আবগারি শুল্ক ২০২০

কামরুল হাসান নূর

Updated on:

excise duty 2020

Excises and Salt Act, 1944 (Act No. I of 1944) এর section 12A (1) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার এস. আর. ও. নং-১৪৩-আইন/২০২০/১০৪-আবগারি এর মাধ্যমে আবগারি শুল্কের নতুন হার নির্ধারণ করেছে। নিচের টেবিলে আবগারি সেবার আবগারি শুল্ক হার (Excise Duty) উল্লেখ করা হলো:

সেবার বিবরণপরিমাণশুল্ক হার
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে বছরের যে কম সময়ে ব্যাংক হিসাবে জমা১ লক্ষ টাকা বা তার কম হলেশুন্য
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে বছরের যে কম সময়ে ব্যাংক হিসাবে জমা১ লক্ষ টাকার বেশি কিন্তু ৫ লক্ষ টাকার কম১৫০ টাকা
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে বছরের যে কম সময়ে ব্যাংক হিসাবে জমা৫ লক্ষ টাকার বেশি কিন্তু ১০ লক্ষ টাকার কম৫০০ টাকা
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে বছরের যে কম সময়ে ব্যাংক হিসাবে জমা১০ লক্ষ টাকার বেশি কিন্তু ১ কোটি টাকার কম৩০০০ টাকা
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে বছরের যে কম সময়ে ব্যাংক হিসাবে জমা১ কোটি টাকার বেশি কিন্তু ৫ কোটি টাকার কম১৫০০০ টাকা
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে বছরের যে কম সময়ে ব্যাংক হিসাবে জমা৫ কোটি টাকার বেশি৪০০০০ টাকা
অভ্যন্তরীন বিমান ভ্রমণপ্রত্যেকবার ভ্রমণে সিট প্রতি৫০০ টাকা
আন্তর্জাতিক বিমান ভ্রমণপ্রত্যেকবার ভ্রমণে সিট প্রতি(ক) সার্কভুক্ত দেশ ভ্রমণ- ৫০০ টাকা
(খ) এশিয়ার অন্যান্য দেশ ভ্রমণে- ২০০০ টাকা
(গ) ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য দেশ ভ্রমণে- ৩০০০ টাকা
বিদেশী কুটনৈতিক শ্রেণীপ্রত্যেকবার ভ্রমণে সিট প্রতিশুন্য

আবগারি শুল্ক ২০২০ এর এস.আর.ও টি ডাউনলোড করতে নিচের ডাউনলোড লিংকে ক্লিক করুন

Leave a Comment