Site icon Chartered Journal

পাসপোর্ট নবায়ন করতে কত টাকা লাগে?

E Passport Fee Bangladesh

আপনি যদি নতুন পাসপোর্ট করতে চান অথবা পুরাতন পাসপোর্ট নবায়ন করতে চান তাহলে আপনাকে পাসপোর্টের মেয়াদ, পৃষ্ঠা সংখ্যা এবং বিতরণের ধরনের উপর ভিত্তি করে ই পাসপোর্ট ফি জমা দিতে হবে। বাংলাদেশ বা দেশের বাইরে থেকে ই পাসপোর্ট বা পাসপোর্ট নবায়ন করতে হলে কত টাকা ফি জমা দিতে হবে, কখন এবং কিভাবে ই পাসপোর্টের ফি জমা দিতে হয় সব কিছুই এই লেখা থেকে জানতে পারবেন।

কখন ই পাসপোর্ট ফি জমা দিতে হবে?

পাসপোর্ট অফিসে আবেদন করার পূর্বে ই পাসপোর্ট ফি অনলাইনে বা ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।

কিভাবে ই পাসপোর্ট ফি জমা দেব?

বর্তমানে ঘরে বসেই অনলাইনে এ চালানের (A Challan) মাধ্যমে অথবা সোনালী ব্যাংকের সোনালী বিল পেমেন্ট সিস্টেম (Sonali Bill Payment System) ব্যবহার করে ই পাসপোর্ট ফি জমা দেওয়া যায়। অনলাইন ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ ও রকেট এর মাধ্যমে আপনি ই পাসপোর্টের টাকা জমা দিতে পারবেন। বিকল্পভাবে আপনি যেকোন ব্যাংকে এ চালানের মাধ্যমেও ই পাসপোর্টের ফি জমা দিতে পারেন। বর্তমানে প্রায় সকল ব্যাংকেই এ চালানের সুবিধা আছে। তাদের ভিতর উল্লেখযোগ্য ব্যাংকসমূহ হলো: প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া ও ঢাকা ব্যাংক।

⭐️⭐️⭐️ প্রতিদিন আপডেট পেতে এখানে ক্লিক করুন ⭐️⭐️⭐️

ই পাসপোর্ট ফি (E Passport Fee)

ই পাসপোর্ট করতে সর্বনিম্ন ৪,০২৫ টাকা থেকে সর্বোচ্চ ১৩,৮০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। নিচের টেবিলে ই পাসপোর্ট ফি এর তালিকা দেখে নিন।

ডেলিভারী৪৮ পাতা৪৮ পাতা৬৪ পাতা৬৪ পাতা
৫ বছর১০ বছর৫ বছর১০ বছর
সাধারণ (Ordinary)৪০২৫ টাকা৫৭৫০ টাকা৬৩২৫ টাকা৮০৫০ টাকা
জরুরী (Express)৬৩২৫ টাকা৮০৫০ টাকা৮৬২৫ টাকা১০৩৫০ টাকা
অতি জরুরী (Super Express)৮৬২৫ টাকা১০৩৫০ টাকা১২০৭৫ টাকা১৩৮০০ টাকা

বিশেষ দ্রষ্টব্যঃ

ই-পাসপোর্ট এর আবেদনপত্র জমা দেওয়ার সময় যে সকল কাগজপত্র সাথে আনতে হবেঃ

১। আবেদনপত্রের প্রিন্ট কপি ।

২। এপয়েন্টমেন্ট শিডিউলের প্রিন্ট কপি ।

৩। পেমেন্ট স্লিপ কপি ।

৪। মূল জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ এবং তার ফটোকপি (২০ বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামুলক)।

৫। পূর্ববর্তী পাসপোর্ট এবং পাসপোর্ট এর ডাটা পেইজ এর ফটোকপি (যদি থাকে) ।

৬। শুধুমাত্র বর্তমান ঠিকানা পরিবর্তন করা যাবে (এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজ আনতে হবে), অন্য কোন তথ্য পরিবর্তন করা যাবে না।

আরও জানুন

ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী 

অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩

Exit mobile version