VAT Exemption 23-24

এস,আর,ও নং- ১৩৬-আইন/২০২৩/২১৩-মূসক (SRO- 136-AIN/2023/213-Mushak) এ আমদানি ও উৎপাদন পর্যায়ে, সেবা ও ব্যবসায়ী পর্যায়ে কিছু পণ্যের ভ্যাট অব্যাহতি (VAT Exemption) প্রদান করা হয়েছে।

এই প্রজ্ঞাপনের উদ্দেশ্য পূরণকল্পে সংশ্লিষ্ট আমদানিকারক, উৎপাদনকারী বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৫১, ৫৩, ৫৪, ৬৪ ও ১০৭ এ উল্লিখিত মূল্য সংযোজন কর সংক্রান্ত হিসাবরক্ষণসহ কর চালানপত্র ও দাখিলপত্রের যাবতীয় আনুষ্ঠানিকতা প্রতিপালন করতে হবে।

অব্যাহতি প্রাপ্ত পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে আইনের ধারা ৫১, ৫৩, ৫৪, ৬৪ ও ১০৭ এ উল্লিখিত বিধান পরিপালন করিবার ব্যর্থতা বা অনিয়মের ক্ষেত্রে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুষ্ক আইন, ২০১২ এর ধারা ৮৫ এর উপ-ধারা (১) অনুযায়ী জরিমানা আরোপযোগ্য হবে।

ভ্যাট অব্যাহতি সংক্রান্ত এস,আর,ও নং- ১৩৬-আইন/২০২৩/২১৩-মূসক টি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

About The Author

Leave a Reply