জাতীয় পরিচয়পত্র (NID) বাংলাদেশের প্রতিটি নাগরিক অব্যশকীয় ডকুমেন্ট। বর্তমান সময়ে ব্যাংক একাউন্ট করতে বা যেকোন ধরনের সেবা নিতে হলে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হয়। যদি কোন কারণে আপনার এই জাতীয় পরিচয়পত্র (NID) হারিয়ে যায়, তাহলে কি করবেন?
আজকের লেখায় জাতীয় পরিচয়পত্র (NID) হারিয়ে গেলে করণীয়, নতুন জাতীয় পরিচয়পত্র (NID) কার্ড পেতে ফি, প্রয়োজনীয় কাগজপত্র, এবং কতদিনের ভিতর নতুন কার্ড পাবেন সববিষয়ে বিস্তারিত আলোচনা করবো।
জাতীয় পরিচয়পত্র (NID) হারিয়ে গিয়েছে। কিভাবে নতুন কার্ড পেতে পারি?
নিকটতম থানায় জিডি করে জিডির মূল কপিসহ সংশ্লিষ্ট উপজেল/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে অথবা ঢাকায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে।
হারানো আইডি কার্ড পেতে বা তথ্য সংশোধনের জন্য কি কোন ফি দিতে হয়?
সাধারনত ২৩০ টাকা লাগে। যদি স্মার্ট কার্ড এর জন্য আবেদন করেন অথবা জরুরী ভিক্তিতে পাওয়ার জন্য আবেদন করেন তাহলে একটু বেশি লাগতে পারে। আমি এখানে একটি লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে চেক করে নিতে পারেন আপনার কত টাকা খরচ লাগবে।
নতুন কার্ড পেতে কি কি কাগজ লাগবে?
জাতীয় পরিচয় পত্র রি-ইস্যুর জন্য কোন প্রকার তথ্য প্রয়োজন নেই। শুধুমাত্র জিডির কপি দিলেই হবে। তবে সাধারণ ডায়েরীর ফরমটি স্থানীয় নির্বাচন কমিশন অফিস থেকে সত্যায়িত করলে সবচেয়ে ভালো হয়। সত্যায়িত না করলেও কোন সমস্য নেই।
হারানো ও সংশোধন একই সাথে করা যায় কি?
হারানো ও সংশোধন একই সাথে সম্ভব নয়। আগে হারানো কার্ড তুলতে হবে, পরবর্তীতে সংশোধনের জন্য আবেদন করা যাবে।
হারিয়ে যাওয়া আইডি কার্ড কিভাবে সংশোধন করব?
প্রথমে হারানো আইডি কার্ড উত্তোলন করে তারপর সংশোধনের আবেদন করতে হবে।
প্রাপ্তি স্বীকারপত্র / স্লিপ হারালে করণীয় কি?
স্লিপ হারালেও থানায় জিডি করে সঠিক ভোটার আইডি নাম্বার দিয়ে হারানো কার্ডের জন্য আবেদন পত্র জমা দিতে হবে।
প্রাপ্তি স্বীকারপত্র / ID Card হারিয়ে গেছে কিন্তু কোন Document নেই বা NID নম্বর/ ভোটার নম্বর/ স্লিপের নম্বর নেই, সে ক্ষেত্রে কি করণীয়?
সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিস থেকে Voter Number সংগ্রহ করে NID Registration Wing/ উপজেলা/ থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করতে হবে।
জাতীয় পরিচয়পত্রে নেই কিন্তু তথ্য পরিবর্তিত হয়েছে এমন তথ্যাদি পরিবর্তন কিভাবে সম্ভব?
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে এ সংক্রান্ত কাগজপত্রাদি সহ আবেদন করলে যাচাই-বাছাই করে বিবেচনা করা হবে।