বৃদ্ধাশ্রম হতে পরিচালতি আয় কি করমুক্ত আয়?

Noor

Updated on:

tax exemption income from Elderly care home

বর্তমান সময়ের কঠিন বাস্তবতার নাম “বৃদ্ধাশ্রম”। যারা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদের প্রতিষ্ঠিত করলেন আজ তারাই পরিবারের কাছের মানুষের কাছে উপেক্ষিত। তাদের আশ্রয় হয় “বৃদ্ধাশ্রম”এ। জীবনের ঘানি টেনে ক্লান্ত এই মানুষগুলোর অন্তিম সময়টায় সেবা প্রদান করতে যাদের উদ্যোগে গড়ে উঠেছে “বৃদ্ধাশ্রম” তাদের এ প্রশংসনীয় উদ্যোগকে অনুপ্রাণিত করতে সরকার এই “বৃদ্ধাশ্রম” থেকে অর্জিত আয়কে করমুক্ত আয় হিসেবে ঘোষণা দিছে। যদিও “বৃদ্ধাশ্রম” একটি সামাজিক উদ্যোগ কিন্তু এই উদ্যোগ থেকেও আয় করা সম্ভব। এই Elderly care home পরিচালনা হতে অর্জিত আয় করমুক্ত আয়।

Leave a Comment