাক টু ব্যাক এলসি খোলা যাবে না। |
৫. ব্যাক টু ব্যাক আমদানী এলসির ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যতি সম্পন্ন ইন্সপেকশন ফার্ম এর ইন্সপেকশন সার্টিফিকেট সংযোজন করতে হবে। |
ব্যাক টু ব্যাক এলসি এর ক্ষেত্রে নিমোক্ত দলিলাদি প্রয়োজন
ব্যাক টু ব্যাক এলসি এর প্রয়োজনীয় দলিলাদি |
---|
১. রপ্তানি এলসির মূল কপি (মাস্টার এলসি) |
২. বৈধ বন্ডেড ওয়ারহাউস লাইসেন্স |
৩. বস্ত্র মন্ত্রণালয় থেকে ইস্যকৃত টেক্সটাইল অনুমতিপত্র |
৪. লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যৌথ মূলধনী কোম্পানির ইনকর্পোরেশন সার্টিফিকেট |
৫. এলসি আবেদন |
৬. আমদানি অনুমতি (IMP Form) |
৭. প্রোফরমা ইনভয়েস/ইন্ডেন্ট (PI) |
৮. টাকা জমা রশিদসহ ইন্স্যুরেন্স কভার নােট |
৯. পূরণকৃত ও স্বাক্ষরিত এলসিএ ফরম |
১০. সিআইবি (CIB) রিপাের্ট |
১১. কোটা পণ্যের জন্য কোটা কাগজপত্র |
১২. ট্রেড লাইসেন্স |
১৩. বৈধ আইআরসি ও ইআরসি |
১৪. বিজিএমইএ সদস্য সার্টিফিকেট |
১৫. টিআইএন সার্টিফিকেট |