যাদের নূন্যতম ২০০০ টাকা কর দিতে হবে

কামরুল হাসান নূর

Updated on:

প্রস্তাবিত অর্থ আইন ২০২৩ এ সাধারণ করদাতার করশুন্য আয় নির্ধারণ করা হয়েছে ৩ লক্ষ ৫০ হাজার যা আগে ছিল ৩ লক্ষ। অর্থ্যাৎ যাদের বাৎসরিক আয় ৩ লক্ষ ৫০ হাজার টাকা বা তার কম তাদের কোন কর দিতে হবে না। কিন্তু অর্থ আইন ২০২৩ এর তফসিল ২ এ বলা হয়েছে, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৭৫ ধারা অনুযায়ী যাদের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে তাদের মোট আয় করমুক্ত সীমা অতিক্রম না করলেও আয়ের পরিমাণ নির্বিশেষে নূন্যতম ২০০০ টাকা কর দিতে হবে।

যাদের নূন্যতম ২০০০ টাকা কর দিতে হবে

আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৭৫ ধারায় বলা হয়েছে যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। অর্থ্যাৎ যাদের আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে তাদের অবশ্যই নূন্যতম ২,০০০ টাকা কর দিতে হবে। যাদের আবশ্যিকভাবে রিটার্ন জমা দিতে হবে তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন। এছাড়া যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে তাদেরও এই নূন্যতম ২,০০০ টাকা জমা দিতে হবে। রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করার তালিকা নিচে দেওয়া হলো:

১. কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে ৫ লক্ষাধিক টাকার খণ গ্রহণে

২. কোন কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হতে হলে

৩. আমদানি নিবন্ধন সনদ ও রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তি ও বহাল রাখতে

৪. সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে

৫. সমবায় সমিতির নিবন্ধন পেতে

৬. সাধারণ বীমার তালিকাভূক্ত সার্ভেয়র হতে এবং লাইসেন্স প্রান্তি ও নবায়ন করতে

৭. সিটি কর্পোরেশন, জেলা সদরের পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় ১০ লক্ষাধিক টাকার জমি, বিল্ডিং বা এপার্টমেন্ট বিক্রয় বা হস্তান্তর বা বায়নামা বা আমমোক্তারনামা নিবন্ধন করতে

৮. ক্রেডিট কার্ড প্রাপ্তি ও বহাল রাখতে

৯. চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড একাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে বা কোন স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখতে

১০. The Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 (LII of 1974) এর অধীন নিকাহ্‌ রেজিস্ট্রার হিসেবে লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখতে

১১. ট্রেড বা পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখতে

১২. ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্র প্রাপ্তি ও নবায়নে

১৩. যেকোন এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে এবং সিটিকর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তি এবং বহাল রাখতে

১৪. লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার, কার্গো ও ডাম্ব বার্জসহ যেকোন প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট প্রান্তি ও বহাল রাখতে

১৫. পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্ধালয় হতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি ও নবায়নে

১৬. সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে

১৭. সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি বা বহাল রাখতে

১৮. কোম্পানির এজেন্সী বা ডিস্ট্রবিউটরশিপ প্রাপ্তি ও বহাল রাখতে

১৯. আগ্নেয়ান্ত্রের লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখতে

২০. আমদানির উদ্দেশ্যে খণপত্র খোলায়

২১. পাঁচ লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলায়

২২. দশ লক্ষাধিক টাকার ক্রেডিট ব্যালেন্স সম্পন্ন ব্যাংক হিসাব খোলা ও বহাল রাখতে

২৩. পাঁচ লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ে

২৪. পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে

২৫. মটরযান, স্পেস/স্থান, বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ার ইকোনমিক এক্টিভিটিজে অংশগ্রহণ করতে

২৬. উৎপাদন কার্যক্রমের ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা তত্বাবধানকারী অবস্থানে কর্মরত ব্যক্তির বেতন-ভাতাদি প্রাপ্তিতে

২৭. সরকার অথবা সরকারের কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্ত্বা বা ইউনিটের বা প্রচলিত কোন আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্ত্বা বা ইউনিটের কর্মচারীর ১৬,০০০ টাকা বা তদুরধ্ব পরিমাণ মূল বেতন প্রাপ্তিতে

২৮. মোবাইল ব্যাংকিং বা ইলেক্ট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোন অর্থ প্রাপ্তির ক্ষেত্রে

২৯. অ্যাডভাইজারি বা কনসালটেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, জনবল সরবরাহ, নিরাপত্তা সরবরাহ সেবা বাবদ নিবাসী কর্তৃক কোন কোম্পানি হতে কোন অর্থ প্রাপ্তিতে

৩০. মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও ভূক্তির মাধ্যমে সরকারের নিকট হতে মাসিক ১৬,০০০ টাকার উর্ধে কোন অর্থ প্রাপ্তিতে

৩১. বীমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন বা নবায়নে

৩২. দ্বি-চক্র ৰা ত্রি-চক্র মোটরযান ব্যতীত অন্যান্য মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বাফিটনেস নবায়নকালে

৩৩. এনজিও ত্যাফেয়ার্স ব্যুরোতে নিবন্ধিত এনজিওতে বা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে লাইসেন প্রাপ্ত ক্ষুদ্র ঝণ সংস্থায় বিদেশি অনুদান ছাড়ে

৩৪. বাংলাদেশে অবস্থিত ভোক্তাদের নিকট ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবা বিক্রয়ে

৩৫. কোম্পানি আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এবং Societies Registration Act, 1860 (Act No. XXI of 1860) এর অধীন নিবন্ধিত কোন ক্লাবের সদস্যপদ লাভের আবেদনের ক্ষেত্রে

৩৬. পণ্য সবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দ্যেশে নিবাসী কর্তৃক টেন্ডার ডকুমেন্টস দাখিল কালে

৩৭. পণ্য আমদানি বা রপ্তানির উদ্দ্যেশে বিল অব এন্ট্রি দাখিল কালে

৩৮. রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চিটাগাং উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএ) অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের নিমিত্ত ভবন নির্মাণের নকশা দাখিল কালে।

অর্থ বিল ২০২৩ সংশোধন করে নতুন যে অর্থ আইন ২০২৩ পাশ করা হয়েছে তাহাতে নূন্যতম ২০০০ ‍টাকা করের বিধান বাতিল করা হয়েছে।

Leave a Comment