Perquisite বা আনুতোষিক আয় বলতে সাধারণভাবে নিয়োগকর্তা কর্তৃক প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তাদের বেতন বাদে যে ধরনের অতিরিক্ত সুবিধা দেওয়া হয়। আয়কর আইন ২০২৩ এর ধারা ২(৪৪) ও ৩২ এ Perquisite বা আনুতোষিক আয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে।
আয়কর আইন ২০২৩ এর ধারা ৩৩(২)(গ) তে “পারকুইজিট” অর্থ নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীকে প্রদত্ত ইনসেনটিভ বোনাসসহ যেকোনো প্রকারের পরিশোধ বা সুবিধা, তবে নিম্নবর্ণিত পরিশোধসমূহ ইহার অন্তর্ভুক্ত হবে না যথা-
- মূল বেতন
- বকেয়া বেতন
- অগ্রিম বেতন
- উৎসব ভাতা
- ছুটি নগদায়ন
- ওভারটাইম
- নিয়োগকর্তা ভবিষ্যত তহবিলে জমা (Provident Fund)
- অনুমোদিত পেনশন তহবিল
- অনুমোদিত আনুতোষিক তহবিল চাঁদা
- অনুমোদিত বার্ধক্য তহবিলে প্রদত্ত চাঁদা
পারকুইজিট এর লিমিট কত?
আয়কর আইনের ধারা ৫৫(ঘ) তে নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীকে বছরে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পারকুইজিট হিসাবে খরচ করা যাবে। পারকুইজিই হিসাবে ১০ লক্ষ টাকার বেশি খরচ দেখানো হলে, উক্ত খরচ ব্যবসা হতে আয় পরিগণনায় বিয়োজন অনুমোদন হবে না।
তবে শর্ত থাকে যে, সরকার কতৃক, সরকারি গেজেটে সুপারিশ বাস্তবায়নের জন্য কর্মচারীদের অর্থ প্রদানের ক্ষেত্রে এই ধারার কোনো কিছুই প্রযোজ্য হবে না।
পারকুইজিট, ভাতা ও সুবিধাদির আর্থিক মূল্য নির্ধারণ
আর্থিক মূল্যে প্রদেয় পারকুইজিট, ভাতা ও সুবিধা ব্যতীত অন্যান্য পারকুইজিট, ভাতা ও সুবিধার আর্থিক মূল্য নিম্নবর্ণিত সারণী মোতাবেক নির্ধারিত হবে:
ক্রমিক নং | পারকুইজিট, ভাতা, সুবিধা, ইত্যাদি | নির্ধারিত মূল্য |
---|---|---|
১ | আবাসন সুবিধা | ক) আবাসনের ভাড়া সম্পূর্ণভাবে নিয়োগকর্তা কর্তৃক পরিশোধিত হলে অথবা নিয়োগকর্তা কর্তৃক আবাসনের ব্যবস্থা করা হলে আবাসনের বার্ষিক মূল্য; খ) হ্রাসকৃত ভাড়ায় প্রাপ্ত আবাসনের ক্ষেত্রে অনুচ্ছেদ (ক) অনুযায়ী নির্ধারিত ভাড়া এবং পরিশোধিত ভাড়ার পার্থক্য। |
২ | মোটরগাড়ি প্রতি সুবিধা | ক) ২৫০০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে মাসিক ১০ (দশ) হাজার টাকা; খ) ২৫০০ সিসির অধিক এইরূপ গাড়ির ক্ষেত্রে মাসিক ২৫ (পঁচিশ) হাজার টাকা। |
৩ | অন্য কোনো পারকুইজিট, ভাতা বা সুবিধা | পারকুইজিট, ভাতা বা সুবিধার আর্থিক মূল্য বা ন্যায্য বাজার মূল্য। |