Site icon Chartered Journal

ভ্যাট অব্যাহতি সেবাসমূহ ২০২৩-২০২৪

VAT Exempted Service List 2023-2024

ভ্যাট আইনের তফসিল-১ এ ভ্যাট অব্যাহতিকৃত পণ্য ও সেবাসমূহের তালিকা দেওয়া হয়েছে। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন সময়ে এসআরওজিও এর মাধ্যমে আরও অন্যান্য পণ্য ও সেবার জন্য নির্দিষ্ট সময়ের জন্য ভ্যাট অব্যাহতি প্রদান করে থাকে। একই ধারাবাহিতকায় এস আর ও ১৩৬-আইন/২০২৩/২১৩-মূসক এর মাধ্যমে কতিপয় সেবার ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ভ্যাট অব্যাহতি প্রদান করিলো।

VAT SRO 136/2023 দ্বারা যেসকল সেবার ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে, সেসকল সেবার কোড ও সেবার নাম সহ ভ্যাট অব্যাহতি সেবা সমূহের (VAT exempted Service ) তালিকা টেবিলে উল্লেখ করা হলো।

ভ্যাট অব্যাহতি সেবাসমূহ ২০২৩-২০২৪ – VAT Exempted Service List 2023-2024

সেবার কোডসেবার নাম
S০০১.১০
S০০১.২০
হোটেল ও রেস্তোরী:
বাংলাদেশের অভ্যন্তরে সকল অস্থায়ী হোটেল ও রেস্তোঁরা ( অস্থায়ী বলিতে বেষ্টনী বিহীন, বিদ্যুৎ ফ্যান বিহীন ও অনধিক দুইটি বৈদ্যুতিক বাতিযুক্ত হোটেল ও রেস্তোরাঁকে বুঝাইবে)।
S০০৪.০০নির্মাণ সংস্থা:
(ক) ৩০ শে জুন, ১৯৯১ পর্যন্ত স্বাক্ষরিত সকল চুক্তির আওতাধীন নির্মাণ সংক্রান্ত কার্যক্রম এবং
(খ) ৩০ শে জুন, ১৯৯১ পর্যন্ত জারীকৃত টেন্ডার সমূহের ভিত্তিতে ৩০ শে জুন, ১৯৯৩ পর্যন্ত স্বাক্ষরিত সকল চুক্তির আওতাধীন নির্মাণ সংক্রান্ত কার্যক্রম
S০০৬.০০হিমাগার
S০০৭.০০বিজ্ঞাপনী সংস্থা: পত্রিকায় প্রকাশিত মৃত্যু সংবাদ
S০০৮.১০ছাপাখানা: পুস্তক, সাময়িকী ও ছাত্র-ছাত্রীদের শিক্ষামূলক দ্রব্যাদি মুদ্রণের চার্জের উপর
S০০৮.২০বাঁধাই সংস্থা: সকল প্রকার বীধাইয়ের চার্জের উপর
S০১২.১৪ইন্টারনেট সংস্থা: শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানকে সেবা প্রদানের ক্ষেত্রে
S০১৬.০০ট্রাভেল এজেন্সি
S০১৯.০০ফটো নির্মাতা
S০২৭.০০বীমা কোম্পানী:
(ক) বাংলাদেশে সমুদ্রগামী জাহাজের হাল বীমার প্রিমিয়াম;
(খ) Private Sector Power Generation Company কর্তৃক প্রদত্ত বীমা প্রিমিয়াম;
(গ) এভিয়েশন বীমার পুনঃ বীমার (Re-insurance) ক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় পরিশোধিত প্রিমিয়াম; এবং
(ঘ) বীমা এজেন্ট কমিশন;
এর উপর প্রদেয় মূল্য সংযোজন কর
S০৩৭.০০যোগানদার:
(ক) স্কুলের টিফিন সরবরাহ
(খ) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রদত্ত কার্যাদেশ এর বিপরীতে মুদ্রিত প্রাথমিক ও মাধ্যমিক স্তর ও সমান পর্যায়ের পাঠ্যপুস্তক সরবরাহ
(গ) তুলা সরবরাহ
(ঘ) ওয়েস্ট এন্ড স্ক্রাপ পেপার সরবরাহ
(ঙ) ভাঙ্গা কীচের টুকরা (cullet) সরবরাহ
(চ) প্লাস্টিক বর্জ্য সরবরাহ
(ছ) জিলেটিন ক্যাপসুলের উপকরণ হিসাবে ব্যবহৃত গরু ও মহিষের হাড়
(জ) স্টিল মিল ও ফাউক্তি শিল্পে স্থানীয়ভাবে সংগৃহীত স্ক্র্যাপ/ভাঙ্গারী সরবরাহ
(ঝ) পাটজাত পণ্য সরবরাহ
(ঞ) পুরাতন ব্যাটারী সরবরাহ
S০৪৮.০০পরিবহন ঠিকাদার শীর্ষক সেবা প্রদানকারী কর্তৃক প্রদত্ত শুধুমাত্র খাদ্যশস্য পরিবহনের সেবা
S০৫৫.০০ভূমি বিক্রয়কারী
S০৫৭.০০সেচ কাজে এবং হিমাগার সেবায় ব্যবহৃত বিদ্যুৎ
S০৬৩.০০টেইলারিং সপ ও টেইলার্স (শীতাতপ নিয়ন্ত্রিত টেইলারিং সপ ও টেইলার্স ব্যতীত)
S০৬৪.২০পর্যটন স্থান ৰা স্থাপনা (এতিহাসিক স্থানসহ)
S০৭০.১০বেসরকারি বিশ্ববিদ্যালয়
S০৭০.২০বেসরকারি মেডিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ
S০৭৩.০০জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান
S০৭৪.০০স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী:
(ক) নিবন্ধিত বা তালিকাভুক্ত প্রস্তুতকারক বা উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক কারখানা ভাড়া;
(খ) সম্পূর্ণ আবাসিক কাজে ব্যবহারের জন্য প্রদত্ত সুবিধা এবং বাণিজ্যিক উদ্দ্যেশ্যে ব্যবহৃত অনধিক ১৫০ (একশত পঞ্চাশ) বর্গফুট আয়তনের কোন স্থাপনা;
(গ) তথ্য প্রযুক্তি নির্ভর সেবা অর্থাৎ সেবার কোড S০৯৯.১০ এর আওতায় নিবন্ধিত প্রতিষ্ঠান কর্তৃক কোন স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণের ক্ষেত্রে; এবং
(ঘ) নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসার শো-রুমের ভাড়া
S০৭৫.০০স্টক ও সিকিউরিটি ব্রোকার
S০৭৭.০০ট্যুর অপারেটর
S০৯৯.২০অন্যান্য বিবিধ সেবা: শুধুমাত্র গ্রে-ফেব্রিক্স এর ডাইং, প্রিন্টিং, ফিনিশিং ও ক্যালেন্ডারিং সংক্রান্ত সেবা কার্যক্রম

ভ্যাট অব্যাহতি পাওয়ার শর্ত:

উপরোক্ত সেবাসমূহের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতির সুবিধা গ্রহণ করতে হলে, সংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৫১, ৫৩,৫৪, ৬৪ ও ১০৭ এ উল্লিখিত মূল্য সংযোজন কর সংক্রান্ত হিসাবরক্ষণসহ কর চালানপত্র ও দাখিলপত্রের যাবতীয় আনুষ্ঠানিকতা প্রতিপালন করতে হবে।

শর্ত পূরণে ব্যর্থ হলে জরিমানা

অব্যাহতি প্রাপ্ত পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে আইনের ধারা ৫১, ৫৩, ৫৪, ৬৪ ও ১০৭ এ উল্লিখিত বিধান পরিপালন করিবার ব্যর্থতা বা অনিয়মের ক্ষেত্রে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুক্ক আইন, ২০১২ এর ধারা ৮৫ এর উপ-ধারা (১) অনুযায়ী জরিমানা আরোপযোগ্য হইবে।

আরও জানুন

Exit mobile version