Site icon Chartered Journal

যেসকল ক্ষেত্রে নূন্যতম কর প্রদান করতে হবে

when minimum tax mandatory

আয়কর আইনে অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, করদাতাকে ধারা ১৬৩(২) অনুযায়ী নির্ধারিত হারে নূন্যতম কর প্রদান করতে হবে। আজকের লেখায় যেসকল ক্ষেত্রে নূন্যতম কর প্রদান করতে হবে, কোন কোন ক্ষেত্রে উৎসে কর নূন্যতম কর হিসাবে গণ্য হবে না, নিয়মিত আয় পরিগণনার নিয়ম এবং বিশেষ বিবেচনাসমূহ সম্পর্কে বিস্তারিত সহজ ভাষায় উপস্থাপন করা হবে।

যেসকল ক্ষেত্রে নূন্যতম কর প্রদান করতে হবে

যেসকল ক্ষেত্রে ন্যূনতম করের ধারা প্রযোজ্য হবে না

১. কোন তৈল কোম্পানির ঠিকাদার অথবা তৈল কোম্পানির ঠিকাদারের উপ- ঠিকাদার যেভাবে নির্ধারিত হয়

২. তৈল বাজারজাতকারী কোম্পানি ও ইহার ডিলার তবে পেট্রোল পাম্প ইহার অন্তর্ভুক্ত হইবে না

৩. তৈল পরিশোধনের সহিত সম্পৃক্ত কোন কোম্পানি।

৪. গ্যাস সঞ্চালন বা বিতরণের সহিত সম্পৃক্ত কোন কোম্পানি।

৫. সিমেন্ট, লৌহ, লৌহ জাত পণ্য, সুগন্ধি, কার্বনেট এর ব্যভারেজ এবং টয়লেট ওয়াটার উৎপাদনে নিয়োাজিত কোন শিল্প উদ্যোক্তা ব্যতীত অন্য কোন শিল্প উদ্যোক্তা কর্তৃক তাহার নিজস্ব কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য আমদানি কৃত পণ্য হইতে ধারা ১২০ এর অধীন সংগৃহীত কর।

ব্যক্তি,ফার্ম বা কোম্পানির ন্যূনতম কর

(ক) একজন করদাতা-

(অ) অনূন্য ৩ (তিন) কোটি টাকার গ্রস প্রাপ্তি রহিয়াছে এইরূপ কোনো ব্যক্তি

(আ) অনূন্য ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকার গ্রস প্রাপ্তি রহিয়াছে এইরূপ কোনো ফার্ম বা ব্যক্তিসংঘ

(ই) কোনো কোম্পানি

কোনো কর নির্ধারণী বর্ষে কোনো কারণে তাহার মুনাফা বা ক্ষতি যাহাই হউক না কেন, যাহাতে ধারাবাহিক ক্ষতি, বিগত এক বা একাধিক বর্ষে ক্ষতির সমন্বয় বা এই আইনের অধীন অনুমোদিত ভাতা (অবচয় ভাতাসহ) বা বিয়োজন দাবি অন্তর্ভুক্ত, নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে কোনো করবর্ষে ন্যূনতম কর পরিশোধের জন্য দায়ী থাকিবে যথা:

ক্রমিক নংকরদাতার শ্রেণিন্যূনতম করহার
সিগারেট, বিড়ি, চিবাইয়া খাওয়ার তামাক, ধোঁয়াবিহীন তামাক,  বা অন্য কোনো তামাকজাত দ্রব্য প্রস্তুতকারকগ্রস প্রাপ্তির ৩% (তিন শতাংশ)
কার্বোনেটেড বেভারেজগ্রস প্রাপ্তির ৫% (পাঁচ শতাংশ)
মোবাইল ফোন অপারেটরগ্রস প্রাপ্তির ২% (দুই শতাংশ)
সিগারেট, বিড়ি, চিবাইয়া খাওয়ার তামাক, ধোঁয়াবিহীন তামাক,  বা অন্য কোনো তামাকজাত দ্রব্য প্রস্তুতকারক ব্যতীত অন্য কোনো স্বাভাবিক করদাতাগ্রস প্রাপ্তির ০.২৫% (শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ)
অন্য কোনো ক্ষেত্রেগ্রস প্রাপ্তির ০.৬০% (শূন্য দশমিক ছয় শূন্য শতাংশ)

তবে শর্ত থাকে যে, পণ্য উৎপাদনে নিয়োজিত কোনো শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইহার বাণিজ্যিক উৎপাদন শুরুর প্রথম ৩ (তিন) বৎসরের জন্য, উক্ত হার হইবে এইরূপ প্রাপ্তির ০.১% (শূন্য দশমিক এক শতাংশ)

নূন্যতম কর কি ফেরত বা সমন্বয় করা যাবে?

পরিশোধকৃত ন্যূনতম কর ফেরতযোগ্য হইবে না অথবা পূর্ববর্তী এক বা একাধিক বর্ষে ফেরতযোগ্য বকেয়া বা কোনো উৎস হতে কোনো করবর্ষের ফেরতযোগ্য বকেয়ার বিপরীতে সমন্বয়যোগ্য হবে না।

যেইক্ষেত্রে কোনো সারচার্জ, অতিরিক্ত অন্য কোনো সুদ, অতিরিক্ত কোনো অর্থ, ইত্যাদি এই আইনের বিধানাবলির অধীন পরিশোধযোগ্য হয়, সেইক্ষেত্রে তাহা ন্যূনতম করের অতিরিক্ত হিসাবে পরিশোধযোগ্য হবে।

বিশেষ বিবেচনা ও সতর্কতা :

১. ন্যূনতম কর প্রযোজ্য এইরূপ আয়ের উৎস বা উৎসসমূহের জন্য ধারা ৭২ এর বিধানাবলি অনুসারে নিয়মিতভাবে হিসাব বহি সংরক্ষণ করতে হবে।

২. এক্ষেত্রে ন্যূনতম কর ধারা অনুসারে কর্তন ও উপরে হার সমূহ এর কর্তন করে যেটি বেশি হবে তাই ন্যূনতম কর হবে।

৩. পরিগণিত আয় বা ক্ষতি যথাক্রমে কোনো নিয়মিত উৎসের জন্য পরিগণনাকৃত আয় বা ক্ষতির সহিত সমন্বয় করা যাবে না।

৪. এছাড়াও যে ক্ষেত্রে পরিগণনাকৃত কর এই ধারার অধীন কর অপেক্ষা অধিক হয় সেক্ষেত্রে নিয়মিত কর পরিশোধযোগ্য হবে।

৫. কোন করবর্ষে যদি পরিগণনাকৃত নিয়মিত কর এই ধারার অধীন ন্যূনতম কর অপেক্ষা অধিক হয় সে ক্ষেত্রে নিয়মিত কর পরিশোধযোগ্য হবে।

Exit mobile version