আজকের লেখায় আমরা জানবো বিকাশে পিন নম্বর ভুলে গেলে কিভাবে আপনার বিকাশ পিন রিসেট করতে পারবেন। বিকাশ পিন রিসেট করে নতুন পিন নম্বর সেট করে নিন এবং নতুন পিন নম্বর দিয়ে আপনার বিকাশ একাউন্ট চালু করে পূর্বের মতো ব্যবহার করতে পারবেন। বিকাশ পিন রিসেট করার জন্য আপনাকে বিকাশ কাস্টমার কেয়ারে ফোন দেওয়া লাগবে না। আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইল দিয়েই বিকাশ পিন রিসেট করতে পারবেন।
বিকাশ পিন রিসেট করার নিয়ম। How to Reset bKash PIN
আজকের লেখায় বিকাশ পিন রিসেট করার তিনটি পদ্ধতি দেখাবো। আপনি যেকোন একটি পদ্ধতি অনুসরণ করেই সহজেই বিকাশ পিন পরিবর্তন করে নিতে পারেন। সেক্ষেত্রে বিকাশ পিন ভুলে গেলেও নতুন পিন নম্বর দিয়ে আপনার বিকাশে লগইন করতে পারবেন।
*247# ডায়াল করে বিকাশ পিন রিসেট করার নিয়ম
আপনার যে মোবাইল নম্বরে বিকাশ খোলা ছিলো সেই মোবাইল নম্বর দিয়ে নিচের ধাপসমূহ অনুসরণ করে যেকোন মোবাইল দিয়ে বিকাশ রিসেট করতে পারেন।
ধাপ-১: *247# ডায়াল করুন
ধাপ-২: পিন রিসেট করতে 10 সিলেক্ট করুন
ধাপ-৩: আপনার বিকাশ-এ রেজিস্টার করা NID/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিন
ধাপ-৪: আপনার জন্মসাল দিন
ধাপ-৫: গত ৩০ দিনের মধ্যে সর্বশেষ ১০টি আউটগোয়িং লেনদেন থেকে যেকোনো একটি সিলেক্ট করুন। ধরি গত ৩০ দিনের ভিতর আপনি কাউকে টাকা পাঠিয়েছেন, সেক্ষেত্রে 1 Send Money সিলেক্ট করুন। আর যদি গত ৩০ দিনে কোন আউটগোয়িং লেনদেন অর্থ্যাৎ কোন বিকাশ থেকে কোন টাকা খরচ না করে থাকলে 7 No Transaction সিলেক্ট করুন।
ধাপ-৬: টাকার পরিমাণ দিন (দশমিকের পূর্ব সংখ্যা পর্যন্ত)
ধাপ-৭: অস্থায়ী পিন আপনাকে কনফার্মেশন এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে
ধাপ-৮: এখন নতুন পিন সেট করতে *247# ডায়াল করুন
ধাপ-৯: My bKash এ যেতে 1 সিলেক্ট করুন
ধাপ-১০: পিন পরিবর্তন করতে 1 সিলেক্ট করুন
ধাপ-১১: এসএমএস এ পাওয়া অস্থায়ী পিন দিন
ধাপ-১২: এবার আপনার নতুন পিন সেট করুন (মনে রাখবেন, এলোমেলো ৫ সংখ্যার পিন সেট করতে হবে যা সর্বশেষ ৩ বার ব্যবহার হয়নি এবং “০” দিয়ে শুরু নয়)
ধাপ-১৩: আরেকবার নতুন পিন দিয়ে কনফার্ম করুন
ধাপ-১৪: আপনার পিন রিসেট সম্পন্ন হয়েছে
অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীর জন্য বিকাশ পিন রিসেট করার নিয়ম
যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তারা তাদের মোবাইলের বিকাশ অ্যাপ ব্যবহার করেও বিকাশ পিন রিসেট করে নিতে পারেন যারজন্য নিচের ধাপসমূহ অনুসরণ করতে হবে।
ধাপ-১: অ্যাপের লগইন স্ক্রিন থেকে ‘পিন ভুলে গিয়েছেন?’-এ ট্যাপ করুন
ধাপ-২: ‘পিন রিসেট’ অপশনে ট্যাপ করুন
ধাপ-৩: স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন কোড অ্যাড হয়ে যাবে। এরপর নিশ্চিত করুন বাটনে ট্যাপ করুন
ধাপ-৪: এরপর উল্লিখিত নিয়মানুসারে ফেস স্ক্যানিং প্রসেস সম্পন্ন করুন। ভেরিফিকেশন চলাকালে অ্যাপ বন্ধ না করে অপেক্ষা করুন
ধাপ-৫: বিকাশ থেকে পাঠানো অস্থায়ী পিন নাম্বারটি দিয়ে নিশ্চিত করুন বাটনে ট্যাপ করুন
ধাপ-৬: আপনার পছন্দমতো ৫ ডিজিটের নতুন পিন নাম্বার দিন
ধাপ-৭: পুনরায় নতুন পিন নাম্বার দিয়ে কনফার্ম করুন এবং আবারো অ্যাপে লগইন করুন
iPhone ইউজারদের জন্য বিকাশ পিন রিসেট করার নিয়ম
যারা iPhone ব্যবহার করেন তারা বিকাশ পিন রিসেট করতে নিচের ধাপসমূহ অনুসরণ করুন
ধাপ-১: অ্যাপের লগইন স্ক্রিন থেকে ‘পিন ভুলে গিয়েছেন?’-এ ট্যাপ করুন
ধাপ-২: ‘পিন রিসেট’ অপশনে ট্যাপ করুন
ধাপ-৩: পপ-আপ ব্যানারে দেখানো *247# ডায়াল করার বাটনে ট্যাপ করুন
ধাপ-৪: My bKash মেন্যুতে গিয়ে iPhone পিন রিসেট কনফার্ম করার জন্য ‘৮’ চাপুন
ধাপ-৫: পিন রিসেট কনফার্ম করার পর অ্যাপে ফিরে আসুন এবং পিন রিসেট জার্নি সম্পন্ন করুন
শেষ কথা
উপরের লেখাগুলো সম্পূর্ণ পড়ে সেই অনুসারে কাজ করলে আশা করা যায় আপনি বিকাশ পিন ভুলে গেলেও সহজেই নতুন করে যেকোন মোবাইল থেকে পিন রিসেট করে নিতে পারবেন। আমরা এই ওয়েবসাইটে নিয়মিতই বিকাশ সম্পর্কে বিভিন্ন টিপস এন্ড ট্রিকস শেয়ার করছি। আপনি যদি বিকাশ সম্পর্কিত কোন ট্রিকস জেনে থাকেন তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন অথবা আপনি কি জানতে চান আমাদের লিখে পাঠান আমরা আপনাদের পছন্দের লেখা শেয়ার করবো।
How to bKash Cash Out | বিকাশ থেকে টাকা তুলবেন কিভাবে |
How to pay Electric Bill thgough bKash | বিকাশে বিদ্যুৎ বিল কিভাবে দিতে হয় |
bKash Cash Out Charge List | বিকাশ ক্যাশ আউট চার্জ |
How to Open bKash from Abroad | বিদেশ থেকে বিকাশ একাউন্ট খোলার নিয়ম |