46 BCS Exam Date would be change

আগামী ৯ মার্চ ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের কারণে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ বিষয়ে বিশেষ সভা করবে। সেখানে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ‘নির্বাচনের বিষয়টি আমাদের নজরে এসেছে। এই বিষয়টি কমিশনের সভায় তোলা হচ্ছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।’

পিএসসির এক সূত্র জানায়, পরীক্ষা আর নির্বাচন এক দিনে সম্ভব নয়। তাই পরীক্ষা পেছাতে পারে। তবে কমিশনের সভা শেষে এটি চূড়ান্ত হবে।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার জন্য ৩ লাখ ৯৮ হাজার ৭১৩ জন আবেদন করেছেন। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

About The Author

Leave a Reply

× Contact Support!