বেতনভুক্ত কর্মচারীদের রিটার্নের সাথে যেসকল কাগজপত্রাদি জমা দিতে হবে

Noor

Updated on:

Tax Return Documents

আয়কর রিটার্নের সাথে আয়-ব্যয়ের সমর্থনে বিভিন্ন কাগজপত্র জমা দিতে হয়। তবে উল্লেখযোগ্য সংযুক্তি কাগজপত্রাদি যেসকল রিটার্নের সাথে জমা দিতে হয় তার একটা তালিকা নিচে দেওয়া হলো:

১. কোম্পানী কর্তৃক প্রদত্ত বেতনের বিবরণী

২. ব্যংক হিসাব বিবরণী

৩. কর রেয়াতের জন্য প্রযোজ্য বিনিয়োগ বিবরণী (যদি থাকে, তবে নিচের যেসকল আপনার জন্য প্রযোজ্য)

  • ডিপিএস বিবরণী
  • নিজের বা পরিবারের জীবন বীমা প্রিমিয়াম প্রদানের রশিদ এর ফটোকপি
  • সঞ্চয়পত্রের ফটোকপি
  • স্বীকৃত ভবিষ্যত তহবিল বা সরকারী কর্মকর্তার প্রভিডেন্ড ফান্ডে চাঁদা থাকলে, সে হিসাব বিবরণী
  • শেয়ার বিনিয়োগের বিবরণী
  • সরকারী বন্ড বা মিউচুয়্যাল ফান্ডে বিনিয়োগের বিবরণী
  • অনুমোদিত কোন ফান্ডে অনুদান থাকলে তার রশিদ এর ফটোকপি

৪. সম্পদ ক্রয় বা অন্যান্য বিনিয়োগের বিবরণী (যদি থাকে, তবে নিচের যেসকল আপনার জন্য প্রযোজ্য)

  • নিজের নামে বা পরিবারের সদস্যদের নামে খরিদকৃত অথবা অগ্রিম প্রদানকৃত জমি/প্লট/ফ্লাট ক্রয়ের দলিল/পর্চার কপি বা জমা রশিদের কপি
  • পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমি/প্লট/ফ্লাট যা আলোচ্য বছরে প্রাপ্ত হলে তার দলিলের কপি
  • নিজের বা পরিবারের সদস্যদের নামে গাড়ি কিনে থাকলে তার বিবরণ বা গাড়ীর ডকুমেন্ট
  • রেয়াতযোগ্য বিনিয়োগ ছাড়া অন্য কোন বিনিয়োগ থাকলে তার বিবরণী । যেমন- এফডিআর, ঋণ প্রদান

৫. ব্যাংক ঋণ, কোম্পানী থেকে কোন ঋণ বা অন্যকোন ঋণ থাকলে তার বিবরণী এবং তার বিপরীতে সুদ প্রদান করে থাকলে তার বিবরণী

৬.  বেতন বাদে অন্য কোন খাতে আয় থাকলে তার বিবরণী (যেমন- বাড়ীভাড়া, কৃষি আয়, ব্যবসা, সম্মানীভাতা)

৭. অন্যকোন উৎস থেকে কোন অনুদান বা উপহার গ্রহণ করলে তার বিবরণী

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, উপরোল্লোখিত কাগজপত্রাদি ছাড়াও রিটার্নের তথ্য প্রমাণের সাপেক্ষে অতিরিক্ত কাগজপত্রাদি জমা দিতে হতে পারে।  

Leave a Comment