চাকুরীজীবি হজযাত্রীদের ৪৫ দিন ছুটি মঞ্জুর

কামরুল হাসান নূর

Updated on:

45 days leave granted to working Haj pilgrims

২০২৩ সনের হজে বাংলাদেশ হতে ১২২,২২১ জন হজযাত্রী পবিত্র হজে গমন করবেন। আগামী ২০ মে ২০২৩ তারিখ থেকে হজের ফ্লাইট শুরু হবে। বাংলাদেশ হতে এত বিপুল সংখ্যক হজযাত্রীর সৌদি আরবে গমন এবং প্রত্যাগমনের জন্য রাজকীয় সৌদি সরকারেরর General Authority of Civil Aviation (GACA) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স এই তিনটি এয়ারলাইন্সকে হজযাত্রী পরিবহনের অনুমতি প্রদান করেছে। এই ৩টি এয়ারলাইন্সের এয়ারক্রাফটের সক্ষমতা, হজযাত্রীর সংখ্যা এবং জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অনুকূলে বরাদ্দকৃত প্লটের ভিত্তিতে হজ ফ্লাইট সিডিউল প্রস্তুত করা হয়ে থাকে। হজ ফ্লাইট সিডিউল অনুসারে হজযাত্রীদের হজের সফরের সময় (Duration) নির্ধারণ করা হয়। ফলে একজন হজযাত্রীর হজের জন্য ৪২-৪৫ দিন পর্যন্ত ছুটির প্রয়োজন হয়। সে কারণে চাকুরিজীবী কোন হজযাত্রীকে এর চেয়ে কম সময় ছুটি দিলে বিমানের টিকেট ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হবে এবং এতে হজযাত্রীও সমস্যার সম্মুখীন হবেন।

বর্ণিতাবস্থায়, হজের সফরের বাস্তবতা বিবেচনায় নিয়ে চাকুরিজীবী হজযাত্রীদের অনুকূলে অনূন্য ৪৫ দিন ছুটি মঞ্জুরের জন্য নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে গত ১০ই মে ২০২৩ তারিখে উপরোক্ত সার্কুলারটি জারি করা হয়।

Leave a Comment