আয়কর রিটার্ন জমা না দেওয়ার শাস্তি

কামরুল হাসান নূর

Updated on:

Penalty for not filing income tax return

আয়কর আইন ২০২৩ অনুযায়ী আয়কর রিটার্ন জমা না দেওয়ার জরিমানার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তাই আয়কর রিটার্ন জমা না দেওয়ার জরিমানার নতুন বিধান জানতে আমাদের এই ওয়েবসাইটে প্রকাশিত এই লেখাটি পড়ুন

করদাতাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়ার লক্ষ্যে আবশ্যিকভাবে ধারা-১৩০ মোতাবেক নোটিশ প্রদান
সাপেক্ষে খেলাপী করদাতার সর্বশেষ আরোপিত আয়করের ১০% অথবা কমপক্ষে ১.০০০.০০ টাকা ও
পরবর্তী প্রতি খেলাপী দিবসের জন্য ৫০.০০ টাকা, উপ-কর কমিশনার জরিমানা আরোপ করতে পারবেন।

(১)কোন ব্যক্তি-করদাতা. যাহার আয়ের উপর ইতোপূর্বে কখনো করারোপিত হয় নাই, তাঁহার ক্ষেত্রে
আরোপযোগ্য মোট জরিমানা পরিমান ৫.০০০/-টকার বেশি হইবে না;

(২) কোন ব্যক্তি-করদাতা, যাহার আয়ের উপর ইতোপূর্বে করারোপিত হইয়াছে এমন কোন পুরোনো ব্যক্তি-
করদাতার ক্ষেত্রে এইরূপ জরিমানার পরিমাণ তাঁহার সর্বশেষ নিরপিত আয়ের উপর ধার্যকৃত করের ৫০%
বা ১,০০০/-টাকা, দু’টির মধ্যে ষেটি বেশি, তাহার বেশি হইবে না।

Leave a Comment