অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৪ E Passport Check Online

কামরুল হাসান নূর

Updated on:

E Passport Check Online

নতুন পাসপোর্ট বা পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করেছেন? এই লেখার মাধ্যমে জানতে পারবেন কিভাবে অনলাইনে আপনার ই পাসপোর্ট এর বর্তমান অবস্থা চেক করবেন।

ই পাসপোর্ট চেক করতে যা যা লাগবে

অনলাইনে ই পাসপোর্টের বর্তমান অবস্থা চেক করতে যা যা লাগবে সেগুলো হলো:

১. ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার অথবা মোবাইল

২. Online Registration ID (OID) অথবা Application ID (আপনার ই পাসপোর্ট অনলাইন আবেদন করার পর, Application Summary পেইজ থেকে Online Registration ID বা OID পাবেন।)

৩. পাসপোর্ট আবেদনে দেয়া জন্ম তারিখ

⭐️⭐️⭐️ প্রতিদিন আপডেট পেতে এখানে ক্লিক করুন ⭐️⭐️⭐️

যেভাবে ই পাসপোর্ট আবেদন অবস্থা চেক করবেন – How to Check E Passport Application Status Online

ই পাসপোর্ট আবেদন অবস্থা চেক করতে গুগল ক্রোম ব্রাউজার থেকে epassport.gov.bd সাইটে প্রবেশ করুন।

ই পাসপোর্ট সাইটে প্রবেশের পরে Check Status মেনুতে ক্লিক করুন।

E-Passport Check Status

Check application status পেজে অনলাইনে পাসপোর্ট আবেদনের সময় যে Online Registration ID (e.g. OID1000001234) পেয়েছিলেন অথবা পাসপোর্ট অফিসে সকল কার্যসম্পাদনের পরে ডেলিভারি স্লীপ পেয়েছিলেন সেই ডেলিভালি স্লিপের প্রদানকৃত Application ID (e.g. 4000-100000000) দিয়ে আপনার ই পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন।

সুতরাং নিচের ঘরে Online Registration ID অথবা Application ID লিখুন।

এরপরে পাসপোর্ট আবেদনে প্রদানকৃত আপনার জন্মতারিখ সিলেক্ট করুন।

সর্বশেষ I am human লেখার বামপাশে ঘরে টিক দিয়ে ক্যাপচা সম্পন্ন করুন।

নিচে নীল রঙের ঘরে লেখা Check বাটনে ক্লিক করলে আপনার আবেদনকৃত ই পাসপোর্টের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

E Passport Check Online

আরও জানুন

পাসপোর্ট সংক্রান্ত সকল প্রশ্ন-উত্তর

Leave a Comment