Site icon Chartered Journal

কিভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করবেন?

Online Land Tax Bangladesh

এখন ঘরে বসেই ভূমি মালিক তার ভূমির বিপরীতে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন। এজন্য ভূমি মন্ত্রণালয় একটি অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম তৈরি করেছে। এই প্লাটফর্মের মাধ্যমে নাগরিকগণ এখন ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন। এরজন্য যা করতে হবে:

পদ্ধতি -০১

১. ঘরে বসেই ভূমি মালিক www.land.gov.bd অথবা www.ldtax.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে
ক) মোবাইল নাম্বার
খ) ন্যাশনাল আইডি কার্ড নাম্বার
গ) জন্ম তারিখ
লিখলে আপনার মোবাইল এ একটি ৬ ডিজিট এর OTP কোড যাবে।

২. মোবাইল এ প্রাপ্ত কোড লিখে পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার নিবন্ধন সম্পন্ন হবে।

৩. নিবন্ধন সম্পন্ন হলে আপনি আপনার প্রোফাইল এর জন্য একটি পাসওয়ার্ড দিয়ে আপনাকে আপনার আইডিতে লগইন করতে হবে।

৪. আইডিতে প্রবেশ করে আপনি খতিয়ান অপশনে গিয়ে খতিয়ানের তথ্য দিলে আপনার কাজ শেষ। পরবর্তী কাজ তহশিলদার করবেন।

আপনি এই আইডি থেকে পরবর্তীতে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর দিতে পারবেন। তহশিল অফিসে যেতে হবে না।

পদ্ধতি-০২

উপরোক্ত পদ্ধতি ব্যবহার করে আপনি যদি আপনার ভূমি নিবন্ধন সম্পন্ন না করতে পারেন সেক্ষেত্রে আপনি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উদ্যোক্তাদের সহযোগিতা নিয়ে নিবন্ধন করতে পারবেন। এক্ষেত্রে প্রতিটি নিবন্ধন এর জন্য উদ্যোক্তাগন ভূমি অফিস থেকে ১০ টাকা করে পাবেন। এক্ষেত্রে নাগরিকদের কোন খরচ বহন করতে হবে না।

পদ্ধতি-০৩

এছাড়াও আপনি সংশ্লিষ্ট তহশিল অফিসে গিয়ে আপনার মোবাইল, এনআইডি কার্ড নাম্বার ও জন্ম তারিখ, খতিয়ান নিয়ে গিয়েও আপনার অনলাইন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে নাগরিকদের কোন টাকা খরচ করতে হবে না।

আরও পড়ুন – অনলাইনে জমির খতিয়ান যাচাই পদ্ধতি

Exit mobile version