স্থল পথে ভারত ভ্রমণে ১০০০ টাকা ভ্রমণ কর নির্ধারণ

কামরুল হাসান নূর

Updated on:

travel tax increase

২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অভ্যন্তরীণ বিমান যাত্রীদের জন্য ভ্রমণ কর চালু করা হয়েছে, পাশাপাশি আন্তর্জাতিক বিমান, জল এবং স্থল যাত্রীদের জন্য কর বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

অর্থ বিল ২০২৩ অনুযায়ী ১ জুলাই থেকে অভ্যন্তরীণ বিমান যাত্রীদের জন্য ২০০ টাকা ভ্রমণ কর চালু করা হয়েছে। এছাড়াও এখন স্থল ও জল পথে ভারতসহ যেকোন দেশে ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ কর ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সার্কভুক্ত দেশে আকাশ পথে ভ্রমণে ভ্রমণ ২০০০ টাকা এবং অন্যান্য দেশে ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ কর ৪০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। নিচে এক নজরে প্রস্তাবিত নতুন ভ্রমণ কর সম্পর্কে জেনে নেওয়া যাক

ভ্রমন কর ২০২৩

বাংলাদেশের অভ্যন্তরে ভ্রমণ এবং বাংলাদেশ হইতে আকাশ, স্থল কিংবা জল পথে জন্য কোন দেশে গমনের ক্ষেত্রে যাত্রী প্রতি নিযোক্ত টেবিলে বর্ণিত হারে ভ্রমণ কর আরোপ ও আদায় করার প্রস্তাব করা হয়েছে;

ক্রঃনংভ্রমণের ধরণকরের পরিমাণ
আকাশ পথে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, জাপান, হংকং, উত্তর
কোরিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও তাইওয়ান গমনের ক্ষেত্রে
৬,০০০ টাকা
আকাশ পথে সার্কভুক্ত কোন দেশে গমনের ক্ষেত্রে২,০০০ টাকা
আকাশ পথে অন্য কোন দেশে গমনের ক্ষেত্রে৪,০০০ টাকা
আকাশ পথে দেশের অভ্যন্তরে গমনের ক্ষেত্রে২০০ টাকা
স্থল পথে যেকোন দেশে গমনের ক্ষেত্রে১,০০০ টাকা
জল পথে যেকোন দেশে গমনের ক্ষেত্রে১,০০০ টাকা

যেসকল ব্যক্তিদের ভ্রমণ কর দেওয়া লাগবে না

নিম্নবর্ণিত ব্যক্তিদের জন্য ভ্রমণ কর পরিশোধ হতে অব্যাহতির প্রস্তাব করা হয়েছে, যথা:-

১. পাঁচ বৎসর বা তাহার চেয়ে কম বয়সের কোন যাত্রী ভ্রমণ কর প্রদান হইতে অব্যাহতি পাইবে;

২. বারো বৎসর পর্যন্ত বয়সের যাত্রীদের ক্ষেত্রে টেবিলে উল্লিখিত হারের অর্ধেক হারে কর আরোপ ও আদায় হইবে;

৩. নিম্নশ্রেণীভুক্ত যাত্রীগণ বাংলাদেশ হইতে অন্য কোন দেশে গমনের ক্ষেত্রে এই আইনের অধীন প্রদেয় ভ্রমণ কর প্রদান হইতে অব্যাহতি পাইবেন, যথাঃ

ক) হজ্জ্ব পালনের জন্য সৌদী আরব গমনকারী ব্যক্তি

খ) কোন ব্যক্তি যিনি অন্ধ বা ক্যান্সেরে আক্রান্ত রোগী বা স্ট্যাচার ব্যবহারকারী পঙ্গু ব্যক্তি

গ) জাতিসংঘের কর্মকর্তা ও তাহাদের পরিবারের সদস্যগণ

ঘ) বাংলাদেশে অবস্থিত কূটনীতিক মিশনের কূটনৈতিক মর্যাদাসম্পন্ন সদস্য ও তাঁহাদের পরিবারের সদস্যগণ

ঙ) বাংলাদেশে কর্মরত বিশ্বব্যাংক, জার্মান কারিগরী সংস্থা এবং জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এর স্টাফ ও তীহাদের পরিবারের সদস্যগণ

চ) বিমানে কর্তব্যরত ক্রু এর সদস্য

ছ) বাংলাদেশের ভিসাবিহীন ট্রানজিট যাত্রী যাহারা বাহাত্তর ঘন্টার বেশী সময় বাংলাদেশে অবস্থান করিবেন না

জ). যে কোন বিমান সংস্থায় কর্মরত বাংলাদেশী নাগরিক যিনি বিনা ভাড়ায় অথবা হ্রাসকৃত ভাড়ায় বিদেশ গমন করিবেন

Leave a Comment