বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তাই সরকার কৃষিকাজে বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় জাতীয় রাজস্ব বোর্ড যারা পেশায় কৃষক তাদের জন্য অতিরিক্ত করমুক্ত সীমা নির্ধারণ করে দিয়েছে। আজকের লেখায় আয়কর আইনে কৃষি আয় এর সংজ্ঞা, আয়কর নির্ণয় (assessment of income tax from agricultural income) নিয়ে আলোচনা করবো।
কৃষি আয় বলতে কি বোঝায়?
কৃষি অর্থে যেকোনো প্রকার উদ্যান পালন, পশু-পাখি পালন, ভূমির প্রাকৃতিক ব্যবহার, হাস-মুরগি ও মাছের খামার, সরীসৃপ জাতীয় প্রাণীর খামার, নার্সারি, ভূমিতে বা জলে যেকোনো প্রকারের চাষাবাদ, ডিম-দুধ উৎপাদন, কাঠ, তৃণ ও গুল্ম উৎপাদন, ফল, ফুল ও মধু উৎপাদন এবং বীজ উৎপাদন অন্তর্ভুক্ত হবে।
কোনো ব্যক্তি কর্তৃক উৎপাদিত ও প্রক্রিয়াকৃত চা এবং রাবার এর বিক্রয়লব্ধ অর্থের ৪০% (চল্লিশ শতাংশ) ব্যবসা আয় এবং ৬০% (ষাট শতাংশ) কৃষি হতে আয় বলিয়া গণ্য হবে।
যেসকল ব্যয়সমূহ কৃষি আয় হতে বিয়োজন করতে হবে?
সাধারণ যারা কৃষি করেন তারা হিসাববহি রক্ষনাবেক্ষন করেন না। তাই যারা হিসাববহি রক্ষণাবেক্ষন করেন তাদের জন্য বিয়োজনকৃত ব্যয়সমূহের তালিকা প্রদান করা হয়েছে আর যারা হিসাববহি রক্ষণাবেক্ষন করেন না তাদের জন্য ভিন্ন নিয়ম প্রণয়ন করা হয়েছে।
কৃষি হতে আয় খাতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদিত সাধারণ বিয়োজনসমূহ
কোনো আয়বর্ষে কোনো ব্যক্তির কৃষি হইতে আয় খাতে করযোগ্য আয় গণনার ক্ষেত্রে, উক্ত বৎসরে করদাতা কর্তৃক, মূলধনি ব্যয় বা ব্যক্তিগত ব্যয় ব্যতীত, সর্ম্পূণরূপে এবং কেবল কৃষির উদ্দেশ্যে ব্যয়িত অর্থ বিয়োজন হিসাবে অনুমোদনযোগ্য হইবে এবং নিম্নবর্ণিত বিয়োজনসমূহ সাধারণ বিয়োজন হিসাবে গণ্য হবে, যথা:-
(ক) কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি বা আঙ্গিনার উপর পরিশোধিত যেকোনো প্রকার কর, ভূমি উন্নয়ন কর বা খাজনা
(খ) কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি বা আঙ্গিনার জন্য পরিশোধযোগ্য ভাড়া, উন্নয়ন ও সংরক্ষণ ব্যয় এবং চাষাবাদ ব্যয়
(গ) কৃষির উদ্দেশ্যে গৃহীত ঋণের পরিশোধযোগ্য সুদ বা মুনাফা
(ঘ) কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণ ও মেরামত এবং চাষাবাদের জন্য পালিত গবাদিপশুর লালন-পালন, তৎসংশ্লিষ্ট প্রক্রিয়াকরণ বা পরিবহণ সংক্রান্ত ব্যয়
(ঙ) ভূমির বা আঙ্গিনার ক্ষতিপূরণে অথবা ভূমি বা আঙ্গিনা হইতে উৎপাদিত ফসল বা পণ্যের ক্ষতিপূরণে অথবা গবাদিপশু পালনে নিরাপত্তার লক্ষ্যে পরিশোধযোগ্য বিমার প্রিমিয়াম
(চ) প্রাকৃতিক দুর্যোগ অথবা অন্য কোনো প্রকার ক্ষতিসাধন হইতে কৃষিকে রক্ষার নিমিত্ত ব্যয়িত অর্থ
(ছ) তৃতীয় তফসিলে বর্ণিত অনুমোদিত সীমা অনুযায়ী নিম্নবর্ণিত খরচসমূহ-
(অ) করদাতা কর্তৃক সংশ্লিষ্ট কৃষিতে ব্যবহৃত সম্পদের অবচয়
(আ) সংশ্লিষ্ট কৃষিকাজে ব্যবহৃত স্পর্শাতীত সম্পদের অ্যামোর্টাইজেশন
(জ) যেইক্ষেত্রে করদাতার কৃষিকাজে ব্যবহৃত পশুর মৃত্যু হইয়াছে বা স্থায়ীভাবে অক্ষম হইয়া গিয়াছে সেইক্ষেত্রে উক্ত পশুর প্রকৃত ক্রয়মূল্য এবং, ক্ষেত্রমত, সেই পশু বিক্রয় বা তাহার মাংস বিক্রয় হইতে প্রাপ্ত অর্থ, এই দুইয়ের পার্থক্যের সমপরিমাণ অঙ্ক
(ঝ) সরকার কর্তৃক স্পন্সরকৃত কৃষি সম্পর্কিত কোনো ডেলিগেশনের সদস্য হিসাবে বিদেশে সফর সম্পর্কিত কোনো নির্বাহকৃত ব্যয়, যাহা মূলধনি প্রকৃতির নহে
(ঞ) বোর্ড কর্তৃক অনুমোদিত হইয়াছে এইরূপ কোনো স্কিমের সহিত সম্পর্কিত বিষয়ের উপর বাংলাদেশের নাগরিকদের প্রশিক্ষণ প্রদানে নির্বাহকৃত কোনো ব্যয়
(ট) কোনো কৃষি সম্পর্কিত বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা খাতে নির্বাহকৃত ব্যয় বা এইরূপ কোনো বৈজ্ঞানিক গবেষণা পরিচালনায় নির্বাহকৃত ব্যয় যাহার দ্বারা গবেষণাটি সম্পূর্ণ ও একান্তভাবে করদাতার কৃষির উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে পরিচালিত হয়েছে।
এই ধারার অধীন কোনো ব্যয়ের যতটুকু অংশ কৃষি হইতে আয় এর সহিত সম্পর্কিত কেবল ততটুকু অংশই অনুমোদনযোগ্য ব্যয় হিসাবে গণ্য হবে।
হিসাববহি রক্ষণাবেক্ষন না করিবার ক্ষেত্রে বিশেষ বিয়োজন পরিগণনা
যদি করদাতা নিয়মিত হিসাবরক্ষণ পদ্ধতি প্রয়োগ না করেন বা যে হিসাব বা লেনদেনের রেকর্ডসমূহ সংরক্ষণ করিয়াছেন তাহা যাচাইযোগ্য নহে, তাহলে উৎপাদিত কৃষি পণ্যের বাজার মূল্যের ৬০% (ষাট শতাংশ) অনুমোদিত ব্যয় হিসাবে গণ্য হইবে।
আধি, বর্গা, ভাগা বা অংশহারে কৃষি হতে আয় প্রাপ্ত হলে বিয়োজন পরিগণনা
যেইক্ষেত্রে ভূমি বা আঙ্গিনার মালিক আধি, বর্গা, ভাগা বা অংশহারে কৃষি হইতে আয় প্রাপ্ত হবেন সেইক্ষেত্রে উক্ত কৃষি হতে আয়ের উপর কোন বিয়োজন সুবিধা প্রাপ্ত হবেন না।
কৃষি হতে আয় এর করমুক্ত সীমা
আমরা জানি যে সাধারণ করদাতার করমুক্ত আয়সীমা ৩,৫০,০০০ টাকা এবং মহিলা করদাতা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ করদাতার করমুক্ত আয়সীমা ৪,০০,০০০ টাকা। কিন্তু যাদের সংশ্লিষ্ট আয়বর্ষে জমি চাষাবাদ হতে আয় এবং সুদ বা মুনাফা বাবদ অনধিক ২০ (বিশ) হাজার টাকা আয় ব্যতিত আর কোন আয় নেই, তাদের করমুক্ত আয় সীমার পরেও কৃষি হতে আয় খাতের আওতাভুক্ত অনধিক ২,০০,০০০ টাকা পর্যন্ত কোন আয় মোট আয় পরিগণনা হতে বাদ যাবে।
⭐️⭐️⭐️আয়কর সম্পর্কে আর তথ্য জানতে এইখানে ক্লিক করুন⭐️⭐️⭐️