Site icon Chartered Journal

আমদানি লাইসেন্স করার নিয়ম

import license

আমদানি রপ্তানি ব্যবসা একটি লাভজনক ব্যবসা। আপনিও শুরু করতে পারেন লাভজনক আমদানি রপ্তানি ব্যবসা। তবে আমদানি রপ্তানি ব্যবসা শুরু করতে হলে আমদানি ও রপ্তানির লাইসেন্স করতে হবে। আমদানি লাইসেন্সকে বলা হয় ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (IRC) এবং রপ্তানি লাইসেন্সকে বলা হয় এক্সপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (ERC)। আজকে আমরা দেখবো কিভাবে ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (IRC) করা যায়।

ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট পেতে নিম্নলিখিত ধাপসমূহ অনুসরন করতে হয় (Import Registration Certificate – IRC Issue)

১. আমদানি ও রপ্তানির চীফ কন্ট্রোলারের অফিস থেকে আমদানি নিবন্ধন ফরম সংগ্রহ করুন।

২. আমদানি লাইসেন্স নিবন্ধনের জন্য নির্ধারিত হারে নিবন্ধন ফি জমা দিতে হয়। বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের শাখায় সিডিউল ফি জমা দিন।

৩. নির্ধারিত ফিস সহ আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন ফরম পূরণ পূর্বক আমদানি ও রপ্তানির চীফ কন্ট্রোলারের অফিস জমা দিন।

প্রয়োজনীয় কাগজপত্রসমূহ

সাধারণভাবে ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (IRC) এর  জন্য উপরোল্লোখিত কাগজপত্রই যথেষ্ট। তবে শিল্প প্রতিষ্ঠান, যৌথ বিনিয়োগ/১০০% বিদেশী বিনিয়োগ, ইন্ডেন্টিং ফার্ম ও বিশেষ উদ্দেশ্যে বা বিশেষ পণ্য আমদানির ক্ষেত্রে আরও কিছু কাগজপত্র জমা দিতে হয়। যা এই লিংকে ক্লিক করে জেনে নিতে পারবেন

আমদানি লাইসেন্স নিবন্ধন ‍ও নবায়ন ফি (IRC Registration and Renewal Fee)

আপনার আমদানির পরিমাণের উপর ভিত্তি করে আমদানি নিবন্ধন ফি নির্ধারিত হয়ে থাকে এবং এই আমদানি নিবন্ধন লাইসেন্স এক বছরের জন্য প্রদান করা হয়ে থাকে। আমদানি নিবন্ধন লাইসেন্স প্রতিবছর নবায়ন করতে হয়। নিবন্ধন ফি ও নবায়ন ফি হার বিস্তারিত নিচে উল্লেখ করা হলো:

শ্রেণী নং বার্ষিক আমদানি মূল্যসীমা প্রাথমিক নিবন্ধন ফি বার্ষিক নবায়ন ফি
প্রথম ৫ লক্ষ টাকা ৫,০০০ টাকা ৩,০০০ টাকা
দ্বিতীয় ২৫ লক্ষ টাকা ১০,০০০ টাকা ৬,০০০ টাকা
তৃতীয় ৫০ লক্ষ টাকা ২৪,০০০ টাকা ১০,০০০ টাকা
চতুর্থ ১ কোটি টাকা ৪০,০০০ টাকা ১৫,০০০ টাকা
পঞ্চম ৫ কোটি টাকা ৫০,০০০ টাকা ২২,০০০ টাকা
ষষ্ঠ২০ কোটি টাকা৬০,০০০ টাকা২৪,০০০ টাকা
সপ্তম৫০ কোটি টাকা৭০,০০০ টাকা২৮,০০০ টাকা
অষ্টম ৫০ কোটির উর্দ্ধে ৮০,০০০ টাকা ৩২,০০০ টাকা
Exit mobile version