টিন সার্টিফিকেট যাচাই করবেন যেভাবে

TIN certificate check

বর্তমান সময়ে বিভিন্ন সরকারী ও ব্যাংকিং সেবা নিতে হলে টিন সার্টিফিকেট জমা দিতে হয়ে। যদিও টিন সার্টিফিকেট তৈরি করা একদম সহজ। শুধুমাত্র এনআইডি কার্ড দিয়েই অনলাইনে টিন সার্টিফিকেট করা যায়। কিন্তু একজন ব্যক্তি তার এনআইডি দিয়ে মাত্র একবারই টিন সার্টিফিকেট করতে পারবেন। এছাড়া টিন সার্টিফিকেটধারীদের প্রতিবছর আয়কর রিটার্ন জমার একটি বাধ্যবাধকতা আছে। তাই ঝামেলা এড়াতে হয়তো অনেকেই ভুয়া টিন সার্টিফিকেট জমা দিতে পারে। তাই কোন টিন সার্টিফিকেট আসল না নাকি নকল তা দুইভাবে পরীক্ষা করতে পারবেন।

NBR-Sonali Bank e-Payment Portal

সোনালী ব্যাংকের ই-পেমেন্ট পোর্টাল ব্যবহার করে অনলাইনে আয়করের টাকা পরিশোধ করা যায়। তাই আপনি যখন অনলাইনে আয়করের টাকা পরিশোধ করতে যাবেন তখন টিন নম্বর দিয়ে সার্চ দিলেই টিন সার্টিফিকেটের বিস্তারিত চলে আসবে, যেখান থেকে টিন সার্টিফিকেট নম্বরের সত্যতা যাচাই করতে পারবেন। TIN certificate check করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১. https://nbr.sblesheba.com/IncomeTax/Payment ওয়েবসাইটে যান।

২. পেজের প্রথমেই আপনাকে টিন সার্টিফিকেট নম্বর দিয়ে সার্চ করতে বলা হয়েছে। যেখান টিন সার্টিফিকেট নম্বর দিন এবং সার্চ আইকনে ক্লিক করুন।

TIN Certificate Check BD Online

৩. যদি টিন সার্টিফিকেট নম্বর সঠিকত থাকে, তাহলে সার্চ রেজাল্টে টিন সার্টিফিকেটধারীর নাম, ঠিকানা, ট্যাক্স জোন ও ট্যাক্স সার্কেল চলে আসবে। যা থেকেই আপনি টিন সার্টিফিকেটের সঠিকতা মিলিয়ে নিতে পারবেন।

TIN Certificate Check BD Online

এ চালানে টিন সার্টিফিকেট যাচাই

এ চালান পেমেন্ট পোর্টাল থেকেও আপনি যেকোন টিন সার্টিফিকেট এর সঠিকতা যাচাই করতে পারবেন। আমার মতে TIN certificate check করার জন্য সোনালী ব্যাংকের ই-পেমেন্ট পোর্টালটা সহজ উপায়। তারপরও বিকল্প উপায় হিসাবে এ চালান পোর্টালে টিন সার্টিফিকেট যাচাই করার নিয়মটা শিখে রাখতে পারেন।

১. প্রথমেই গুগলে a challan লিখে সার্চ রেজাল্টের প্রথম পেজে যান অথবা সরাসরি https://ibas.finance.gov.bd/acs/ লিংকে ক্লিক করুন।

২. এ চালানের লগইন পেজ আসবে। লগইন পেজের একটু নিচে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যাবে লেখায় ক্লিক করুন।

৩. পরবর্তী পেজে এনবিআর এর জমা থেকে আয়কর সিলেক্ট করুন।

a challan dashboard

৪. আয়করের ধরণ, আয়কর ধারার ধরণ, আয়কর ধারা এবং টাকার পরিমাণ আপনার ইচ্ছামতো দিন, কারণ টিন সার্টিফিকেট যাচাই করতে এগুলো কোন কিছুতে কোন সমস্যা হবে না।

৫. তারপর নিচের দিকে ৩ নম্বর এ যে ব্যক্তি/প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে সেখানে ব্যক্তি সিলেক্ট করুন এবং তার নিচে টিআইএন রেডিও বাটন এ ক্লিক করুন।

Tax Payment a challan

৬. নিচের টিআইএন ঘরে আপনি যে টিন নম্বরের সঠিকতা যাচাই করতে চাচ্ছেন সেই টিন নম্বর দিন এবং ডানপাশে Check TIN এ ক্লিক করুন।

৭. যদি টিন নম্বর সঠিক থাকে তাহলে টিন নম্বর যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই মোবাইল নম্বরটি নিচের যোগাযোগের জন্য মোবাইল নম্বর ঘরে আসবে এবং আপনি নিশ্চিত হতে পারবেন যে, টিন নম্বরটি সঠিক আছে।

শেষকথা

আশাকরি উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে TIN certificate check করে আপনি নিশ্চিত হতে পারবেন যে টিন নম্বরটি সঠিক। এছাড়া যেকোন টিন সার্টিফিকেট এ প্রদত্ত কিউআরকোড স্ক্যান করেও আপনি করদাতার তথ্য জানতে পারবেন। TIN সম্পর্কিত আমাদের সাইটে প্রকাশিত আরও কিছু আর্টিকেল যা আপনার প্রয়োজন হতে পারে-

Leave a Comment