46th BCS Preliminary Seat Plan 2024

আগামী ২৬শে এপ্রিল ২০২৪ তারিখে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার নির্ধারিত কেন্দ্রে ৪৬তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন উক্ত পরীক্ষায় পরীক্ষার্থীদের সিট প্ল্যান প্রকাশ করেছে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর ওয়েবসাইট থেকে আপনি ৪৬তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার সিট প্ল্যান ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনার আবেদনের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট এর মাধ্যমে সিট প্ল্যান জেনে নিতে পারেন।

কিভাবে ৪৬তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার সিট প্ল্যান পাবেন তার সকল পদ্ধতি এখানে আমরা দেখিয়ে দিয়েছি।

How to check 46th BCS Preliminary Seat Plan from website

ওয়েবসাইটের মাধ্যমে সিট প্ল্যান জানতে এই লিংকে ক্লিক করুন।

এবার Exam Type এ Preliminary Test সিলেক্ট করুন এবং Registration No ঘরে আপনার ৪৬তম বিসিএস পরীক্ষা প্রবেশপত্র থেকে রেজিস্ট্রেশন নম্বর লিখুন। তারপর Submit বাটনে ক্লিক করুন।

46 BCS Preliminary Seat Plan Search

নিচেই আপনি আপনার পরীক্ষার কেন্দ্রের নাম জানতে পারবেন।

এছাড়াও সরাসরি বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর প্রেস বিজ্ঞপ্তি থেকে আপনার বিসিএস পরীক্ষার কেন্দ্রে নাম জেনে নিতে পারেন। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর প্রেস বিজ্ঞপ্তি থেকে ৪৬তম বিসিএস পরীক্ষার সিট প্ল্যান জানতে নিচের লিংকে ক্লিক করুন।

46th BCS Preliminary Test Seat Plan 2024 PDF

About The Author

Leave a Reply

× Contact Support!