ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম

Download Voter ID Card from Form Number

আপনি কি নতুন ভোটার? কিন্তু এখনও ভোটার আইডি কার্ড হাতে পান নি? আপনি খুব সহজেই আপনার মোবাইল দিয়ে নির্বাচন কমিশন ওয়েবসাইট থেকে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

এই লেখায় আমি দেখাবো কিভাবে ভোটার ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড বের করা যায় এবং ডাউনলোড করা যায়, তার পুরো প্রক্রিয়া। তবে তারজন্য আপনাকে এই লেখাটি সম্পূণ পড়তে হবে।

ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড প্রক্রিয়া

ফরম নম্বর দিয়ে ভোটার আইড কার্ড ডাউনলোড করতে যা যা লাগবে, ভোটার আইডি কার্ড ডাউনলোড প্রক্রিয়া এবং ভোটার রেজিস্ট্রেশন ফরম হারিয়ে গেলে ভোটার আইডি কার্ড পাওয়ার নিয়ম, সব বিষয়েই এই লেখায় ধাপে ধাপে আলোচনা করা হবে।

ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে যা যা লাগবে

ভোটার আইডি কার্ড ডাউনলোড কাজ শুরু করার আগে আপনাকে কয়েকটি বিষয়ের তথ্য আগে থেকেই সংগ্রহ করে রাখতে হবে যেন আপনি সহজেই আপনার ভোটার আইডি ডাউনলোড কাজটি সম্পন্ন করতে পারেন। ফরম নম্বর দিয়ে ভোটার আইড কার্ড ডাউনলোড করতে যা যা লাগবে:

  • একটি এন্ড্রয়েড মোবাইল
  • আরেকটি স্মার্ট মোবাইল ডিভাইস অথবা কম্পিউটার
  • ভোটার রেজিস্ট্রেশন স্লিপ বা ফরম নম্বর
  • আপনার জন্মতারিখ
  • আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা

ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন যেভাবে l Voter ID Card Download

আপনার সকল প্রস্তুতি সম্পন্ন হলে নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই ঘরে বসে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

ধাপ-১: প্রথমেই বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। কারণ, এই ওয়েবসাইটে ডাটাবেজ থেকেই আপনি আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন। এর জন্য ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/

ধাপ-২: আপনাকে Bangladesh NID Application System এ রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য রেজিস্টার করুন বাটনে ক্লিক করে আপনার ফরম নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।

ধাপ-৩: পরবর্তী ধাপে আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানার জেলা ও উপজেলা বাছাই করুন।

ধাপ-৪: পরের ধাপে আপনার মোবাইল নম্বরটি সিস্টেমে দিতে হবে। আপনি আপনার সচল মোবাইল নম্বরটি এখানে দিবেন, কারণ পরবর্তীতে এই মোবাইল নম্বরটি প্রয়োজন হবে।

ধাপ-৫: আপনার মোবাইল নম্বরটি সিস্টেমে দিয়ে বার্তা পাঠান লেখায় ক্লিক করলে, আপনার মোবাইলে একটি ৬ ডিজিটের ওটিপি কোড আসবে যা রেজিস্ট্রেশন সিস্টেমে প্রদান করে যাচাই সম্পন্ন করতে হবে।

ধাপ-৬: ওটিপি কোডটি দিয়ে বহাল লেখায় ক্লিক করলে আপনার স্ক্রীনে একটি QR কোড দেখানো হবে। এই QR কোডটি স্ক্যান করতে হবে। এরজন্য অন্য একটি মোবাইল থেকে NID Wallet অ্যাপটি ইন্সটল করতে হবে। Google Play store এ NID Wallet লিখে সার্চ দিয়ে NID Wallet ডাউনলোড করে ইন্সটল সম্পন্ন করুন অথবা সরাসরি NID Wallet লিংকে ক্লিক করেও NID Wallet অ্যাপটি ডাউনলোড ও ইন্সটল করতে পারেন।

ধাপ-৭: মোবাইলে ইন্সটলকৃত NID Wallet অ্যাপটি ওপেন করে আপনার অন্য মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে যে QR কোডটির দেখাচ্ছে, ওই QR কোডটি স্ক্যান করলে আপনার ফেস স্ক্যান করতে বলবে। Start Face Scan বাটনে ক্লিক করে আপনার ফেস স্ক্যান করার জন্য প্রথমে সোজাসুজি ধরুন, চোখের পলক ফেলুন। চোখ ক্যামেরায় রেখে, মাথা ডান ও বাম করুন।

ধাপ-৮: আপনার ফেস স্ক্যান সম্পন্ন হলে আপনার প্রথম মোবাইল বা কম্পিউটার ডিভাইস যেখানে ভোটার আইডি কার্ড ডাউনলোডের জন্য রেজিস্ট্রেশন করছিলেন সেখানে পাসওয়ার্ড সেট নামক একটি পেজ আসবে, ভবিষ্যত সুরক্ষার জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করুন।

ধাপ-৯: সঠিকভাবে পাসওয়ার্ড সেট করা হলে অটোমেটিক nidw ওয়েবসাইটে লগইন হয়ে যাবে। এরপরে প্রোফাইলের নিচের দিকে ডাউনলোড অপশন দেখতে পাবেন, যেখানে ক্লিক করলে আপনার ভোটার আইড কার্ডটি স্ক্রিনে দেখাবে। আপনি এই ভোটার আইডি কার্ড ডাউনলোড করে যেকোন সরকারী কাজেই ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে আপনি ভোটার আইডি কার্ডটি প্রিন্ট করে নিতে পারেন।

ভোটার স্লিপ বা ফরম নম্বর হারিয়ে গেলে কিভাবে ভোটার আইডি কার্ড পাবেন

ভোটার আইটি কার্ড পেতে হলে আপনার ভোটার নিবন্ধন ফরম নম্বর অবশ্যই লাগবে। তাই যদি কোন কারণে আপনার ভোটার স্লিপ বা ফরম নম্বর হারিয়ে ফেলেন তাহলে আপনাকে আপনার নিকটস্থ থানায় GD করতে হবে। তারপর GD এর কপি নিয়ে উপজেলা নির্বাচন কমিশনে যেয়ে আপনার ভোটার ফরম নম্বর জেনে নিতে পারেন অথবা উপজেলা নির্বাচন অফিস থেকেই ভোটার আইডি কার্ড ডাউনলোড করে নিয়ে আসতে পারেন।

ভোটার স্লিপ বা ফরম নম্বর হারিয়ে গেলে থানায় GD করা ছাড়া ভোটার আইডি কার্ড পাওয়ার কোন বিকল্প নাই।

শেষ কথা

ভোটার আইডি কার্ড বা জাতীয়পরিচয়পত্র বর্তমান সময়ে একজন নাগরিকের সকল ধরনের সরকারী ও ব্যাংক সেবা পেতে হলে আবশ্যিক একটি ডকুমেন্ট। তাই এই লেখায় আমি চেষ্টা করেছি যারা এখনও ভোটার আইডি কার্ড হাতে পান না তারা কিভাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন তার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে দেখানোর। ভোটার আইডি কার্ড নিয়ে আরও কোন জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে জানাতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দিতে যথাসম্ভব চেষ্টা থাকবে।

Leave a Comment