জমি কেনার পূর্বে যা অবশ্যই জানা দরকার
- মালিকানা সঠিক আছে কি?
- হাল রেকর্ড অনুযায়ী খতিয়ান ও দাগ নম্বর সঠিক আছে কি?
- নকশা মোতাবেক অবস্থান ও পরিমাণ সঠিক আছে কি?
- হিস্যা মোতাবেক বিক্রেতার প্রাপ্য অংশ সঠিক আছে কি?
- রেন্ট সার্টিফিকেট মামলা আছে কি?
- ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ আছে কি?
- ভায়া দলিল (রেফারেন্স দলিল) আছে কি? নামজারী/খারিজ করা আছে কি?
- সরকারি কোন প্রতিষ্ঠানের সম্পত্তির অংশ কিনা?
- খাস জমি কিনা?
- অর্পিত সম্পত্তি/পরিত্যক্ত জমি কিনা?
- সরকারি কোন প্রতিষ্ঠানের সম্পত্তির অংশ কিনা?
- কোন প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ কিনা?
- নৃ-তাত্তিক জাতি গোষ্ঠীর সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে জেলা প্রশাসক মহোদয়ের “বিক্রয় অনুমতিপত্র“ আছে কি?
- নাবালকের সম্পত্তি কিনা?
- নাবালকের সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে বৈধ ওয়ারিশ নির্ধারণ কর আছে কি?