Site icon Chartered Journal

কিভাবে র‌্যাপিড পাস রিচার্জ করবেন?

How to recharge rapid pass

ঢাকা মেট্রোরেলের যাত্রা শুরু হওয়ার পর থেকে র‌্যাপিড পাস ঢাকাবাসীর কাছে একটি অপরিহার্য জিনিসে পরিণত হয়েছে। এই কার্ড ব্যবহার করে মেট্রোরেলের টিকিট কেনা যায় এবং যাত্রা আরও সহজ ও দ্রুত হয়। র‌্যাপিড পাস কার্ডের ব্যালেন্স শেষ হয়ে গেলে তা পুনরায় রিচার্জ করতে হয়। র‌্যাপিড পাস কার্ড রিচার্জ করা খুবই সহজ। গতপর্বে আমার র‌্যাপিড পাস সংগ্রহের নিয়ম সম্পর্কে আলোচনা করেছি আর এই লেখায় জানতে পারবেন কিভাবে সহজে আপনার র‌্যাপিড পাস কার্ডটি রিচার্জ করতে পারবেন

যেভাবে র‌্যাপিড পাস রিচার্জ করবেন

Rapid Pass মেট্রোরেল স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিন এবং ডাচ-বাংলা ব্যাংকের নির্ধারিত শাখায় রিচার্জ করা যায়। টিকেট ভেন্ডিং মেশিন থেকে টপ-আপ এর পদ্ধতি এবং ডাচ-বাংলার যেসকল শাখা/উপশাখায় র‌্যাপিড পাস রিচার্জ করা যাবে তার তালিকা নিচে দেওয়া হলো।

মেট্রোরেল স্টেশনের টিকিট মেশিনের মাধ্যমে

মেট্রোরেলের টিকেট ভেন্ডিং মেশিন অথবা টিকেট কাউন্টার থেকে কার্ড টপ-আপ ও ব্যালেন্স চেক করা যাবে।

টিকেট ভেন্ডিং মেশিন থেকে টপ-আপ এর পদ্ধতি

ধাপ-১: টিকেট ভেন্ডিং মেশিন এর নির্দিষ্ট স্থানে আপনার র‌্যাপিড পাস কার্ডটি রাখুন।

ধাপ-২: টিকেট ভেন্ডিং মেশিন এর ডিসপ্লেতে থাকা “Top-up” বাটনে টাচ করুন।

ধাপ-৩: আপনি যত টাকা রিচার্জ করতে চান সেই অ্যামাউন্টের বাটনে টাচ করুন।

ধাপ-৪: ভেন্ডিং মেশিনের নির্ধারিত স্থানে টাকা প্রবেশ করান। এবার টপ-আপ সম্পন্ন হলে ফিরতি টাকা ও র‌্যাপিড পাস কার্ডটি সংগ্রহ করুন।

ডাচ্-বাংলা ব্যাংকের যেকোনো শাখা থেকে

র‍্যাপিড পাস রিচার্জ: ডাচ্-বাংলা ব্যাংকের নিন্মবর্ণিত শাখা/উপ-শাখা থেকে র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে-

১) সোনারগাঁও জনপদ শাখা, উত্তরা

২) উত্তরা শাখা, উত্তরা

৩) রবীন্দ্র সরণি শাখা

৪) পল্লবী শাখা, মিরপুর

৫) মিরপুর শাখা, মিরপুর

৬) মিরপুর সার্কেল-১০ শাখা

৭) ইব্রাহিমপুর শাখা, ক্যান্টনমেন্ট

৮) শেওড়াপাড়া শাখা, মিরপুর

৯) কর্পোরেট শাখা, মতিঝিল

১০) ইন্দিরা রোড শাখা, ফার্মগেট

১১) খালপাড় উপ-শাখা, উত্তরা

১২) তালতলা উপ-শাখা, আগারগাঁও

১৩) সচিবালয় ফাস্ট ট্র্যাক, বাংলাদেশ সচিবালয়

১৪) ফার্মগেট উপ-শাখা, ফার্মগেট

১৫) কাওরান বাজার শাখা, কাওরান বাজার

১৬) গ্রীন রোড শাখা, পান্থপথ

১৭) এলিফ্যান্ট রোড শাখা

১৮) সেগুনবাগিচা উপ শাখা, সেগুনবাগিচা

১৯) বঙ্গবন্ধু এভিনিউ শাখা, গুলিস্তান

২০) মতিঝিল বৈদেশিক বাণিজ্য শাখা, গুলিস্তান

২১) শান্তিনগর শাখা, শান্তিনগর

২২) নিউ মার্কেট শাখা, নিউ মার্কেট

২৩) সাতমসজিদ রোড শাখা, ধানমন্ডি

২৪) ধানমন্ডি শাখা, মিরপুর রোড

২৫) নিউ ইস্কাটন শাখা, ইস্কাটন, মগবাজার

২৬) শ্যামলী শাখা, শ্যামলী

২৭) খিলগাঁও শাখা, তালতলা, খিলগাঁও

২৯) আর.কে.মিশন রোড উপ-শাকা, মতিঝিল

৩০) রামপুরা শাখা, রামপুরা

৩১) বিজয়নগর শাখা, বিজয়নগর

৩২) বসুন্ধরা শাখা, বসুন্ধরা

৩৩) তেজগাঁও শাখা, নাবিস্কো, তেজগাঁও

৩৪) মগবাজার শাখা, মগবাজার

৩৫) মুগদা উপ শাখা, মুগদা

*এছাড়াও দিয়াবাড়ি ও আগারগাও মেট্রো রেল স্টেশন এর DBBL এর বুথ থেকে র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে।

শেষকথা

বর্তমানে উপরে উল্লেখিত মাত্র দুই পদ্ধতিতেই আপনি র‌্যাপিড পাসের ব্যালেন্স রিচার্জ করতে পারবেন। তবে আশাকরি অল্পসময়ের মধ্যে ব্যাংক ও মোবাইল ব্যাংকিংএর মাধ্যমে রিচার্জ করার সুবিধাও যুক্ত হবে।

Exit mobile version