ঋণদাতা ব্যাংকে প্রকল্পের আয় হিসাব খুলতে হবে

Account of the project income in the lending bank

ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রকল্প গড়ে তোলা ব্যবসায়ীদের মধ্যে অনেকেই ঋণ পরিশোধ করেন না। এসব ব্যবসায়ী ঋণ নেওয়ার পর প্রকল্পের আয় অন্য ব্যাংকে জমা করে। ফলে ব্যাংকের ঋণ আদায়ে ঝুঁকি বাড়ে। এই সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা দিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে যে ব্যাংক প্রকল্প ঋণ দেবে, সে ব্যাংকেই প্রকল্পের আয় বা বিক্রির হিসাব খুলতে হবে। এতে প্রকল্পের আয় থেকেই ঋণের কিস্তি পরিশোধ করা যাবে।

দেশের বেসরকারি খাতের বড় প্রকল্পগুলোর বেশির ভাগই হয়েছে ব্যাংকগুলোর অর্থায়নে। এসব ব্যাংকে খেলাপি ঋণের হার বেশি। এর মধ্যে প্রকল্প ঋণের অংশও বড়।বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, প্রকল্প ঋণ দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকে প্রকল্পের আয়ের হিসাব খোলার বাধ্যবাধকতা থাকবে। এই হিসাবে প্রকল্পের আয় বা বিক্রির টাকা জমা হবে। এরপর সেই টাকা থেকেই ঋণের কিস্তি পরিশোধ করা হবে। ঋণ প্রদানকারী ব্যাংককে ঋণ আদায় নিশ্চিত করার জন্য এই হিসাবে প্রকল্পের আয় বা বিক্রির টাকা নিয়মিত জমা হচ্ছে কি না, তা তদারকি করতে হবে। প্রকল্পের আয় ঋণের বিপরীতে প্রদেয় কিস্তির তুলনায় বেশি হলে অতিরিক্ত অংশ জমা করার জন্য ঋণদাতা ব্যাংকের অনাপত্তি গ্রহণ করে অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট প্রকল্পের নামে হিসাব খোলা যাবে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, নতুন নির্দেশনার ফলে প্রকল্প ঋণখেলাপি কমবে বলে আশা করা হচ্ছে। গত ১৮ই জানুয়ারী বাংলাদেশ ব্যাংক প্রকল্প ঋণ প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকে প্রকল্পের আয় হিসাব (Revenue Account) খোলার বাধ্যবাধকতা প্রসঙ্গে এই সার্কুলারটি প্রকাশ করে। আসুন এক নজরে দেখে নেই বাংলাদেশের ব্যাংকের সার্কুলারে যেসকল নিদের্শনা দেওয়া হয়েছে:

(ক) প্রকল্প ঋণের ক্ষেত্রে উক্ত প্রকল্পের আয় বা Sales Proceed সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট প্রকল্প ঋণ প্রদানকারী ব্যাংকে প্রকল্পের নামে Escrow Account অথবা Revenue Account (যে নামেই অভিহিত হোক না কেন) খুলতে হবে।
(খ) সিন্ডিকেটেড ফাইন্যান্সিং এর আওতায় প্রদত্ত প্রকল্প ঋণের ক্ষেত্রে প্রকল্পের আয় বা Sales Proceed সংগ্রহ করার জন্য লীড ব্যাংকে উক্ত Escrow Account অথবা Revenue Account খুলতে হবে।
(গ) ঋণ প্রদানকারী ব্যাংক কর্তৃক ঋণ আদায় নিশ্চিতকরণের লক্ষ্যে বর্ণিত হিসাবে প্রকল্পের আয় বা Sales Proceed জমা গ্রহণ তদারকি করতে হবে।

Leave a Comment