উৎসে কর্তনকারী সংস্থা উৎসে যে কর কর্তন করে তাহা যথাযথ সময়ে সংশ্লিষ্ট সরকারি কোডে জমা দিয়ে উৎসে কর রিটার্ন জমা দিতে হবে। আইনের ধারা ১৭৭ মোতাবেক উৎসে কর এর রিটার্ন দাখিল করতে হবে। প্রতিমাসের ১৫ তারিখের পূর্বে পূর্ববর্তী মাসের রিটার্ন দাখিল করতে হবে। কাদের জন্য উৎসে আয়কর কর্তনকৃত রিটার্ন (Tax Return Form 2023 at Source Deduction) জমা দান বাধ্যতামূলক, উৎসে কর রিটার্ন জমার তারিখ এবং উৎসে কর রিটার্ন ফরম (Withholding Tax Return Form or Tax Return Form 2023 at Source Deduction) এর pdf এবং Excel ভার্সনে বাংলা ও ইংরেজী ফরম ডাউনলোড লিংক দেওয়া হয়েছে।
কাদের জন্য উৎসে আয়কর কর্তনকৃত রিটার্ন (Withholding Tax Return) জমা দান বাধ্যতামূলক
আয়কর আইন, ২০২৩ এর ধারা-১৭৭ অনুযারী উৎসে করের রিটার্ন দাখিলের বিধান বিদ্যমান রয়েছে। কোম্পানি, স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়ত্বশাসিত সংস্থা, সরকারের কোন কর্তৃপক্ষ বাংলা ভাষার পাঠদানকারী প্রাথমিক বা প্রাক-প্রাথমিক বিদ্যালয়, সরকারী মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, (এম.পি ও) কোন প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্ম অথবা ব্যক্তিসংঘ এবং এনজিও ব্যুরোতে নিবন্ধিত প্রত্যেক এনজিও এর জন্য উৎস করের রিটার্ন দাখিল বাধ্যতামূলক ।
এ সকল প্রতিষ্ঠানের কর নির্ধারণ (assessment) যে উপ কর কমিশনারের/ইউনিটের অধিক্ষেত্রাধীন তার নিকট উৎসে করের রিটার্ন দাখিল করতে হবে।
উৎস করের রিটার্ন বিধি দ্বারা নির্ধারিত ফরমে প্রযোজ্য সকল বিবরণ ও তথ্য সন্নিবেশ করে দাখিল করতে হবে । রিটার্নের সাথে প্রযোজ্য সকল তফসিল, বিবরণী, হিসাব, সংযোজনী এবং দলিলাদি দাখিল করতে হবে।
কোম্পানির ক্ষেত্রে প্রধান কর্মকর্তা এবং অন্যান্য ক্ষেত্রে উপযুক্ত ব্যক্তি রিটার্নে স্বাক্ষর ও সত্য-প্রতিপাদন করবেন।
কখন উৎসে কর রিটার্ন জমা দিতে হবে
প্রতিমাসের ১৫ তারিখের পূর্বে পূর্ববর্তী মাসের রিটার্ন দাখিল করতে হবে। তবে উপ কর কমিশনার অনধিক ১৫ দিন পর্যন্ত সময় বৃদ্ধি করতে পারবেন।
ধারা ১৭৭(৫) অনুযায়ী বোর্ড, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ইলেক্টনিক যন্ত্রে পাঠযোগ্য বা কম্পিউটারে পাঠযোগ্য মাধ্যমে রিটার্ন দাখিলের ক্ষেত্রে ফরম ও পদ্ধতি নির্ধারন করতে পারবে।
এস, আর, ও নং ২০৬-আইন/আয়কর-০১/২০২৩ , তারিখ ২৬ জুন, ২০২৩ এর মাধ্যমে আয়কর বিধিমালা, ১৯৮৪ সংশোধন করে উৎসে করের নতুন রিটার্ন ফরম প্রবর্তন করা হয়েছে। নতুন প্রবর্তিত এই রিটার্ন অনুযায়ী উৎসে করের রিটার্ন দাখিল করতে হবে। (বিধি-১৩)
আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৮৬ অনুযায়ী উৎসে কর কর্তন/সংগ্রহের বিষয়ে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। উল্লেখ্য নিরীক্ষা কার্যক্রমে এ বিবয়ে কোন ব্যত্যয়ের ক্ষেত্রে ২৬৬ ধারায় জরিমানসহ ধারা ১৪৩ এবং ১৪৪ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।
বেতনভুক্ত আয় হতে কর প্রদান সংক্রান্ত রিটার্ন জমার সময়
এস, আর, ও নং ২০৬-আইন/আয়কর-০১/২০২৩, তারিখ ২৬ জুন, ২০২৩ অনুযারী সরকারি প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য নিয়োগকারী প্রতিষ্ঠান কর্তৃক কর্মকর্তা/কর্মচারীদের বেতনভুক্ত আয় হতে কর প্রদান সংক্রান্ত রিটার্ন প্রতি বৎসরের সেপ্টেম্বর মাসের দাখিলকৃত রিটার্নের সহিত তফসিল-চ ফরম দাখিল করতে হবে।
তফসিল-চ ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
কর্মচারীদের রিটার্ন দাখিলের সময়
এস, আর, ও নং ২০৬-আইন/আয়কর-০১/২০২৩, তারিখ ২৬ জুন, ২০২৩ অনুযায়ী বেসরকারি নিয়োগকর্তার ব্যবসা/পেশায় কর্মরত বেতনভোগী সকল কর্মচারী প্রত্যেক বছরের ১৫ এপ্রিল তারিখের মধ্যে তার নিয়োগকর্তার নিকট নিম্নবর্ণিত তথ্য প্রদান করবেন:
(ক) টিআইএন
(খ) রিটার্ন দাখিলের তারিখ
(গ) রিটার্নের প্রাপ্ত স্বীকারপত্রে উল্লিখিত ক্রমিক নম্বর (যা কর অফিস হতে দেয়া হয়)
(ঘ) রিটার্ন দাখিল সাপেক্ষে আয়কর কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সিরিয়াল নম্বর
যে সকল কর্মচারী এর জন্য ১২-ডিজিট টিআইএন গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে সে সকল কর্মচারী নিয়োগকর্তাকে এ তথ্যসমূহ জানাবেন।
নিয়োগকর্তা কর্তৃক ১৫ এপ্রিল তারিখের মধ্যে উৎসে কর রিটার্নের সহিত উৎসে কর বিধিমালা ২০২৩ এর তফছিল-ছ এর ফরম দাখিল করতে হবে।
তফসিল-ছ ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
Withholding Tax Return Form 2023 at Source Deduction
উৎসে কর বিধিমালা ২০২৩ এর তফসিল ১ এ উৎসে কর এর রিটার্ন ফরম (Withholding Tax Return Form) এ নমুনা দেওয়া হয়েছে। উৎসে কর কর্তনকারী সংস্থা উক্ত উৎসে কর এর রিটার্ন ফরম এর মাধ্যমে নির্ধারিত সময়ে উৎসে কর এর রিটার্ন জমা দিবে।
উৎসে কর এর রিটার্ন ফরম (Tax Return Form 2023 at Source Deduction) এর PDF, Doc ও Excel ভার্সন ডাউনলোড করুন
Tax Return Form 2023 at Source Deduction (pdf file)
Tax Return Form 2023 at Source Deduction (docx file)