ব্যক্তি শ্রেণীর করহার ২০২২-২০২৩ Personal Income Tax Slab in Bangladesh 2022-2023

কামরুল হাসান নূর

Updated on:

Personal Income Tax Slab in Bangladesh 2022-2023

অর্থ আইন, ২০২২ এর বর্ণিত করহারের তফসিল অনুযায়ী প্রত্যেক নিবাসী ব্যক্তি করদাতা (অনিবাসী বাংলাদেশীসহ), হিন্দু যৌথ পরিবার, অংশীদারি ফার্ম, ব্যক্তি সংঘ, ফান্ড, ট্রাস্ট ও আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসহ অন্যান্য করদাতার ক্ষেত্রে মোট আয়ের উপর আয়করের হার হবে নিম্নরুপ:

Personal Income Tax Slab in Bangladesh 2022-2023

মোট আয়কর হার
প্রথম ৩,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপরশূন্য
পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর৫%
পরবর্তী ৩,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর১০%
পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর১৫%
পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত আয়ের উপর২০%
অবশিষ্ট মোট আয়ের উপর২৫%

তবে শর্ত থাকে যে,

১. তৃতীয় লিঙ্গের করদাতা, মহিলা করদাতা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ করদাতার করমুক্ত আয়ের সীমা ৩,৫০,০০০ টাকা

২. প্রতিবন্ধী করদাতার করমুক্ত আয়ের সীমা ৪,৫০,০০০/- টাকা

৩. যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা ৪,৭৫,০০০/- টাকা 

কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০,০০০ টাকা বেশি হবে। প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হলে যেকোন একজন এ সুবিধা পাবেন।

অনিবাসী ব্যক্তিগত করদাতার করহার

মোট আয়করহার
মোট আয়ের উপর৩০%

তবে উপরিলিখিত করহার করদাতার মর্যাদা নির্বিশেষ সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারক করদাতার উক্ত ব্যবসায় হতে অর্জিত আয়, অনিবাসী (অনিবাসী বাংলাদেশী ব্যতিত) করদাতা ও সমবায় সমিতি আইন, ২০০১ অনুযায়ী নিবন্ধিত সমবায় সমিতির অর্জিত আয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

করমুক্ত সীমার ঊর্ধ্বের আয়ের ক্ষেত্রে প্রদেয় ন্যূনতম আয়করের পরিমাণ

এলাকার বিবরণন্যূনতম আয়কর
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা৫,০০০/-
অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা৪,০০০/-
সিটি কর্পোরেশন ব্যতিত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতা৩,০০০/-

করমুক্ত সীমার ঊর্ধ্বে আয় আছে এমন করদাতার প্রদেয় আয়করের পরিমাণ বা বিনিয়োগজনিত কর রেয়াত বিবেচনার পর প্রদেয় আয়করের পরিমাণ প্রযোজ্য ন্যূনতম আয়করের কম বা ঋণাত্মক হলেও তাঁকে তাঁর জন্য প্রযোজ্য ন্যূনতম আয়কর পরিশোধ করতে হবে।

কোনো করদাতা যদি স্বল্প উন্নত এলাকা (less development area) বা সবচেয়ে কম উন্নত এলাকায় (least development area) অবস্থিত কোনো ক্ষুদ্র বা কুটির শিল্পের মালিক হন এবং উক্ত কুটির শিল্পের দ্রব্যাদি উৎপাদনে নিয়োজিত থাকেন, তাহা হইলে তিনি উক্ত ক্ষুদ্র বা কুটির শিল্প হইতে উদ্ভুত আয়ের উপর নিম্নবর্ণিত হারে রেয়াত লাভ করবেন

বিবরণরেয়াতের হার
যেক্ষেত্রে সংশ্লিষ্ট বংসরের উৎপাদনের পরিমাণ পূর্ববর্তী বৎসরের উৎপাদনের পরিমাণের তুলনায় ১৫% এর অধিক, কিন্তু ২৫% এর অধিক নহেসেইক্ষেত্রে উক্ত আয়ের উপর প্রদেয় আয়করের ৫%
যেক্ষেত্রে সংশ্লিষ্ট বসরের উৎপাদনের পরিমাণ পূর্ববর্তী বৎসরের উৎপাদনের পরিমাণের তুলনায় ২৫% এর অধিক হয়সেইক্ষেত্রে উক্ত আয়ের উপর প্রদেয় আয়করের ১০


এই অনুচ্ছেদে-

১. প্রতিবন্ধী ব্যক্তি (person with disability) বলতে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর ধারা ৩১ মোতাবেক প্রতিবন্ধী হিসাবে নিবন্ধিত ব্যক্তিকে বুঝাবে।

২. সবচেয়ে কম উন্নত এলাকা (least developed area) বা স্বল্প উন্নত এলাকা (less developed area) অর্থ Income tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984) এর section 45 এর sub-section (2A) এর clauses (b) এবং (c) এর বিধান অনুসারে বোর্ড কর্তৃক নির্দিষ্টকৃত সবচেয়ে সবচেয়ে কম উন্নত এলাকা (least developed area) বা স্বল্প উন্নত এলাকা (less developed area)

Leave a Comment