Site icon Chartered Journal

যে সকল ক্ষেত্রে রিটার্ন অডিট আওতাভুক্ত হবে না?

No Return Audit

আয়কর রিটার্ন দাখিলের পর অনেকের মনেই অডিটের ভয় থাকে। অডিটের প্রক্রিয়া দীর্ঘ ও জটিল হতে পারে, যা অনেকের জন্যই ঝামেলাপূর্ণ। তবে কিছু নির্দিষ্ট শর্তাবলী পূরণ করলে আপনি অডিটের আওতায় পড়বেন না।

তবে কয়েকটি শর্ত পূরণ করে রিটার্ন জমা দিলে করদাতা অডিটের চিন্তামুক্ত হতে পারেন। এই লেখায় যে সকল ক্ষেত্রে রিটার্ন অডিট আওতাভুক্ত হবে না সেই শর্তসমূহ আলোচনা করবো। আপনার যদি রিটার্ন অডিটের বিষয়ে কোন প্রশ্ন থাকে, তাহলে এই লেখাটি আপনার জন্য সহায়ক হবে।

কোন ক্ষেত্রে রিটার্ন অডিটের আওতায় পড়বে না?

ধারা ১৮০ এর অধীন দাখিলকৃত (স্বনির্ধারনী) কোন রিটার্ন বা সংশোধিত রিটার্ন, অডিটের জন্য নির্বাচন করা হবে না, যদি-

(ক) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের রিটার্ন ব্যতীত অন্যান্য রিটার্ন বা সংশোধিত রিটার্ন যাহা অব্যবহিত পূর্ববর্তী করবর্ষের মোট আয় হইতে অন্যূন ১৫% (পনেরো শতাংশ) অধিক মোট আয় প্রদর্শন করে; এবং

(খ) এইরূপ রিটার্ন বা সংশোধিত রিটার্ন নিম্নবর্ণিতভাবে দাখিল করা হয়, যথা:-

(গ) করদাতা ধারা ১৭৭ এর অধীন রিটার্ন দাখিল (উৎসে করের রিটার্ন) এবং অংশ ৭ (কর পরিশোধ) এর বিধানাবলী পরিপালন করেন।

আমাদের শেষকথা

এই লেখায় আমরা আলোচনা করেছি যেসব ক্ষেত্রে রিটার্ন অডিটের আওতায় আসার সম্ভাবনা কম। মনে রাখবেন, রিটার্ন দাখিলের সময় সঠিকতা এবং স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিটার্ন অডিট এড়াতে পূর্বে উল্লেখিত পদক্ষেপগুলো অনুসরণ করুন এবং কর সংক্রান্ত সকল আইন-কানুন সম্পর্কে সচেতন থাকুন। আয়কর সম্পর্কে সকল ধরনের প্রশ্ন-উত্তর জানতে আমাদের আয়কর বিভাগটি ভিজিট করুন

Exit mobile version