বিদেশ থেকে দেশে ফেরার সময় স্বর্ণ আনার নিয়ম জানা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই বিদেশ থেকে স্বর্ণালংকার বা স্বর্ণবার আনতে চান, কিন্তু আইনগত জটিলতার কারণে অনেকেই বিভিন্ন সমস্যায় পড়েন। বিদেশ থেকে কতটুকু স্বর্ণ আনা যাবে সেই বিষয়ে অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা ২০২৪ এ বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এই লেখায় এক যাত্রী বিদেশ থেকে কী পরিমাণ স্বর্ণালংকার বা রৌপ্যের অলংকার আনতে পারবেন, কতটুকু স্বর্ণবার বা স্বর্ণপিন্ড অথবা রৌপ্যবার বা রৌপ্যপিন্ড আনতে পারবেন, কি পরিমাণ শুল্ক প্রদান করতে হবে, শুল্ক ব্যতিত কতটুকু স্বর্ণ বা রৌপ্য আনা যাবে সবকিছুই বিস্তারিত আলোচনা করা হবে।
বিনাশুল্কে বিদেশ থেকে কতটুক স্বর্ণ আনা যাবে?
একজন যাত্রী পরিহিত অবস্থায় থাকুক বা না থাকুক, সর্বমোট ১ (এক) শত গ্রাম ওজনের স্বর্ণালংকার অথবা ২ (দুই) শত গ্রাম ওজনের রৌপ্যের অলংকার সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে আনতে পারবেন। তবে শর্ত থাকে যে, একই প্রকার অলংকার ১২টির অধিক আনা যাবে না। আর আইন অনুযায়ী, স্বর্ণালংকার বলতে, ২২ বা তদনিম্ন ক্যারেটের স্বর্ণ দ্বারা নির্মিত নকশা খচিত ও পরিধানযোগ্য অলংকারকে বোঝায়।
যেসকল যাত্রীর বয়স ১২ বৎসরের কম সেইসকল যাত্রীর ক্ষেত্রে বিদেশ থেকে আনয়নকৃত স্বর্ণবার/রৌপ্যবার/স্বর্ণালংকার/রৌপ্য অলংকার ইত্যাদি শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে খালাসযোগ্য হবে না।
বিদেশ থেকে কতটি স্বর্ণবার আনা যাবে?
যদি কোন ব্যক্তি বিদেশ থেকে স্বর্ণবার বা রেীপ্যবার আনয়ন করতে চান, তাহলে তাকে উপযুক্ত শুল্ক ও কর পরিশোধ করে উক্ত স্বর্ণবার বা রৌপ্যবার নির্ধারিত পরিমাণ আনয়ন করতে পারবেন। একজন যাত্রী বিদেশ হতে দেশে আগমনকালে ঘোষণা প্রদানের মাধ্যমে অনধিক ১১৭ গ্রাম বা ১০ তোলা ওজনের স্বর্ণবার বা স্বর্ণপিন্ড অথবা ২৩৪ গ্রাম বা ২০ তোলা ওজনের রেীপ্যবার বা রৌপ্যপিন্ড সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে আমদানি করতে পারবেন।
শুল্কের হার: প্রতি ১১.৬৬৪ গ্রাম স্বর্ণবারের জন্য আপনাকে ৪০০০ টাকা এবং প্রতি ১১.৬৬৪ গ্রাম রৌপ্যবারের জন্য আপনাকে ৬ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।
তবে কোন ব্যক্তি যদি স্বর্ণবার/স্বর্ণপিন্ড বা রৌপ্যবার/রৌপ্যপিন্ড লুক্কায়িত অবস্থায় আনয়ন করে, তাহলে আইন অনুযায়ী উক্ত সকল স্বর্ণবার/স্বর্ণপিন্ড বা রৌপ্যবার/রৌপ্যপিন্ড বাজেয়াপ্ত হয়ে যাবে।
শেষকথা
বর্তমানে প্রায়ই খবর জানা যাচ্ছে যে, প্রবাসীরা লাগেজে স্বর্ণ আনতে যেয়ে স্বর্ণচোরাচালানকারী হিসাবে ধরা পড়ছে। অনেকেই বিদেশ থেকে সোনা আনার নিয়ম না জানার কারণে অতিরিক্ত স্বর্ণলংকার এনে অর্থদন্ডে দন্ডিত হচ্ছেন। আর স্বর্নবার আনার ক্ষেত্রে অবশ্যেই আপনাকে ব্যাগেজ ঘোষণা ফরমে ঘোষণা প্রদান করতে হবে এবং নির্ধারিত শুল্ক ও কর পরিশোধ করতে হবে। নতুবা, আপনার আনয়নকৃত সকল স্বর্ণবার বা রৌপ্যবার লুক্কায়িত পণ্য হিসাবে গণ্য হবে এবং বাজেয়াপ্ত হয়ে যাবে।